আমি আজিজুর রহমান আসিফ।
নতুন করে আমাকে নিয়ে আর আমার এই অনলাইন সাপোর্ট নিয়ে বলার কিছু নেই। এটি একটি ফ্রি অনলাইন কোর্স Youtube নিয়ে। যা টিউটোরিয়াল দিয়েই শেষ নয়। যারা অনলাইন কোর্সে থাকবে তাদের ফেসবুক Group এর মাধ্যমে সব সময় সাপোর্ট দেওয়া হবে। যারা জানেন না আমার পূর্বের টিউন গুলো পড়ে আসবেন। Facebook Group লিঙ্ক টিউনের শেষে।
Youtube Online Support
Part-08
How To Upload Videos On Youtube & How to use upload Settings
আমরা এতদিন অনেক বেসিক কিছুই শিখেছি। কীভাবে চ্যানেল ক্রিয়েট কর থেকে শুরু করে ভিডিও এডিট পযন্ত। আজ আমরা আমাদের এডিট করা ভিডিও আপলোড করব।
প্রথম কাজ অবশ্যই যে ভিডিও আপলোড করব তা আপনার কম্পিউটার এ নেওয়া লাগবে। তারপর এডিট করার প্রয়োজন হলে এডীট করতে হবে। কীভাবে এডিট করতে হয় তা আমি আমার গত টিউন এ শিখেয়েছি। দেখে নিবেন।
এবার ভিডিও ঠিক ঠাক হয়ে গেলে আমরা আপলোড করবো। আপনার করার জন্য প্রথমে আপনার Channel এ লগিং করেন। লগিং করার পর নিচের ছবির মতো ডান দিকে উপরে কোনায় যে এরো এর মতো বাটন শো করছে তাতে ক্লিক করুন।
ক্লিক করার পর নিচের ছবির মত অপশন আসবে। পেজের মাঝে লাল চিহ্নত আপলোড অপশন এ ক্লিক করুন।
ক্লিক করার পর নিচের ছবির মতো উন্ডো ওপেন হবে। আপনার ভিডিও টি যে ফোল্ডার এ আছে সে ফোল্ডার এ গিয়ে ভিডিও টি দেখিয়ে দিন। ওপেন এ ক্লিক করুন।
এবার ভিডিও টি আপলোড হওয়া শুরু করবেন। এবার আসুন আপলোড হওয়ার সময় ভিবিন্ন জিনিসের সাথে পরিচিত হয়। প্রথমে আপনারা পাবেন সবার উপরে ভিডিও আপলোড হচ্ছে তা কত % হয়েছে তার বিবরণ। এরপর নিচে পাবেন টাইটেল,ডেস্ক্রিপশন, ট্যাগ। এরপর ডান পাশে পাবেন ভিডিও কারা দেখবে।অবশ্যই পাবলিক।তাই পাবলিক সিলেক্ট করার অপশন পাবেন। ঠিক তার নিচেই পাবেন ভিডিও টি প্লে লিস্ট এ এড করার অপশন।
উপরের ছবিটি দেখুন এগুলো ছিলো বেসিক ইনফো। এরপর দেখুন Translation নামে একটা অপশন রয়েছে। এ অপশন এ ক্লিক করলে আপনি নিচের ছবির মতো পাবেন। এই অপশন এ চাইলে আপনি আপনার ভিডিও এর সাব টাইটেল এড করতে পারেন। মানে আপনি বাংলায় কথা বলেছেন।এখন আপনি চাইলে আপনার কথা গুলো লেখে দিতে পারেন। আপনি কথা বলবেন ভিডিও এর নিচে আপনার কথাও শো করবে লিখিত আকারে। নিচের ছবিটি দেখুন
এইত গেলো Translation এর কথা।এবার আসুন আমরা Advanced Settings এর ব্যাপারে জানব। এই সেটিংস এর ব্যাপারে বলার আগে আমি আপনাদের নিচের ছবিটি দেখতে বলব।
এই সেটিং গুলো বেশির ভাগ অটো দেওয়া থাকবে। আপনি সব ধরবেন না। আপনি শুধু কয়েকটা জিনিসের সেটিং করবেন। দেখেন এখানে ক্যাটাগরি নামে অপশন রয়েছে। এটার আপনার ভিডিও টি কি নিয়ে। যেটা নিয়ে আপনার ভিডিও আপনি তা সিলেক্ট করবেন।
তারপর দেখুন ভিডিও লোকেশন নামে একটি অপশন শো করছে। এর মানে হচ্ছে আপনি ভিডিও টি কোন লোকেশন এ পাবলিশ করতে চাচ্ছেন তা। এরপর দেখুন রেকর্ডিং ডেইট শো করছে।এখানে আপনি ডেইট দিতে পারেন। এই ছিলো মোটামুটি ধারণা। এবার আপনি ভিডিও আপলোড শেষ হলে পাবলিশ এ ক্লিক করে ভিডিও টি পাবলিশ করবেন।
আজকে এই পযন্ত এই। আশাকরি আপনারা বুঝতে পেরেছেন।বুঝতে না পারলে অবশ্যই প্রশ্ন করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে টিউন্টি পড়ার জন্য।
সৌজন্য
আমি আজিজুর রহমান আসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks