আমি আজিজুর রহমান আসিফ।
নতুন করে আমাকে নিয়ে আর আমার এই অনলাইন সাপোর্ট নিয়ে বলার কিছু নেই। এটি একটি ফ্রি অনলাইন কোর্স Youtube নিয়ে। যা টিউটোরিয়াল দিয়েই শেষ নয়। যারা অনলাইন কোর্সে থাকবে তাদের ফেসবুক Group এর মাধ্যমে সব সময় সাপোর্ট দেওয়া হবে। যারা জানেন না আমার পূর্বের টিউন গুলো পড়ে আসবেন। Facebook Group লিঙ্ক টিউনের শেষে।
আমরা আমাদের Youtube Bangla Tutorial এ পযন্ত শিখেছি কীভাবে camtasia studia 8.6 ইন্সটল দেওয়া লাগে ফুল ভার্সন এবং তা দিয়ে কীভাবে ভিডিও এডিট করা লাগে। আমরা ভিডিও এডিট শিখার পরে কীভাবে ভিডিও আপলোড দেওয়া লাগে এবং আপলোড দেওয়ার সেটিংস গুলো নিয়েও আলোচনা করেছি। যারা দেখেন নি তারা পূর্বের টিউন গুলো পড়ে আসবেন।
আজ আমরা শিখব How to install Full Version Camtasia Studio 9 & Edit Videos With This . প্রথমে আমাদের অবশ্যই জানতে হবে আসলে Camtasia কি এবং কি কাজে লাগে ?
এটি একটি Video Editing Softwere & Screen Recorder। আপনি ভিডিও এডিট করার জন্য এটি ব্যবহার করতে পারেন।এটি ব্যবহার করা সহজ অনেক।তাই অনেকের পছন্দ এই এডিটর। যারা একেবারে নতুন তারাও খুব সহজে এই ভিডিও এডিটর ব্যবহার করতে পারবে।
তারপর রয়েছে এটির সাথে Screen Recorder রয়েছে। Screen Recorder মানে হচ্ছে আপনার পিসির যে স্ক্রিন তা রেকর্ড করবে। আপনি পিসিতে যা করবেন তা ভিডিও আকারে রেকর্ড হবে। আপনারা আমার ভিডিও গুলো দেখলে দেখবেন আমি এভাবে ভিডিও রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার দেই।
প্রথমেই আপনাকে আমার দেওয়া লিঙ্ক থেকে ফাইলটি ডাওনলোড করে নিতে হবে। ডাওনলোড লিঙ্ক টিউনের শেষে। ডাওনলোড করলে আপনারা একটি জিপ ফাইল পাবেন। জিপ ফাইলটি এক্সত্রাক্ট করলে নিচের মতো কিছু ফাইল পাবেন -
এবার আপনি আপনার পিসির নেট কানেকশন অফ করবেন। নেট চালু থাকলে হবে না। গুলো থেকে আপনি দুই নাম্বার Camtasia লেখা তে ক্লিক করবেন। ক্লিক করলে ইন্সটল নেওয়ার কথা বলবে। ইন্সটল দিবেন। নিচের ছবি দেখুন ২ নাম্বার ফাইল -
আশাকরি আপনারা ইন্সটল দিতে পেরেছেন। আমি জানি আপনারা পারবেন। যারা পারবে না তাদের জন্য ত ভিডিও টিউটোরিয়াল আছেই। এবার ইন্সটল শেষে এপস টি যদি ওপেন হয়ে যায় তাহলে এপস টি বন্ধ করে দিন। বন্ধ করে দেওয়ার পর আমার দেখয়া ফাইল গুলো থেকে Instructions 2 ফাইলটি ওপেন করুন নোট প্যাড দিয়ে। নিচের ছবিটি দেখুন -
ওপেন করার পর ভিতরে কিছু লেখা পাবেন। ওখানে দেখবেন 1,2,3 নাম্বার দেওয়া। ৩ নাম্বার থেকে ওর লেখা গুলো আপনাদের কপি করতে হবে সব টুকু। আশাকরি কপি কীভাবে করতে হয় জানেন আপনারা। নিচের ছবিটি দেখুন -
কপি করার পর আপনার কম্পিউটার এর c Drive এ যাবেন। ওখানে পাবেন একটা System 32 ফাইল ওটাতে যাবেন। ওটাতে পাবেন Drivers ফাইল। ভিতরে ঢুকবেন। তারপর সেখান থেকে etc নামক ফাইল পাবেন। তাতে ঢুকলে নিচের ছবির মতো কিছু ফাইল পাবেন। সেখান থেকে সবার উপরের Hosts ফাইলটি মাউস দিয়ে ধরে ডেক্সটপ এ নিয়ে আসবেন।
আনার পর Hosts টি নোটপেড দিয়ে ওপেন করুন। ওপেন করার পর অইযে কত গুলো লেখা কপি করেছেন Instructions 2 ফাইল থেকে ওগুলো সবার নিচে পেস্ট করবেন। নিচের ছবির মতো হবে পেস্ট করার পর -
এবার ফাইল টি সেইভ এ ক্লিক করে ক্লোজ করে দিন। এখন যে জায়গা থেকে আপনি ফাইলটি ডেক্সটপ এ এনেছিলেন সে জায়গায় আবার দিয়ে দিন। এবার আবার ক্যামতাসিয়া যে ফাইল ডাওনলোড করেছেন সেখানে যান।সেখানে গিয়ে দেখুন Reginfo নামে একটি ফাইল আছে। তার ভিতরে আপনি একটি ফাইল পাবেন। তা কপি করুন।
কপি করার পর এবার আপনার কিবোরড থেকে উইন্ডোজ + R চাপুন। চাপলে Run প্রোগাম চালু হবে। চালু হলে সেখানে এটা লিখুন - %programdata%\TechSmith\Camtasia Studio 9\
লেখে ইন্টার দিন। ইন্টার দিলে নিচের ছবির মত একটা ফোল্ডার আসবে। সেখানেও আপনি reginfo নামে ফাইল পাবেন। সেটা ডিলেট করে দিন। তারপর আপনার কপি করাটা পেস্ট করুন অই ফোল্ডার এ -
পেস্ট করা হয়ে গেলে অই Reginfo এর উপর মাউওস এর রাইট বাটন ক্লিক করে প্রপারেটিজ এ যান।
প্রপারেটিজ এ গেলে নিচের ছবির মতো পাবেন। ওখানে দেখুন read only নামে একটা লেখা। তার পাশের বক্স এ টিক চিহ্ন দেন। দিয়ে Apply এ ক্লিক করেন। তারপর ক্রস করে বের হয়ে আসুন।
না না আপনার কাজ এখনো শেষ হয় নি। আপনাকে এখন Windows Firlewell ব্লক করতে হবে। ব্লক করার জন্য আপনার কম্পিউটার এর সেটিং থেকে উইন্ডোজ ফায়ার অএল সেটিং এ যান। গেলে নিচের মতো ছবি দেখবেন। ওখানে আপনার ফায়ার অয়েল ব্লক করে দিন। Inbound Rules এ ক্লিক করলে অপশন পাবেন। Block The Connection এ ক্লিক করে ব্লক করে দেন। আশাকরি কীভাবে কি করবেন তা বুঝতে পেরেছেন। আর আমি ত আছিই না পারলে জিজ্ঞাসা করুন। চাইলে ভিডিও টিউটরোয়াল দেখতে পারেন।যা টিউনের উপরে আছে।
ইন্সটল ত করলেন এবার ভিডিও এডীট কীভাবে করবেন। এই অংশ টুকু লেখে বুঝানো সম্ভব নয়। কারণ এইটা এডিট। যা আপনার ভিডিওতেই দেখতে হবে। কিছু করার নেই :(। সো ভিডিও টি দেখে ফেলুন। দেখতে হলে টিউনের মাঝখানে এই ভিডিও আছে অথবা আমার চ্যানেল এ চলে যান যা টিউনের নিচে এড করা। ধন্যবাদ সকলকে ভালো থাকবেন।
Camtasia 9 Full Version Download Link :
Camtasia 9 Full Version ফুল ভার্সন করার ভিডিও টিউটোরিয়াল। যা ফেসবুক এ আপলোড করা -
সৌজন্য
আমি আজিজুর রহমান আসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক দরকারি একটা টিউন ,
ভাই ইউটিউব এ কাজ করতে ইচ্ছা করে, কিন্তু কেন জানি ভয় হয়, কিছুই তো পারি না। কি ভাবে শুরু করতে পারি।