আমি আজিজুর রহমান আসিফ। Tips & Tricks House এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এটি একটি ফ্রি অনলাইন কোর্স ইউটিউব নিয়ে। যেখানে শুধু টিউটরিয়াল দিয়েই শেষ নয়। অনলাইন কোর্সে এ যারা আছে তাদের ফেসবুক Group এর মাধ্যমে সব সময় সাহায্য করতে হয়। Group Link টিউনের শেষে।
Youtube Channel SEO নাম দিয়েছি কারণ আজ আমরা আপনার চ্যানেল নাম কেউ সার্চ দিলে কীভাবে সবার প্রথম এ পাবে তা নিয়ে আলোচনা করব। এরপর আপনি কি নিয়ে কাজ করেন তা ইউটিউব কে কীভাবে জানাবেন সহজে তা নিয়ে আলচনা করব। Channel Keywords নিয়ে আলোচনা করব। সাথেই থাকুন আশাকরি অনেক কিছুই জানতে পারবেন।
প্রথমে আপনি আপনার চ্যানেল নেইম লিখে ইউটিউব এ সার্চ দিন। দেখুন প্রথমে আসে কিনা। আসলে ত ভালোই না আসলে কি করবেন। মনে করুন আমি ইউটিউব এ আমার নাম লিখে সার্চ দিলাম Azizur RAhman Asif. আমার নাম প্রথমে আসবে। কীভাবে আসে এটাই মূল বিষয় যা আমরা শিখব। নিচের ছবিটি দেখুন আমার নাম প্রথমে।
আসুন প্রথমে আমরা ১ নাম্বার ইউনিক নিয়ে আলোচনা করি।
আপনার নাম যদি কমন হয়। আপনার নামে যদি হাজার হাজার চ্যানেল থাকে ভিডিও থাকে তাহলে কখনোই আপনি টপ এ আসবেন না। কি করতে হবে। চ্যানেল নাম অবশ্যই ইউনিক হতে হবে।
এবার আসুন ২ নাম্বার এ -
আপনার নাম ইউনিক তাও সার্চ দিলে আপনার নাম সবার প্রথমে আসে না। কেন আসে না ? কারণ আপনার চ্যানেল এর যে About আছে সেখানে আপনি ভাল ভাবে লিখতে পারেন নি। আপনার চ্যানেল এর About এ আপনাকে খুব ভালো করে আপনার চ্যানেল কে তুলে ধরতে হবে। যাতে করে ইউটিউব সহজেই বুঝে আপনার চ্যানেল টি আসলে কি নিয়ে। এরপর আপনি যখন চ্যানেল এর এবাউট লিখবেন তখন অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার চ্যানেল নাম টা যাতে আপনার এবাউট এ থাকে। যদি থাকে তাহলে আপনার চ্যানেল সবার প্রথমেই আসবে।
আপনি যখন আপনার চ্যানেল এবাউট লিখবেন তখন এই লিখার মধ্যই আপনার চ্যানেল নাম তুলে ধরতে হবে। যেমন ধরুন আপনারা যদি আমার চ্যানেল এবাউত দেখেন বুঝবেন। আমার চ্যানেল এবাইউট আমি নিচে তুলে ধরলাম দেখে নিন -
THIS IS AZIZUR RAHMAN ASIF. A VERY WARM WELCOME TO ALL OF YOU ON BEHALF OF
"Tips & Tricks House". YOU WILL FIND ALL THE SOLUTIONS THAT ARE RELATED TO TECHNOLOGY.
YOU WILL ALSO HAVE "YOUTUBE TUTORIALS".
ALONGSIDE THESE YOU WILL ALSO HAVE TUTORIALS ON HOW TO MAKE MONEY THROUGH ONLINE.
Subscribe My Channel "Tips & Tricks House" get notification for new upload. Subscribe Now.
লক্ষ্য করুন আমি চ্যানেল এবাউট লিখার শুরুতেই আমার নাম উল্লেখ করেছি। এটাই হচ্ছে মূল জিনিস। আপনার নাম টা
যদি আপনি এভাবে উল্লেখ করতে পারেন তাহলেই আপনার চ্যানেল শুরুতে আসবে।
Channel keywords ও আপনার চ্যানেল কে রেংক করতে সাহায্য করে। ভিউয়ার দের কাছে সহজেই আপনার চ্যানেল কি নিয়ে তা পৌঁছে দিতে পারে। বিস্তারিত আরো জানতে নিচের ভিডিও টি দেখে নিন -
কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করুন নিচে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ পড়ার জন্য।
সৌজন্য
আমি আজিজুর রহমান আসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Video banabaar jonno kon microphone use koren?