ইউটিউব অনলাইন সাপোর্ট [পর্ব-০৬] :: ভিডিও ধারণ ও যন্ত্রপাতি নিয়ে আলোচনা – Youtube Bangla tutorial

ইউটিউব অনলাইন সাপোর্ট

আমি আজিজুর রহমান আসিফ।
নতুন করে আমাকে নিয়ে আর আমার এই অনলাইন সাপোর্ট নিয়ে বলার কিছু নেই। এটি একটি ফ্রি অনলাইন কোর্স Youtube নিয়ে। যা টিউটোরিয়াল দিয়েই শেষ নয়। যারা অনলাইন কোর্সে থাকবে তাদের ফেসবুক Group এর মাধ্য সব সময় সাপোর্ট দেওপ্যা হবে। যারা জানেন না আমার পূর্বের টিউন গুলো পড়ে আসবেন। Facebook Group লিঙ্ক টিউনের শেষে।

আজকে পার্ট-৬

Video captures and discuss equipment

  • আজকে আমরা কি কি শিখব ?

আজকে আমরা কিছু শিখব কিনা জানি না তবে আজ আমরা আলোচনা করব ভিডিও ধারণ করা নিয়ে।

  • ভিডিও ধারণ করা আর ভিডিও তৈরি করা কি ?

এ দুটির মধ্য তেমন কোন পার্থক্য নেই। মূল কথা হচ্ছে আপনি কি টপিক নিয়ে কাজ করবেন। ধরুন আপনি স্ট্রিট ফুড নিয়ে কাজ করেন তাহলে ভিডিও ধারণ করবেন আর আপনি যদি টিউটোরিয়াল নিয়ে কাজ করেন তাহলে ভিডিও তৈরি করবেন।আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন।

  1. ভিডিও ধারণ এর জন্য প্রথম কোন জিনিস গুলো দরকার ?
  2. অবশ্যই প্রথমে আপনাকে দরকার।
  3. কি বিষয় এ ভিডিও ধারন করবেন তার পরিকল্পনা করা। মনে রাখবেন পরিকল্পনা ছাড়া কিছুই সফল হয় না।
  4. ফানি অথবা শর্ট ফ্লিম টাইপের কিছু হলে তার জন্য কাজের ধাপ, গল্প এসব নিয়ে রিসাচ করা।
  5. এই সাবজেক্ট এ অন্যরা কি করছে তা যাচাই করা। তাদের ভুল গুলো খুজে বের করা। নিজের পরিকল্পনা সংশোধন করা। মনে রাখবেন অন্যরা কি করছে তা যত বেশি খেয়াল করবেন আপনার কাজ ততই ভাল হবে। কারণ আপনি যখন দর্শক এর ভূমিকায় থাকবেন তখন আপনার কাছে অনেক ভুল ধরা পরবে। যখন আপনি নিজে সেই কাজটি করবেন তখন  আপনি সহজেই ভুল গুলো এড়িয়ে যাবেন।

ধরে নেই আপনি উপরের সব কিছু করে নিজেকে প্রস্তুত করে নিয়েছেন। এতেই কিন্তু শেষ নয়। যুদ্ধের প্রস্তুতি নেওয়ার পর যদি যুদ্ধে ব্যবহার করার জন্য অস্ত্র নিয়ে না জান তাহলে জয়ী হতে পারবেন না। তেমনি ভিডিও ধারণ এর প্রস্তুতি নিলাম আমরা এবার যন্ত্রপাতির খোজ নিবো।

 

  • ভিডিও ধারন করার জন্য যন্ত্রপাতি কি কি লাগবে ?
  1. লোকবল। যদি আপনি নিজে ক্যামেরার সামনে থাকতে চান তাহলে অবশ্যই সাহায্যকারি হিসেবে একজন নিতে পারেন। যদি আপনি নিজে ক্যামেরার পিছনে থাকেন তাহলে ত আর লাগছে না কাউকে। আবার আপনি কার সাহায্য ছাড়া নিজে নিজেও করতে পারেন।ব্যাপারটা সম্পূর্ণ নিরভর করবে আপনার উপর।
  2. ক্যামেরা। সামর্থ্য অনুযায়ি যত ভালো নেওয়া যায়। আর আমার মতো খ্রচ করতে না চাইলে আপনার স্মারটফোন ই যথেষ্ট। অনেকেই আফসোস করে কাজ শুরুর আগে তার ভালো কোন ক্যামেরা নেই। আসলে ইচ্ছা থাকলে উপায় হয়।যে ব্যক্তি এখন তার স্মার্ট ফোন দিয়ে শুরু করবে এক সময় গিয়ে হয়তো সে ভালো ক্যামেরা নিতে পারে। কিন্তু যে ব্যক্তি শুরুই করবে না তার দ্বারা কিছুই হবে না। সো যার যা কিছু আছে তা নিয়েই ঝাপিয়ে পড়ুন। বন্ধু-বান্ধবি দের থেকে ধার নেন ক্যামেরা। মোট কথা ক্যামেরার জন্য কাজ থেমে থাকলে হবে না, যা আছে তাই দিয়ে শুরু করতে হবে।
  3.  মাইক্রোফোন। ক্যামেরা ভালো হলে ত কথাই নেই। তার সাথেই মাইক্রফোন এর ব্যবস্থা থাকবে। চাইলে আপনি ভালো কোন মিক ডিভাইস ক্যামেরার সাথে সংযোগ করতে পারেন। নিচের দিকে টিউটরিয়াল যারা বানাবে তাদের জন্য এই নিয়ে কিছু বলব।
  4.  আর কিছু লাগবে বলে মনে হয় না ইউটিউব এর জন্য। এবার শুরু করে দিন।

ক্যামেরা দেখতে কেমন তার কিছু ছবি

Youtube bangla tutorial

  • যারা টিউটোরিয়াল তৈরি করবে তারা কি করবে ?
  1. চাইলে ক্যামেরা ব্যবহার করে টিউটরিয়াল দিতে পারেন। তার মানে আপনি কোন একটা টিপস শেয়ার করবেন ক্যামেরার সামনে এসে।
  2.  আপনার পিসির স্ক্রিণ রেকর্ড করে টিউটরিয়াল দিতে পারেন। যেমন আমি দেই।
  • যন্ত্রপাতি কি লাগবে ?
  1.  অবশ্যই ক্যামেরাতে নিজের চেহারা দেখাতে চাইলে একটি ক্যামেরা।ক্যামেরা কি জিনিস তার ছবি উপরে দেয়া আছে।
  2.  স্ক্রীন রেকর্ড করে দিলে অবশ্যই একটি পিসি অথবা মোবাইল লাগবে।
  3.  Screen Recorder লাগবে। আমি ক্যামতাসিয়া এর লিঙ্ক টিউন এর শেষে দিয়ে দিয়েছি। ওটা দিয়ে এডিট এবং স্ক্রীন রেকর্ড দুইটাই হবে।
  4. সব চেয়ে জরুরি জিনিস যারা টিউটরিয়াল দেয় তাদের জন্য তা হচ্ছে মাইক্রোফোন। আপনার কথা রেকর্ড করার জন্য। আমি মাইক্রোফোন প্রথমেই আপনাদের ভালো নিতে বলব না। প্রথমে আপনারা নরমাল গেইমিং হেডফোন যেগুলো মাইক্রোফোন সহ থাকে ৫০০-৬০০ খরচ করে ওগুলো নেন। আস্তে আস্তে পরে আপনি আপগ্রেড করতে পারবেন। যারা একেবারেই নিতে চাচ্ছেন না তারা নরমাল মোবাইল হেডফোন গুলো ব্যবহার করেন।

মাইক্রোফোন দেখতে কেমন না চিনলে নিচের ছবি দেখুন

  ভিডিও ধারণ নিয়ে আর কোন কথা বলার দরকার আছে বলে মনে হচ্ছে না। এবার আসুন ধারণ এর পর ভিডিও এডীট করা যা আমি আমার পরবর্তী টিউটোরিয়াল এ শিখাবো। সে জন্য এখন আপনাদের দায়িত্ব ভিডিও এডিট এর সফটও্যার টি ডাওনলোড করে রাখা। আমি যে ডাওনলোড লিঙ্ক দিচ্ছি তা তানভীর রাসেল নামক একজন ইউটিউবার এর। ডাওনলোড করে রাখুন আমার নেক্সট টিউটোরিয়াল এ আমরা ক্যমতাসিয়া ইন্সটল দেয়া শিখব।

ভিডিও এডিটিং ও Screen Recorder সফটও্যার ডাওনলোড লিঙ্ক

Youtube online Support youtube bangla tutorial

Video captures and discuss equipment

Facebook Helping Group

সৌজন্য

আজিজুর রহমান আসিফ 

Level 0

আমি আজিজুর রহমান আসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই ক্যামেরার মধ্যে external microphone আছে আবার 4k system আছেে এরকম ক্যামেরা 30000/- মধ্যে আছে কি না ? suggest করবেন্

Level 0

আপনার মোবাইল নাম্বার দিয়েন

ভাই মোবাইল দিয়ে শুট করলে ফাইল সাইজ অনেক বড় হয়, এটা কিভাবে ঠিক করতে হয়?

32 bit or 64 bit?

Level 2

কমেন্টস করার জন্য লগ ইন করলাম,অনেক সুন্দর পোস্ট এবং উপকারী পোস্ট।ধন্যবাদ