ইউটিউব অনলাইন সাপোর্ট [পর্ব-১৬] :: Youtube Creator Studio জানেন না আপনি অনেক কিছুই

ইউটিউব অনলাইন সাপোর্ট

আমি আজিজুর রহমান আসিফ। Tips & Tricks House এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম।আজ আমি আপনাদের সাথে আলোচনা করব Youtube Creator Studio নিয়ে। তার আগে আমার এই অনলাইন কোর্স নিয়ে বলে নেই। এটি একটি ফ্রী অনলাইন কোর্স। যেখানে আপনি চাইলেই আসতে পারবেন। বিস্তারিত জানতে আমার পূর্বের টিউন গুলো দেখুন।

Youtube Creator Studio হচ্ছে যেখানে আপনি আপনার চ্যানেল এর সকল কাজ করে থাকেন। আমরা অনেকেই এর বিস্তারিত জানি না। এই Youtube Creator Studio তে অনেক গুলো সুবিধা রয়েছে যা আজকে আমরা আলোচনা করব। সাথেই থাকুন আশাকরি অনেক কিছুই জানতে পারবেন।

প্রথম প্রশ্ন অনেকেই করবেন নতুনরা ইউটিউব ক্রিয়েটর স্টুডিও তে কীভাবে যাবো ?

প্রথমে আপনি আপনার ব্রাউইজার ওপেন করে ইউটীউব এ যান। তারপর আপনি ডানদিকে উপরে আপনার চ্যানেল এর পিক এর উপর ক্লিক করুন। তখন দেখবেন একটা ছোট উন্ডো আসবে। দেখুন লেখা আছে  Creator Studio। তাতে ক্লিক করলেই আপনি Youtube Creator Studio তে চলে যাবেন। এবার যে পেইজটি আসবে দেখুন তার বামে ভিবিন্ন মেন্যু বার এর মতো অপশন শো করবে। ভিবিন্ন নামের। নিচের ছবিটি দেখুন। আজ আমরা এসব নিয়েই আলোচনা করব।

  • DASHBOARD কি ? 

এখানে আপনি আপনার চ্যানেল এর সব বিস্তারিত এক নজরে দেখে নিতে পারবেন। তার মানে হচ্ছে যে আলাদা আলাদা অপশন নিচে শো করছে তাদের মূল অংশ গুলো DASHBOARD এ শো করবে। এক নজরে আপনি অনেক কিছুই দেখতে পারবেন।

  • VIDEO MANAGER

এই অপশন এ ক্লিক করলে আপনি আরো দুইটি অপশন পাবেন। একটি হচ্ছে Videos আরেকটি হচ্ছে Playlist . প্রথমে Videos নিয়ে বলি। এখানে আপনি আপনার আপলোড করা সব ভিডিও দেখতে পারবেন এবং সেই ভিডিও গুলোতে ভিবিন্ন অপশন পাবেন। যেমন ভিডিও এডীট করা, মনিটাইজ করা, কোন ভিডিওতে কত ভিউ হলো তা দেখা ইত্যাদি আরো অনেক অপশন পাবেন। আর Playlist হলো আপনি আপনার কোন একটা টপিক এর সিরিজ হিসেবে দিচ্ছেন সেগুলো একটি প্লে লিস্ট এ রাখতে পারবেন। সেই প্লেলিস্ট গুলো এখানে শো করবে আপনি কি কি প্লেলিস্ট তৈরি করেছেন। এখানে থেকে আপনি প্লেলিস্ট সেটিং ও চেঞ্জ করতে পারবেন।

  • LIVE STREAMING

এই অপশন টি ব্যবহার করে আপনি ইউটিউব এ লাইভ যেতে পারবেন। ঠিক ফেইসবুক লাইভ এর মতো।

  • COMMUNITY

এই অপশন এ যখন আপনি ক্লিক করবেন তখন আরো কিছু অপশন পাবেন। তা হচ্ছে comments, massage, subscribers, community settings, credits . এই অপশন গুলো পাবেন। Comment মানে হচ্ছে যারা আপনার ভিডীওতে টিউমেন্ট করেছে তাদের সবার টিউমেন্ট সব ভিডিও এর টিউমেন্ট আপনি একসাথে দেখতে পাবেন। এমনকি রিপ্লাই ও দিতে পারবেন এখান দিতে। চাইলে খারাপ টিউমেন্ট গুলো ডিলেট করতে পারবেন। এরপর রয়েছে Massage অপশন। এখানে আপনার চ্যানেল এ কেউ মেসেজ দিলে আপনি তা দেখতে পাবেন। রিপ্লাই দিতে পারবেন। তারপর রয়েছে Subscribers .এখানে আপনি আপনার চ্যানেল কে কে সাবস্ক্রাইব করলো তা দেখতে পারবেন। আপনিও তাদের সাবসক্রাইব করতে পারবেন। Community Settings এ আপনি আপনার ভিডিও তে কারা টিউমেন্ট করবে তা নিয়ন্ত্রন করতে পারবেন। Credits এ আপবনাকে যাদের ভিডিও তে ক্রেডিট দেওয়া হয়েছে তা শো করবে।

  • CHANNEL

  • ANALYTICS

  • TRANSLATION & TRANSCRIPTION

  • CREATE

  • YOUR CONTRIBUTIONS

এই অপশন গুলো যা লিখে আলোচনা করলে আপনারা কিছুই বুঝবেন না। এরপর যদি বাকি গুলো নিয়েও লিখি তাহলে এই লেখা ৫০০০ শব্দ পার হবে। তাই কষ্ট করে নিচের ভিডিও টি দেখুন এই ব্যাপার গুলো জানার জন্য। আশাকরি অনেক কিছুই জানতে পারবেন।

সৌজন্য

আজুজুর রহমান আসিফ

ফেইসবুক হেল্পিং গ্রুপ

ফেইসবুক পেইজ

Level 0

আমি আজিজুর রহমান আসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস