ইউটিউব অনলাইন সাপোর্ট [পর্ব-১১] :: Tips to write best Tag, Title, Description – Youtube Bangla Tutorial

ইউটিউব অনলাইন সাপোর্ট

আমি আজিজুর রহমান আসিফ।
নতুন করে আমাকে নিয়ে আর আমার এই অনলাইন সাপোর্ট নিয়ে বলার কিছু নেই। এটি একটি ফ্রি অনলাইন কোর্স Youtube নিয়ে। যা টিউটোরিয়াল দিয়েই শেষ নয়। যারা অনলাইন কোর্সে থাকবে তাদের ফেসবুক Group এর মাধ্যমে সব সময় সাপোর্ট দেওয়া হবে। যারা জানেন না আমার পূর্বের টিউন গুলো পড়ে আসবেন। Facebook Group লিঙ্ক টিউনের শেষে।

যারা এই ইউটিউব টিউটোরিয়াল এর নিয়মিত পাঠক তারা জানে ইতিমধ্য আমরা ভিডিও আপলোড করা ও আপলোড করার সময় ভিবিন্ন সেটিং নিয়ে আলোচনা শেষ করেছি। তাই নতুনদের জন্য বলব এই টিউটরিয়াল পড়ার পূর্বে অবশ্যই আগের টিউন গুলো পড়ে আসবেন। আজ আমরা আলচোনা করব ভিডিও এর Title Description ও Tag নিয়ে।

  • Title কি ?

Title এর সাধারণ অর্থ আমরা সবাই জানি। টিউনের শুরুতে যে হেডিং থাকে তাই টাইটেল। যে লেখা দেখে আমরা ভিডিও তে প্রবেশ করি। Youtube এ টাইটেল হচ্ছে ভিডিও এর নাম। যে নাম দেখে আমরা ভিডিও তে প্রবেশ করি। এই Title অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই টাইটেল পড়েই ভিউয়ার রা নিশ্চিত হবে আপনার ভিডিও কি নিয়ে। আপনার ভিডিও এর বিষয় বস্তু কি। এসব সব কিছুই এই Title এর মাধ্যমে প্রকাশ পাবেন।

  • Description কি ?

এটির সাধারণ সংজ্ঞা ও আমরা সবাই জানি। কোন বিষয়ের তথ্য নিয়ে সাধারণ যে আলোচনা তাই ডেসক্রিপশন। ধরুন আপনি একটি বিষয়ে অনেক লম্বা কিছু নিয়ে আলোচনা করেছেন। এখন সেই আলোচনায় কি কি বিষয় উঠে এসেছে তা সংক্ষেপে প্রকাশ করাই ডেস্ক্রক্রিপশন। জানিনা অন্যরা কি বলবে। কিন্তু আমি ভিডিও ডেস্ক্রিপশন এর ক্ষেত্রে আমার মতো করেই সংজ্ঞা দিলাম।

Youtube Video Description ৩ টি ভাগে ভাগ করতে পারেন। যেমন -

০১ - Meta tag / Meta description : যারা SEO নিয়ে জানে তারা এই জিনিস এর সাথে খুব ভালো ভাবেই পরিচিত। Youtube Video এর ক্ষেত্রেও এই জিনিসটি অনেক কাজের। ইউটিউব এর ক্ষেত্রে ডেসক্রিপশন এর প্রথম দুই লাইন কে Meta tag হিসেবে ধরা হয়। এই দুই লাইন এর মধ্য যদি আপনি আপনার ভিডিও এর সাবজেক্ট কি তুলে ধরতে পারেন, keyword গুলো ব্যবহার করতে পারেন তাহলে আপনার ভিডিও রেংকিং এর জন্য ভালো। ধরুন কেউ একজন Youtube এ সার্চ দিলো কিছু নিয়ে। সে টাইটেল দেখলো। টাইটেল এর নিচেই সে অই দুই লাইন এর লেখার দিকে তাকাবে। সে যদি অই দুই লাইন এ তার পছন্দের জিনিস পেয়ে যায় অবশ্যই সে ভিডিও দেখবে। আপনারা একটি ছবি দেখলে ক্লিয়ার হবেন। আমার আজকের ভিডিও টিউটরিয়াল এর Meta Description এর ছবি। নিচে দেখুন-

এক বড় ভাই মেটা ডেসক্রিপশন কেন গুরুত্বপূরণ তার জবাবে বলেছিলেন

" সার্চ ইঞ্জিন ফলাফলে  মেটা ডিসক্রিপশন প্রদর্শন করে যা সার্চ ইঞ্জিনের কাছে পেজ সম্পর্কে একটি সারাংশ প্রদান করে।ঠিক তেমনি ব্যবহারকারীরা পেজের কন্টেন্ট সম্পর্কে ধারনা লাভ করে মেটা ডিস্ক্রিপশন থেকে। তাই মেটা ডিস্ক্রিপশন ব্যবহারকারীকে পেজে প্রবেশ করতে বা লিংকে ক্লিক করতে উতসাহিত করে।"

০২- মূল ডেসক্রিপশন : এখানে আপনি আপনার ভিডিও নিয়ে বিস্তারিত বলা শুরু করবেন। ভিডিও টি দেখলে কি রকম উপকার হবে ভিউয়ার এর তা বলবেন। তারা কি কি শিখবে তা আলোচনা করবেন। মনে রাখবেন ভিডিও ডেসক্রিপশন যত সুন্দর হবে ইউটিউব এর কাছে ততোই ভালো করবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় লেখার মধ্য আপনার ভিডিও রিলেটেড ট্যাগ গুলো যত অধিকহারে ব্যবহার করা যায় ততোই ভালো। এখানে ব্যবহার বলতে লেখার মাঝখানে আনতে হবে। শুধু কপি পেস্ট কপি পেস্ট করলে হবে না।

০৩- উপসংহার : ডেসক্রিপশন এর সবার নিচে আপনি আপনার ভিডিও লাইক শেয়ার করার জন্য ভিউয়ার দের আমন্ত্রন জানাবেন। আপনার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন। আপনার সোস্যাল মিডিয়া লিঙ্ক দিতে পারেন।

  • Tag কি ?

আপনার ভিডিও রিলেটেড যে শব্দ গুলো রয়েছে সে শব্দ গুলর নামই ই Tag . ধরুন আপনি কিছু একটা নিয়ে ভিডিও বানিয়েছেন। তার টাইটেল একটা দিলেন। কিন্তু ভিউয়ার রা এই টাইটেল ছাড়াও অন্য কোন রিলেটেড শব্দে ভিডিও খুজতে পারে। আপনার সে ভিডিও রিলেটেড কি ওয়ারড গুলোড ব্যবহার করাই হচ্ছে ট্যাগ। Tag কখনো রিলেটেড ছাড়া হওয়া উচিত নয়। আজেবাজে হওয়া উচিত নয়। খুব সাবলিল ভাষায় সহজে কিছু শব্দে হওয়া উচিত। যা দিয়ে মানুষ ভিডিও সার্চ করে। আপনার কথাই চিন্তা করুন।আপনি সার্চ করার সময় কি ভাবে সার্চ করেন। এভাবেই Tag নির্বাচন করবেন।

আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই না বুঝলে জিজ্ঞাসা করবেন। আজকে এতটুকুই। দেখা হবে ১২ তম টিউটরিয়াল এ।

FACEBOOK GROUP

সৌজন্য

 Tips & Tricks House

আজিজুর রহমান আসিফ

Level 0

আমি আজিজুর রহমান আসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।

    চলমান আছে থাকবে সামনে । কিন্তু অবাক লাগে ২ মাস আগে টিউন করলে যে ভিউ হতো এখন তা নেই । টেকটিউনস এর কাছে অনুরোধ থাকবে টেকটিউন্স তার ফেসবুক পেইজে আমার মতো টিউনার দের যারা নিয়মিত টিউন করে যাচ্ছে তার টিউন গুলো মার্কেটিং করার । মাঝেমধ্য চাইলে টেকটিউন্স ফেসবুক এর পোস্ট গুলো পেইড মার্কেটিং করলেও মনে হয় না লস হবে । লাভ টাই বেশি যদি ভিউয়ার আসে । এভাবে চলতে থাকলে একজন টিউনার টিউন করার ইচ্ছা হারাবে ।
    একান্তই নিজের মত । ভেবে দেখা কতপক্ষের কাজ ।

You can do on-page SEO and off-page SEO in every video. But the best thing is keyword research if you do keyword research your all youtube video will slow at the top. For keyword research, you can use paid tools but i will suggest you the best free keyword tool for youtube called ultrashotner ,in this site use keyword research tool for free .To use the free tool

http://www.ultrashortner.com/p/top-keyword-chacker-tool.html