এটি এমন একটি সাইট যেখানে কাজ করলে বেকারত্ব দূর করা সম্ভব গ্যারান্টি

টিউন বিভাগ ফ্রিল্যান্সিং
প্রকাশিত
জোসস করেছেন

বন্দুরা কেমন আছেন। আশা করি টেকটিউন পরিবার এর সকলে ভাল আছেন। এর আগে কয়েক বার টিউন করেছিলাম। সবার কাছে ভাল সারা পেয়েছিলাম। সেই উৎসাহ থেকে আজকে আবার আপনাদের দুয়া আর একটি নতুন টিউন নিয়ে হাযির হলাম।

আজকে আমার টিউন কিভাবে SHAREYT সাইট এ কাজ করা যায়। এর আগে টিউন করেছিলাম কিভাবে অ্যাকাউন্ট বানানো যায়। কিভাবে কাজ করা যায়। অ্যাকাউন্ট করার পর প্রত্যেক সামাজিক সাইট এর অ্যাকাউন্ট করতে হবে।

প্রত্যেক সামাজিক সাইট এর অ্যাকাউন্ট খুলার পর প্রত্যেক অ্যাকাউন্ট এ লগিন থাকতে হবে। একজন ব্যবহার কারী কমপক্ষে ১০ টার বেশি অ্যাকাউন্ট খুলতে পারবে। প্রতিদিন ১০ টা অ্যাকাউন্ট এর মদ্দে কাজ করতে পারবে।

কাজ করার জন্য আপনারা ইউটিউব থেকে ভিডিও নামিয়ে দেখতে পারেন। তাছাড়াও আমি আপনাদের কে একটি ভিডিও দিব আপনারা তা থেকে  ও দেখে করতে পারেন। আসলে এই সাইট হল এমন একটি সাইট যেখান থেকে কাজ করে ইনকাম করা সহজ যদি আপনারা করতে পারেন। প্রথম এক দুই দিন একটু সমস্যা হলে পরে আপনাদের কাছেই সহজ মনে হবে।

কাজ করার জন্য আপনারা সরাসরি SHAREYT সাইট থেকে রেজিস্ট্রেশান করতে পারেন। এখানে সাইট এর লিঙ্ক শেয়ার করলে টিউন স্তগিত করে দেওয়া হয়। তাই লিঙ্ক শেয়ার করতে পারলাম না। আপনারা ইউটিউব থেকে SHAREYT নামে সার্চ দিয়ে রেজিস্ট্রেশান করতে পারেন।

কত সাইট এ যে জীবনে কত কাজ করলাম কিন্তু এক টাকা ও পেলাম না। কিন্তু এই সাইট এ কাজ করে সময় নষ্ট হলে ও টাকা পাওয়া যায়। আমি টাকা না পেলে জীবনে ও এই সম্পর্কে লিখতাম না।

আপনাদের কথা চিন্তা করে আপনাদের এর জন্য একটি ভিডিও তেরি করেছি। পারলে ভিডিও তা একবার হলে ও দেখে আসবেন। আশা করি ঠকবেন না। ভিডিও টা তেরি করতে আমার কষ্ট হলে ও যদি আপনারা ভিডিও টা দেখেন তাহলে আমার কষ্ট সার্থক হবে বলে মনে করি। ভিডিও টা নিচে দেওয়া হল

সবাই ভিডিও টা দেখে কাজ করার চেষ্টা করুন। আশা করি সবাই কাজ করতে পারবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভাল থকবেন। আল্লাহ হাফেয।

 

 

 

Level 0

আমি সাব্বির হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস