সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার টিউনে, আজকের টিউনে আমি আলোচনা করবো কিভাবে আপনারা গেইমস ভিডিও সংগ্রহ করবেন সে সম্পর্কে।
যদি এই চেইন টিউনগুলো প্রত্যেকটি আপনারা অনুসরন করে থাকেন তাহলে আশা করি আপনারা স্টিম এবং ডটা-২ গেইমটি ডাউনলোড করে ফেলেছেন যদি ডাউনলোড না করে থাকেন তাহলে ৪র্থ পর্বের টিউনটি অনুসরন করুন এবং তারপরে এই টিউনে ফিরে আসুন। আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউনের মুল আলোচনা। আমরা মুলত যা করবো সেটা হচ্ছে ডটা-২ গেইমের হাইলাইটস রেকর্ড করে ইউটিউবে আপলোড করবো।
প্রথমেই রেকর্ডিং সফটওয়্যার চালু করে নিন, আশা করি আপনারা আগে থেকেই রেকর্ডিং সফটওয়্যার ঠিক করে রেখেছেন।
এবার স্টিম চালু করুন,স্টিম থেকে ডটা-২ গেইমটি প্লে'ই বাটনে ক্লিক করার মাধ্যমে ওপেন করুন।
ডটা-২ গেইমের উপরের অংশে কিছু ট্যাব দেখতে পাবেন সেখান থেকে ওয়াচ ট্যাবে ক্লিক করুন, ভালোভাবে বুঝার জন্যে নিচের স্ক্রিনশটটি অনুসরন করুন।
ক্লিক করার পরে একটি নতুন উইন্ডো ওপেন হবে যেখানে আপনারা দেখতে পাবেন লাইভ গেইম,টুর্নামেন্ট,ইভেন্ট ইত্যাদি নামের ট্যাব সমুহ যেখান থেকে আপনারা ক্লিক করুন টুর্নামেন্ট ট্যাবে যেখানে সম্প্রতিক সময়ে ডটা-২ গেইমারদের প্লে করা বিভিন্ন এমাচ্যার,প্রফেশনালদের টুর্নামেন্টে খেলা ম্যাচের হাইলাইটস আপনারা দেখতে পাবেন।
ডটা-২ গেইমে ২ ধরনের টুর্নামেন্ট হয়ে থাকে ১ম হচ্ছে এম্যাচার বা নতুন গেইমারদের মধ্যে আয়োজিত টুর্নামেন্ট।
২য় হচ্ছে প্রিমিয়াম গেইম বা প্রফেশনাল গেইমারদের মধ্যে আয়োজিত টুর্নামেন্ট।
আমার পরামর্শ হচ্ছে আপনারা অবশ্যই প্রফেশনাল গেইম গুলোর হাইলাইটস রেকর্ড করার চেষ্টা করবেন কারণ প্রফেশনাল টিমগুলোর গেইমিং কমিউনিটি'তে বড় মানের ফ্যানবেইজ থাকে যারা সব সময় তাদের গেইম অনলাইনে দেখার জন্যে উৎসুখ হয়ে থাকে। এই ধরনের টুর্নামেন্টগুলোর হাইলাইটস রেকর্ড করার সুফল হচ্ছে অতি সহজেই এইসব ভিডিও ইউটিউবে এডসেন্সের জন্যে মনিটাইজ করতে পারবেন।
আর এসব ভিডিওর অনেক ভালো মানের ভিউয়ার্স আছে অনলাইনে।
বেশিরভাগ প্রিমিয়াম টুর্নামেন্টের গেইমগুলো দেখার জন্যে টিকেটের দরকার হয়, তবে কিছু ফ্রি প্রিমিয়াম টুর্নামেন্টও আপনারা দেখতে পারবেন।
বেশিরভাগ টুর্নামেন্টের টিকেটের দাম ১০ ডলার বা তার কম হয় যার মাধ্যমে আপনারা প্রায় ৮০ টার মতো ম্যাচের ভিডিও দেখতে সক্ষম হবেন।
ডলারের কথা দেখে যাদের মন খারাপ হচ্ছে তাদের বলছি এই ১০ ডলারের ইনভেস্ট আপনাকে আরো ১০গুন বেশি উপার্জন এনে দিতে সক্ষম হবে কারণ অন্য গেইমিং ফ্যানরা যারা আছেন তারা অনলাইনে ফ্রি'তে এই গেইম প্লে দেখার অপেক্ষায় থাকে যাতে তারা এসব গেইম দেখে নতুন কিছু শিখতে পারে,তাই এসব ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই ভিউয়ার্স আসা শুরু হবে।
আর যাদের কাছে এই টিকেট কেনার জন্যে টাকা ইনভেস্ট করার টাকা বা ইচ্ছা নেই কোনো সমস্যা নেই।
আপনারা প্রথমে ফ্রি গেইমস নিয়ে কাজ করুন, অপেক্ষা করতে থাকুন টাকা উপার্জনের যখন টাকা উপার্জন হবে তখন সে টাকা দিয়েই আপনারা প্রিমিয়াম গেইমসের টিকেট কিনে নিবেন। একদম সহজ হিসাব।
আপনি যদি প্রিমিয়াম গেইম সমুহ টাকা দিয়ে না থাকতে চান তাহলেও আপনি ডটা-২ তে ফ্রিতে অনেক ভালো ভালো গেইমের হাইলাইটস দেখতে পারবেন সেগুলো রেকর্ড করে অপটিমাইজ করে আপলোড করুন আশা করি ভালো মানের ভিউয়ার্স পাবেন এবং টাকা উপার্জন করতে পারবেন আপনারা এডসেন্সের মাধ্যমে। কিভাবে ভিডিও অপটিমাইজ করতে হবে সেই বিষয়ে এই আমি পরবর্তিতে আলাদাভাবে টিউন করবো।
প্রফেশনাল এবং প্রিমিয়াম টুর্নামেন্টসের যেকোনো গেইম হাইলাইটস ডাউনলোড করুন, টিকেট না কেনার ইচ্ছা থাকলে কষ্ট করে ফ্রি গেইম খুজে বের করুন যার জন্যে কটু সময় ব্যায় করতে হবে। ডাউনলোড করে এবার আপনার আইডিয়া মতো আপলোড করে দিন, আইডিয়া বলতে বুঝিয়েছি আগের টিউনে আমি ডটা-২ সম্পর্কে ব্যাসিক ধারনা দিয়েছিলাম।
গেইম সিলেক্ট করলে সেখানে টিমের নাম দেখতে পাবেন। সে অনুযায়ী আপলোড করে দিন। কি নাম দিয়া কি ট্যাগ দিয়ে আপলোড করবেন না বুঝলে অপেক্ষা করুন আশা করি আগামী টিউনে সে সম্পর্কে আলোচনা করবো। আজকের টিউনটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে শেয়ার করুন, কোনো সমস্যার কথা জানাতে টিউনমেন্ট করুন।
আমার সাথে যোগাযোগের জন্যে আমার ফেইসবুক আইডি!
আমি আশিকুর রহমান নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আপনার টিউনগুলো খুবি ভালো লাগছে 😀 🙂 নেক্সট টিউন কবে দিবেন ???