আমি আজিজুর রহমান আসিফ।
নতুন করে আমাকে নিয়ে আর আমার এই অনলাইন সাপোর্ট নিয়ে বলার কিছু নেই। এটি একটি ফ্রি অনলাইন কোর্স Youtube নিয়ে। যা টিউটোরিয়াল দিয়েই শেষ নয়। যারা অনলাইন কোর্সে থাকবে তাদের ফেসবুক Group এর মাধ্যমে সব সময় সাপোর্ট দেওয়া হবে। যারা জানেন না আমার পূর্বের টিউন গুলো পড়ে আসবেন। Facebook Group লিঙ্ক টিউনের শেষে।
কেমন আছেন আপনারা ? আশা করি ভালো আছেন। আজকে আমাদের ১০ম টিউটরিয়াল। আমার একটু ভুল হয়ে গিয়েছিলো। আমি আজকের টপিক টা আরো আগে আলোচনা করার কথা কিন্তু ভুলে বাদ পরে গিয়েছিলো। চিন্তা নেই আজকে আমরা শিখে নিবো।
আপনারা এতক্ষণে জেনে গেছেন আমরা কি শিখব। তার আগে আসুন আজকের টপিক নিয়ে বেসিক কিছু শিখে নেই।
Screen Recorder মানে হচ্ছে আপনার যে ডিভাইস টি রয়েছে যেমন - পিসি, মোবাইল ইত্যাদির মধ্য যে কাজ টা হয় তা রেকর্ড করা। আপনি আপনার পিসিতে একটি কাজ করছেন তা রেকর্ড হবে ভিডিও আকারে। আপনি চাইলে সে ভিডিও শেয়ার করতে পারবেন। আমার ভিডিও গুলো দেখলে দেখবেন সব গুলো ঠিক এই ভাবেই রেকর্ড করা।
আপনি যখন ভিডিও এডিট করবেন তখন তা ভিডিও আকারে সেইভ করার প্রয়োজন পরে। এই ভিডিও সেইভ করার জন্য যে সেটিংস ব্যবহার করা হয় তা হচ্ছে Video Rendering Settings . ভিবিন্ন ফরম্যাট এ ভিডিও সেইভ করা যায়। আজ আমরা শিখব সবচেয়ে চালো কোনটি হবে ইউটিউব এর জন্য আপনার জন্য তা। আসুন শিখে ফেলি। পড়তে থাকুন নিচের দিকে।
প্রথমে আমরা Screen Recorder সম্পর্কে জানব -
আমি আপনাদের Camtasia Video Editor দিয়েছিলাম।এটা দিয়েই Screen Record করা যায়। যারা Camtasia এখনো ইন্সটল দেন নি তারা আমার পূর্বের টিউন গুলো দেখে নিবেন। Screen Recorder ব্যবহার করার জন্য প্রথমে আপনার Camtasia ওপেন করবেন। ওপেন করলে নিচের ছবির মতো আসবে -
দেখুন ছবিতে একটি উইন্ডো শো করছে। এখানে দেখুন Record the Screen নামে একটি অপশন রয়েছে। এটিতে ক্লিক করলে নিচের ছবির মতো Screen Recorder আসবে। ছবিটি দেখুন -
দেখুন ছোট একটি বারের মতো অপশন। লক্ষ্য করুন এখানে কিছু অপশন রয়েছে। অপশন গুলো সম্পর্কে নিচে আলোকপাত করা হলো -
Full Screen সিলেক্ট করে দিলে আপনার পিসির সম্পূর্ণ Screen রেকর্ড হবে।
Custom সিলেক্ট করলে আপনার পিসির যতটুকু আপনি চান ততটুকু রেকর্ড হবে। আপনি মাউস ব্যবহার করে দেখিয়ে দিবেন আপনি কতটুকু চান।
Webcam হচ্ছে ক্যামেরা।যা পিসিতে ব্যবহার করা হয়। এখন আপনার যদি Webcam থাকে থাহলে আপনি webcam ব্যবহার করতে পারেন। চাইলে আবার অফ ও রাখতে পারেন।
এটি হচ্ছে আপনার কথা রেকর্ড করার জন্য। আপনি যদি চান ভিডিও এর সাথে আপনার কথাও রেকর্ড হবে তাহলে এটি ব্যবহার করতে পারেন। ভ্লিয়ম বারের মাধ্যমে কথা জোরে নাকি আস্তে রেকর্ড হবে তা নির্ধারণ করতে পারবেন।
এটাতে ক্লিক করলেই রেকর্ড শুরু হবে। আর রেকর্ড পজ,রিজিয়ম ও স্টপ এর অপশন হো করবে।
এবার আসুন আপনার ভিডিও রেকর্ড ত হলো। আপনি এডিট ও করলেন সুন্দর ভাবে। এডিট না পারলে আমার পূর্বের টিউন দেখুন। এখন এডিট করার পর তা ভিডিও আকারে সেইভ করবেন কীভাবে ?
আপনি camtasia এর প্রডিউস ও শেয়ার এ ক্লিক করবেন। ক্লিক করার পর সবার নিচে কাস্টম এ ক্লিক করবেন। তারপর নেক্সট নেক্সট দুইবার দিবেন। সেইভ এ ক্লিক করে বেরিয়ে আসবেন। বিস্তারিত আরো জানার জন্য ভিডিও টি দেখতে পারেন যা উপরে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন। আর অবশ্যই লেখা নিয়ে মতামত টিউমেন্ট এ জানাবেন।লাইক আর শেয়ার ত দিবেন এই।
youtube onoline support, youtube bangla tutorial, Screen recorder & Which Render Settings Best For Youtube
সৌজন্য
আমি আজিজুর রহমান আসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।