আজকের এই টিউনে আমি আলোচনা করবো কিভাবে আপনারা ফাইভার ওয়েবসাইট থেকে টাকা উপার্জন করতে পারেন।
ফাইভার হচ্ছে একটি মার্কেটপ্লেস যেখানে যে কেউ সাইনআপ করে ৫ ডলারের বিনিময়ে নিজের সার্ভিস বিক্রয় করতে পারেন।
সে সার্ভিসটি হতে পারে লোগো ডিজাইনিং,ট্রান্সক্রিপ্ট বানানো, ভিডিও তৈরি করা,ব্যাকলিঙ্ক তৈরি করা, সোস্যাল মিডিয়া মার্কেটিং ইত্যাদি!
এছাড়াও এমন বিচিত্র সব সার্ভিস ফাইভার বিক্রয় করা হয় যা আপনি আগে থেকে যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই শুনে অবাক হবে। যেমন এমনো একটি সার্ভিস আছে যেখানে এক ব্যক্তি আপনার পছন্দমতো কোনো নাম শামুকের মধ্যে লিখে স্কি-ডাইভিং করা অবস্থায় সেই শামুকটি নিজের হাতে ধরে থাকবে এবং রেকর্ড করে দিবে! আপনি যদি ফাইভারর গিগগুলো ব্রাউজ করে থাকলে বুঝবেন ফাইভারকত রকমের বিচিত্র সব গিগ থাকতে পারে - সোজা কথায় বলা যায় ফাইভার একদম সবার জন্যেই সার্ভিস ক্রয়/বিক্রয়ের উপযুক্ত একটি স্থান।
আজকের টিউনে আমি এমন একটি ফাইভার সার্ভিস সেল সম্পর্কে আলোচনা করবো যেটা বিক্রয় করে আমি নিজে অনেক ভালো মানের উপার্জন করেছি আশা করি আপনারাও এই একই সার্ভিস বিক্রয় করে ভালো উপার্জন করতে পারবেন।
ফাইভারের কিছু বিষয় সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি যারা জানেন না তাদের জন্যে কাজে লাগবে।
ফাইভার হচ্ছে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একটি মার্কেট প্লেস যেখানে ৫ ডলারের বিনিময়ে অনেক ভালো ভাল সার্ভিস আপনি ক্রয় এবং বিক্রয় (এমন কি পন্যও ক্রয় বিক্রয় করতে পারবেন)
বিজনেস প্রমোশন, সোস্যাল নেটওয়ার্কিং এবং এডভার্টাইসমেন্ট,গ্রাফিক্স ডিজাইন তৈরি ইত্যাদি আরো নানান বিষয় ক্রয়/বিক্রয় করা হয় এই মার্কেট প্লেসে।
ফাইভারে একজন বিক্রেতা যে সার্ভিসটি তার ক্রেতা বা গ্রাহকদের জন্যে বিক্রয়ের জন্যে রাখেন তাকে গিগ বলা হয়।
তো এতক্ষন আমি ফাইভার সম্পর্কে অনেক কথাবার্তা বলে ফেললাম কিন্তু যে টাইটেল দেখে আপনারা পড়তে এসেছেন "কিভাবে উপার্জন করবেন ফাইভার থেকে" সে বিষয়ে এখনো আমি আলোচনা শুরু করেনি। ফাইভার থেকে টাকা উপার্জনের জন্যে আপনার দরকার হব একটি সার্ভিস প্রদান করার। আপনি কি কাজ করতে পারেন ফাইভার থেকে ? আপনি নিজে কোনো বিষয়ে পারদর্শী হলে সে বিষয় নিয়ে একটি গিগ তৈরি করে কাজ শুরু করে দিতে পারেন অথবা ফাইভার ওয়েবসাইটটি নিয়ে ঘাটাঘাটি করুন এবং দেখুন অন্য মানুষেরা কি ধরনের গিগ বিক্রয় করছে ফাইভারে সেখান থেকে আপনি নিজে গিগ তৈরির আইডিয়া খুঁজুন।
যাদের এটাও কঠিন লাগছে সমস্যা নেই, আপনাদের কে এমন একটি জিনিস শিখিয়ে দিবো এখন যেটার মাধ্যমে আপনারা সহজেই একটি গিগ তৈরি করতে পারবেন ফাইভারে
এই গিগে আপনি যে সার্ভিসটি প্রোভাইড করবেন সেটা হচ্ছে এনিমেটেড ভিডিও তৈরি করবেন আপনি। আপনার গিগটি হবে সার্ভিস নিয়ে আপনার গিগে আপনি বর্ণনা করবেন আপনি মাত্র ৫ ডলারের বিনিময়ে একটি সাদাবোর্ডের উপরে প্রফেশনাল এনিমেশন ভিডিও তৈরি করে দিবেন শুধুমাত্র ২৪ ঘন্টার মধ্যে।
আচ্ছা আচ্ছা এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আমি তো জানি না কিভাবে এনিমেশন ভিডিও বানাতে হয়! এই লোকতো বক বক করেই যাচ্ছে কাজের কথা বলছে না। চিন্তার কিছু নেই এখনি আমি এমন একটি সফটওয়্যারের কথা বলবো যেটার মাধ্যমে আপনারা একদম সহজেই এইসব এনিমেশন ভিডিওগুলো বানাতে পারবেন সামান্য কিছু এডিটিং করে।
আপনারা ইউটিউবে গিয়ে "VideoMakerFX whiteboard video" লিখে সার্চ করতে পারেন, দেখার জন্যে সাদা বোর্ডে বানানো এনিমেটেড ভিডিওগুলি কেমন হয়। এছাড়া এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা এনিমিটেড ক্যারাক্টারের ভিডিও বানাতে পারবেন। একদম সহজেই, অনেকেই এই বিষয়টি জানেন না যে এই ভিডিওগুলোর অনেক চাহিদা এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ভিডিও গুলো বানানো একদমই সহজ।
আপনি এই বিষয়ে আজকেই গিগ তৈরি করুন ফাইভারে দেখবেন আজকে থেকেই আপনি অর্ডার পেতে শুরু করেছেন। তবে এক্ষুনি না, অপেক্ষা করুন সঠিক সময়ের।
আপনার মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে আমি এই সহজভাবে ভিডিও তৈরি করবো।
আপনারা সফটওয়্যারটি একবার ব্যবহার করেই অবাক হবেন সফটওয়্যারটিতে এত সহজে ভিডিও তৈরি করা যায়!
এই সফটওয়্যারটির নাম হচ্ছে Video Maker FX একদম সাধারন একটি সফটওয়্যার যেটা এনিমেটেড ভিডিও বানাতে ব্যবহার হয় এই সফটওয়্যারটির বাজার মুল্য প্রায় ৭০ ডলার কিন্তু একদম ফ্রি'তেই আপনার সাথে শেয়ার করবো যদি এই টিউনে আমি ঠিকমতো সাড়া পাই তাইলে।
এই সফটওয়্যারটি দিয়ে একদম সহজ এবং কম সময়ের মধ্যেই অনেক ধরনের এনিমেটেড ভিডিও তৈরি করতে পারবেন আপনারা। কিভাবে ফাইভার থেকে টাকা উপার্জন করবেন - স্টেপ বাই স্টেপ বর্ণনা
প্রথমেই আপনারা ভিডিও মেকার এফএক্স সফটওয়্যারটি জোগাড় করে নিন, যারা অভিজ্ঞ আছেন আশা করি অনলাইনে সার্চ করেই এর ফ্রি ভার্সন ডাউনলোড করে নিতে পারবেন,প্রিমিয়াম ভার্সন কিভাবে ফ্রিতে ব্যবহার করতে হয় সেটা নিয়ে আলোচনা করলে টিউন অনেক বেশী বড় হয়ে যাবে তাই আলোচনা করছি না,এই টিউনে ভালো সাড়া পেলে আগামী টিউনে আমি এ সম্পর্কে বিস্তারিত লিখার আশা রাখি।
ভালো মতো অনুশীলন করার পরে যখন আমি বুঝতে পারলাম এখন আমি ভিডিও তৈরি করার জন্যে তৈরি তখনি আমি একটি ফাইভার গিগ তৈরি করলাম ছোটো এবং সাধারন একটি টাইটেল দিয়ে " “I will Create a Professional Whiteboard Animation Video In 24hours for $5.”"
এছাড়াও আপনারা অন্যান্য আরো টাইটেল দিতে পারেন যেমন:
এ বিষয় নিয়ে আরো ঘাটাঘাটি করুন রিসার্চ করুন ১০০% গ্যারান্টি দিলাম এমন আরো অনেক রকমের আইডিয়াই আপনার মাথায় আসবে।
ফাইভারে সার্চ করুন আপনি যে ধরনের কাজ টিউন করতে চাচ্ছেন করার জন্যে সেই কাজটির নাম লিখে, দেখুন অন্যান্য ফাইভার সার্ভিস বিক্রয় করা মানুষরা কিভাবে নিজেদের গিগ উপস্থাপন করছে। সম্পুর্নভাবে ভুলেও কপি করবেন না নৈতিকতার দিক থেকে একটা ব্যাপার আছেই তার উপরে কথা হচ্ছে ফাইভার কর্তিপক্ষ যদি ধরতে পারে আপনি অন্য কারো জিনিস হুবাহু কপি করে ব্যবহার করছেন তাহলে কিন্তু আপনার একাউন্ট ব্যান হয়ে যাবে! সুতারাং সাবধান।
আইডিয়া নিন অন্যের জিনিস দেখে পুরোপুরো কপি করবেন না কখনো। একটি গিগ ইমেজ কি ধরনের হতে পারে সেটার ধারনা নিয়ে এই সাইটটি থেকে আপনারা ইমেজ বানিয়ে নিতে পারেন যেটা আমি নিজেও ব্যবহার করি !
ফাইভার গিগের অন্যতম মুল বিষয় হচ্ছে গিগ ডেসক্রিপশন।
সঠিক ডেসক্রিপশন যেখানে আপনাকে এনে দিতে পারে হাজার হাজার সেল সেখানে ভুল ডেসক্রিপশন দিলে আপনি নিচে চাপা পড়ে যাবেন। এখন আপনার যদি কোনো প্রকার আইডিয়াই না থাকে তাহলে আবার ঐ একই পদ্ধতি ফাইভারে দেখুন অন্যান্য ক্রেতারা কিভাবে গিগ ডেস্ক্রিপশন দিচ্ছেন, তাদের কে অনুসরন করুন।
টপ সেলাররা তাদের গিগে গিগে কি ধরনের ওয়ার্ড ব্যবহার করছেন কি ওয়ার্ড কতবার ব্যবহার করছেন সব লক্ষ্য রেখে নিজের মতো করে লিখে ফেলুন গিগ ডেসক্রিপশন। হ্যা একটি কথা মনে রাখবেন অন্য সব জায়গার মতেও ফাইভারেও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়টি আছে। আপনার গিগ যতভালভাবে র্যাঙ্ক করাতে পারবেন তত বেশি আপনার গিগ সেল হবে এই বিষয়টি সর্বদায় মাথায় রেখে কাজ করবেন।
একটি গিগ সফল হওয়ার পিছনের সবচেয়ে গুরুত্বপুর্ন বিষয়ের মধ্যে একটি হচ্ছে গুরুত্বপুর্ন ট্যাগ এবং কি-ওয়ার্ডগুলো ঠিকভাবে ব্যবহার করা। অনেকেই এই বিষয়টিকে গুরুত্বদেয় না কিন্তু ট্যাগের উপযুক্ত ব্যবহার এনে দিতে পারে আপনাকে কাঙ্খিক সাফল্য। আমি যেহুতু ওয়াইট বোর্ড ভিডিও এনিমেশন তৈরির গিগ সেলের কথা বলছি সে জন্যে আমি এই ধরনে ট্যাগগুলো ব্যবহার করলাম। আপনারা অন্য সার্ভিস বিক্রয় করতে চাইলে সে অনুযায়ী কিওয়ার্ড ব্যবহার করুন।
আপনি চাইলে ফাইভার গিগের জন্যে ভিডিও বানাতে পারেন যেটা আপনাকে প্রচারনা করতে সাহায্য করবে। এর জন্যে আপনারা ভিডিও মেকার এফএক্স ব্যবহার করে একটি এনিমেশন ভিডিও বানিয়ে নিতে পারেন। আমি কোনো লিঙ্ক শেয়ার করলাম না টেকটিউনসে কোনো প্রকার নীতিমালা ভংগ হতে পারে সে কারণে আপনারা শব্দগুলোকে গুগলে গিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন ফাইভার ওয়েবসাইটের ঠিকানা, ফাইভারে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন বিভিন্ন উপযুক্ত গিগ যেগুলো অনুসরন করে আপনি সুন্দর একটি গিগ বানাতে পারবেন।
এই টিউনটি যদি আপনাদের ভালো লেগে থেকে এবং যদি আপনি এই পদ্ধতি অনুসরন করে ফাইভার থেকে উপার্জন করতে চান তাহলে অবশ্যই এই টিউনটি শেয়ার করুন, টিউনমেন্টে আপনার টিউমেন্ট জানান। কি প্রকার সাড়া আসছে তার উপরে নির্ভর করবে আমি আগামী টিউনটি ফাইভার নিয়ে লেখবো নাকি না।
এছাড়া আমি ফাইভার গিগে কাজ করার পদ্ধতি দেখিয়েছি আমার ইউটিউব ভিডিওতে, ভিডিওটি দেখতে পারেন
যদি ভালো সাড়া পাওয়া যায় আগামী টিউনে আমি আলোচনা করবো কিভাবে ভিডিও মেকার এফএক্স বিনামুল্যে ব্যবহার করা যায় এবং কিভাবে আপনার ফাইভার গিগ ভালো মতো র্যাঙ্ক করা যায় সে সমন্ধে। সবাইক অনেক অনেক ধন্যবাদ টিউনটি পড়ার জন্যে। আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ফেইসবুক আইডি।
আমি আশিকুর রহমান নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks. Go On Brother!!!