আপনার ব্যবসার মুনাফা দ্রুত বৃদ্ধির জন্য Bissoy Answers একটি অসাধারণ মাধ্যম, পুরনাঙ্গ টিউটোরিয়াল

টিউন বিভাগ ফ্রিল্যান্সিং
প্রকাশিত
জোসস করেছেন

আপনার ব্যবসার  মুনাফা দ্রুত বৃদ্ধি করার জন্য  Bissoy Answers যেভাবে ব্যবহার করবেন

প্রথমেই Bissoy Answers কি?

বাংলাদেশের সবচেয়ে বড় "প্রশ্ন ও উত্তর" নেটওয়ার্ক এবং প্রায় ৭'১২২৪৫ কৌতুহলী জ্ঞান-সন্ধানী মানুষের প্রশ্ন ও উত্তর করার একটি চমৎকার প্লাটফর্ম যেখানে যে কেউ প্রশ্ন করতে পারেন এবং উত্তর জানতে পারেন। যেমনঃ ডোমেইন কোথা থেকে নিলে সবচেয়ে ভালো হবে। কোন ই-কমার্স সাইট থেকে পণ্য কিনলে আসল পণ্য পাওয়া যায় ইত্যাদি। এখানে যে কেউ প্রশ্ন করতে পারে ও তার উত্তর দিতে পারে। এবং ভালো ও কার্যকরী উত্তরে ভোট প্রদান করতে পারে।

তাছাড়াও খুবই সহজ প্রশ্ন ও উত্তরের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত ক্রেতার কাছে পৌঁছে যেতে পারেন।

আপনি প্রশ্ন বা উত্তরের মাধ্যমে  Bissoy Answers এর ব্যবহারকারীদের খুবই নিকটে যেতে পারেন এবং তাদের প্রশ্নের উত্তর প্রদানের মাধ্যমে তাদের মধ্যে একটি কমিউনিটি তৈরি করতে পারেন

আপনি প্রশ্নের উত্তর প্রদান করে বিভিন্ন সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক (যেমন: ফেইসবুক, টুইটার, পিন্টারেস্ট ইত্যাদিতে) শেয়ার করে আপনার টার্গেটকৃত ব্যবহারকারীর নিকট পৌঁছাতে পারেন।

আজই এই উম্মুক্তপ্লাটফর্মে যুক্ত হোন এবং আপনার ব্যবসা বা বিষয় সম্পর্কিত প্রশ্ন অনুসন্ধান করুন এবং উত্তর দিন।

কেন Bissoy Answers বিপণনকারীর জন্য একটি স্মার্ট জায়গা হতে পারে?

মাসে প্রায় ৭'১২২৪৫ কৌতুহলী জ্ঞান-সন্ধানী মানুষ Bissoy Answers ব্যবহার করছে

আপনার বিষয়ের উপর দক্ষতা ও কর্তৃত্ব স্থাপন করুন।

অন্য ব্যবহারকারী, গ্রাহক, শিল্প বিশেষজ্ঞদের কাছ থেকে জানুন।

আপনার পণ্য সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর দিন।

আপনার পণ্য বা শিল্প সম্পর্কে মানুষ যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করে তা জানুন।

যেভাবে Bissoy Answers ব্যবহার করে আপনার ব্যবসার প্রসার করবেন তার বাস্তব উদাহরণ দেখুন

আপনি যদি অনলাইনে বই বিক্রি করেন অথবা অফলাইনের আপনার দোকান থাকে তাহলে আপনি আপনার ওয়েবসাইট অথবা দোকানের ঠিকানা দিয়ে আপনার ব্যবসা বৃদ্ধি করতে পারেন।

যদি আপনি হট শাওয়ার বিক্রি করে থাকেন তাহলে এই প্রশ্নের উত্তর দিয়ে আপনি টার্গেটকৃত কাস্টমার পেতে পারেন।

আপনার যদি ড্রোন বা ড্রোনের পার্টস অথবা ইলেকট্রনিক্স এর ই-কমার্স থাকে তাহলে এ প্রশ্নের উত্তর দিয়ে আপনার টার্গেটকৃত কাস্টমার পেতে পারেন।

আপনার যদি একটি ডোমেইন ও হোস্টিং ব্যবসা থাকে। আর আপনি যদি মান সম্মত উত্তর দেন ভেবে দেখুন ৩৭৫১ জনের কাছ কতটা সার্ভিস সেল করতে পারেন!

আপনার যদি ওয়েব ডেভেলপমেন্ট জানেন তাহলে এই প্রশ্নের উত্তর দিয়ে কিছু অর্ডার অবশ্যই পেতে পারেন।

আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে এবং মানসম্মত ভিডিও থাকে তাহলে আপনি প্রচুর ভিসিটর পেতে পারেন বিস্ময় থেকে।

হাউ টু বেজড কোন চ্যানেল থাকলে আপনার ভিডিও শেয়ার করে আপনি আপনার চ্যানেলের প্রচারণা চালাতে পারেন।

আপনি যদি বিদেশ যাত্রা সম্পর্কিত কনসালটেন্সি প্রদান করে থাকেন তাহলে বিদেশ যাত্রা সম্পর্কিত প্রশ্নের উত্তর দিয়ে আপনার ব্যবসার বাড়াতে পারেন।

আপনি আইনি সহায়তা দিয়ে পরিচিতি লাভ করে আপনার কাঙ্ক্ষিত মক্কেল বাড়াতে পারেন।

মানসম্মত উত্তর প্রদান করলে উত্তরদাতাকে ভেরিফাইড(নিবন্ধনকৃত) স্বরূপ প্রতি উত্তরের নিচে তার স্বাক্ষর প্রদর্শন করার সুযোগ দিয়ে থাকে। এভাবে ব্যাপক পরিমাণ টার্গেটকৃত কাস্টমারের কাছে আপনি পৌঁছে যেতে পারেন।

এখানে কয়েকটি উদাহরণ দেয়া হল। আপনি আপনার নিজের দক্ষতা ও নিজের ব্যবসার উপর টপিক নির্বাচন করে সে বিষয়ের প্রশ্নের উপর উত্তর প্রদান করে সরাসরি আপনার টার্গেটকৃত মানুষের কাছে পৌঁছে যেতে পারেন। আর একবার উত্তর দিলে আপনি সারাজীবন সেখান থেকে আপনার টার্গেটকৃত কাস্টমার পেতে থাকবেন।

যেভাবে উত্তর দিবেন?

উত্তর প্রদান করার জন্য একটি প্রশ্ন খুজে বের করুন

আপনি যে কোন প্রশ্নের উত্তর দিতে পারেন। এটি আপনার কমিউনিটি গড়তে ও আপনার জ্ঞান শেয়ার করতে একটি চমৎকার উপায়। কিন্তু আপনি যদি কৌশলগতভাবে আপনার ব্যবসার প্রচারণা করতে চান তাহলে আপনার জন্য

আপনার নির্বাচিত বিষয়ের জন্য অনুসন্ধান করুন। এটি উল্লেখযোগ্যভাবে প্রশ্ন কমিয়ে আনতে সাহায্য করে।

আপনার ব্যবসার সম্পর্কে একটি বিষয় নির্বাচন করুন। যা সম্পর্কে আপনি পূর্ণ ভাবে জানেন।

নতুন প্রশ্ন খুজে বের করুনঃ আপনি যদি কোন প্রশ্নের উত্তর সবার আগে দিতে পারেন তাহলে আপনার উত্তরটি-  উত্তর তালিকার শীর্ষে অবস্থান করার সম্ভাবনা থাকে।

মানসম্মত উত্তর দিনঃ মানসম্মত উত্তর দিলে উত্তরে সদস্যরা ভোট প্রদান করে, এতে আপনার উত্তরটি উত্তর তালিকার শীর্ষে অবস্থান করার সম্ভাবনা থাকে।

কর্তৃত্ত্বের সঙ্গে একটি প্রশ্নের উত্তর দিন

আপনি যদি জ্ঞান ছড়িয়ে দেন, আপনি দক্ষতা ও প্রভাব লাভ  করবেন। সম্ভবত Bissoy Answers বিপণনকারীর জন্য তাৎক্ষণিক সুবিধা প্রদান করবে যদি আপনি গুরুত্বের সাথে উত্তর দেন। একটি প্রশ্নের মানসম্মত উত্তর দিন। যা আপনার প্রভাব বিস্তার করতে সাহায্য করবে।

কিভাবে একটি ভালো উত্তর দিবেন?

আপনার উত্তরটি কতটা বড় বা কতটা ছোট সেটা কোন বিষয়ই নয়।  কিন্তু উত্তর সম্পর্কে পরিসংখ্যান, উত্স, এবং রেফারেন্স থাকলে তা একটি ভালো উত্তর বলে বিবেচিত হয়।

Level 0

আমি আরিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস