ইউটিউব অনলাইন সাপোর্ট [পর্ব-০৫] :: Youtube Partner verify & Add link on channel Art – Youtube Bangla Tutorial

ইউটিউব অনলাইন সাপোর্ট

আমি আজিজুর রহমান আসিফ।
নতুন করে আমাকে নিয়ে আর আমার এই অনলাইন সাপোর্ট নিয়ে বলার কিছু নেই। এটি একটি ফ্রি অনলাইন কোর্স Youtube নিয়ে। যা টিউটোরিয়াল দিয়েই শেষ নয়। যারা অনলাইন কোর্সে থাকবে তাদের ফেসবুক Group এর মাধ্য সব সময় সাপোর্ট দেওপ্যা হবে। যারা জানেন না আমার পূর্বের টিউন গুলো পড়ে আসবেন। Facebook Group লিঙ্ক টিউনের শেষে।আজকে আমরা কি কি শিখব ?
প্রথমে শিখব চ্যানেল পার্টনার ভেরিফাই কীভাবে করে ?
তারপর শিখব চ্যানেল আর্ট এ লিঙ্ক কীভাবে এড করে ?

youtube tutorial bangla

১) পার্টনার ভেরিফাই কি ?

চ্যানেল পার্টনার ভেরিফাই হচ্ছে আপনার চ্যানেল আপনার মোবাইল নাম্বার এড করা। এই মোবাইল নাম্বার এড এর মাধ্যমে আপনি ইউটিউব পার্টনার এ ভেরিফাইড হলেন।

২) সুবিধা কি ?
পার্টনার ভেরিফাই এর মূল সুবিধা হচ্ছে আপনার চ্যানেল এ মনিটাইজেনশন এড করা এবং এডসেন্স এড করে রেভিনিউ এর সুবিধা পাওয়া। আর কিছু অপশন রয়েছে যখন আপনি চ্যানেল এ যাবেন তখন দেখবেন লেখা থাকবে।
ভেরিফাই এর জন্য প্রথমে আপনার ইউটীউব এ সাইন ইন করুন তারপর নিচের ছবির মত কাজ করুন :
ডানদিকে কোনায় ছবির উপর ক্লিক করার পর Creator Studio তে ক্লিক করুন।
ক্লিক করলে নিচের পেজের মত আসবে
আসলে বাম দিক থেকে Channel এ ক্লিক করুন।
ক্লিক করার পর নিচের পেজের মত আসবে
আসলে চিত্রের মত Verify এ ক্লিক করুন।
করলে নিচের পেজের মত আসবে।
আসলে বাংলাদেশ সিলেক্ট করুন
 তারপর নিচের ছবি দেখুন।
ছবি দেখে ১ এ দিন Text me ২ এ দিন আপনার মোবাইল নাম্বার। ৩ এর মতো সাবমিট এ ক্লিক করুন। নিচের ছবির মত আসবে

আপনার দেওয়া মোবাইল নাম্বার এ একটা ৬ ডিজিটের কোড যাবে। তা ছবিতে দেখানো জায়গায় বসিয়ে Submit এ ক্লিক করুন। ক্লিক করলে নিচের মত আসবে।

ছবির মতো আসলে বুঝবেন আপনার Youtube Channel Parter Verified হয়ে গিয়েছে।

 এবার আসুন আপনার Youtube Channel Art এ ভিবিন্ন লিঙ্ক কীভাবে এড করবেন ?

প্রথমে আপনার Youtube Channel এ যান। যাওয়ার পর নিচের ছবির মত দেখানো জায়গায় ক্লিক করুন।

ক্লিক করলে নিচের ছবির মত আসবে।

আসলে ওখানে আপনার পছন্দ মত লিঙ্ক এড করুন। করার পর Done এ ক্লিক করুন। এড করা হলে নিচের ছবির মতো শো করবে।

 
ব্যাস কাজ শেষ এবার যে কেউ এখানে ক্লিক করলে তাকে আপনার দেওয়া লিঙ্ক এ নিয়ে যাবে। যারা আমার টিউটোরিয়াল গুলো দেখে ঠিকমত কাজ করে আমাকে চ্যানেল লিঙ্ক সহ মেসেজ দিয়েছেন তাদের আমি আমার অনলাইন কোর্স এর সাপোর্ট চ্যাট ও ফেসবুক Group এ এড করে নিয়েছি।
যাদের চ্যানেল রয়েছে কাজ করছেন তারাও যারা মেসেজ দিয়েছেন তাদের ও এড করে নিয়ে নিয়েছি।
সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।
আজকের টিউটোরিয়াল এর ভিডিও লিঙ্ক

Level 0

আমি আজিজুর রহমান আসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস