ইউটিউব অনলাইন সাপোর্ট [পর্ব-১৩] :: How to make Video Intro using camtasia 9 – Youtube Bangla Tutorial

ইউটিউব অনলাইন সাপোর্ট

আমি আজিজুর রহমান আসিফ।
নতুন করে আমাকে নিয়ে আর আমার এই অনলাইন সাপোর্ট নিয়ে বলার কিছু নেই। এটি একটি ফ্রি অনলাইন কোর্স Youtube নিয়ে। যা টিউটোরিয়াল দিয়েই শেষ নয়। যারা অনলাইন কোর্সে থাকবে তাদের ফেসবুক Group এর মাধ্যমে সব সময় সাপোর্ট দেওয়া হবে। যারা জানেন না আমার পূর্বের টিউন গুলো পড়ে আসবেন। Facebook Group লিঙ্ক টিউনের শেষে।

আমি আগেই বলে দিচ্ছি যারা আমার পূর্বের টিউন গুলো পড়েন পড়ে আসুন নাহলে এই টিউন বুঝবেন না।

আপনাদের আমি আগে sony vegas দিয়ে Video Intro বানানো শিখেয়েছি। আজ শিখাবো কীভাবে camtasia 9 দিয়ে video intro বানাবেন। আর Video Intro বানাতে হলে অবশ্যই আপনাদের আগে Camtasia ইন্সটল দেওয়া লাগবে। আমার পূর্বের টিউটোরিয়াল এ আছে কীভাবে ইন্সটল দিবেন।দেখে নিন।

 

 

 

 

 

 

 

 

 

 

নতুন যারা পড়ছেন তাদের জন্য কথা গুলো আবারো বলতেছি -

  • প্রথমে প্রশ্ন Video Intro কি ?

আপনারা লক্ষ্য করলে দেখবেন আমার ভিডিও গুলোর শুরুতে সুন্দর একটি আমার চ্যানেল এর নামের ভিডিও শো করে। এটার নামই ই ভিডিও ইন্ট্রো।

  • ভিডিও Video Outru কি ?

ভিডিও এর শেষে লক্ষ্য করবেন সাবস্ক্রাইব মাই চ্যানেল নামে একটি ভিডিও শো করে তা হচ্ছে ভিডিও আউট্রো।

  • Video Intro Outru কীভাবে বানায় ?

এগুলো গ্রাফিক্স ও ভিডিও এডিটিং এর কাজ। যেহেতু আমারা ডিজাইন পারি না সেহেতু আমরা খুব সহজ একটি ওয়েতে তা বানানো শিখবো।

  • সহজ ওয়ে টা কি ?

আমরা একটি সফটও্যার ডাওনলোড করব। তার নাম Camtasia Studio 9. এই সফটও্যার এর মাধ্যমে আমরা Video Intro & Outru বানাবো। সফটও্যার ডাওনলোড লিঙ্ক আমার আগের টিউটোরিয়াল আছে।

  • শুধু সফটও্যার দিয়েই হবে ?

না শুধু সফটও্যার দিয়ে হবে না যেহেতু আমরা ডিজাইন পারি না সেহেতু আমরা Intro আর Outru Template ডাওনলোড করে নিব।

  • Intro আর Outru Template কি ?

আগে থেকে কেউ কিছু ভিডিও তৈরি করে রেখেছে। আমরা সেগুলো ডাওনলোড করে এদিট করব। এগুলো সম্পূর্ণ ফ্রীতে। এর মানে এগুলো ইউস করলে আমরা কোন কপিরাইট ক্লেইম এ পরব না।

  • ডাওনলোড সাইট ?

ডাওনলোড করার জন্য প্রথমে Youtube এ চলে যান। গিয়ে সার্চ বার এ লিখুন Camtasia 9 Intro template. অনেক গুলো ভিডিও পাবেন যেটা পছন্দ ওটা ডাওনলোড করে নিন। ডাওনলোড লিঙ্ক গুলো পাবেন ভিডিও এর ডেস্ক্রিপশন এ।

Download করার পর অই ফাইল এ যান। মাউস এর রাইট বাটন ক্লিক করেন। ক্লিক করে Open With - camtasia 9 দিন।

নিচের ছবি দেখুন -

ফাইলটি ক্যামতাসিয়া দিয়ে ওপেন হবে। এখন এখানে আপনার নাম কীভাবে বসাবেন ?

নাম বসানোর জন্য আপনারা Annotations ব্যবহার করবেন। annotations কি কিভাবে ব্যবহার করে তা আমি আমার আগের টিউটরিয়াল এ দেখিয়েছি দেখে নিন দয়া করে।

Annotations বসানো হলে ভিডিও টি প্লে করে দেখুন। অনেকেই হয়ত অনেক কিছু বুঝে উঠতে পারেন নি। আমি আগেই বলেছিলাম আপনাদের আমার আগের টিউটরিয়াল না দেখলে এটি বুঝবেন না। ত আগের টিউটরিয়াল গুলো দেখুন।

সবাই ভালো থাকবেন ধন্যবাদ।

How to make Video Intro using camtasia 9 - Youtube Bangla Tutorial - Youtube Online support

FACEBOOK GROUP

সৌজন্য

Tips & Tricks House

আজিজুর রহমান আসিফ

Level 0

আমি আজিজুর রহমান আসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস