ইউটিউব অনলাইন সার্পোট [পর্ব-০৪] :: কীভাবে চ্যানেল এর কাভার পিক এডিট করবেন সফটও্যার ছাড়া? – Youtube Bangla Tutorial

ইউটিউব অনলাইন সাপোর্ট

আমি আজিজুর রহমান আসিফ।
নতুন করে আমাকে নিয়ে আর আমার এই অনলাইন সাপোর্ট নিয়ে বলার কিছু নেই। এটি একটি ফ্রি অনলাইন কোর্স Youtube নিয়ে। যা টিউটোরিয়াল দিয়েই শেষ নয়। যারা অনলাইন কোর্সে থাকবে তাদের ফেসবুক Group এর মাধ্য সব সময় সাপোর্ট দেওপ্যা হবে। যারা জানেন না আমার পূর্বের টিউন গুলো পড়ে আসবেন। Facebook Group লিঙ্ক টিউনের শেষে।

youtube bangla tutorial

প্রথম প্রশ্ন : চ্যানেল আর্ট কী ?নিচের এই ছবিটি দেখুন তাহলেই বুঝতে পারবেন চ্যানেল এর উপর যে ছবিটি থাকে তাই হচ্ছে চ্যানেল আর্ট।

দ্বিতীয় প্রশ্ন : চ্যানেল আর্ট আপলোড করব কীভাবে ?
নিচের ছবিটির তীর চিহ্ন দেখুন

তীর চিহ্ন এর দেখানো জায়গায় ক্লিক করুন। নিচের ছবির মত আসবে

 

আসলে উপরের চিত্রের তীর চিহ্ন দেখানো জায়গায় ক্লিক করুন। করলে নিচের ছবির মত আসবে।

 

আসলে গোল দাগ দেওয়া জায়গায় ক্লিক করুন কোন ছবি আপলোড করবেন তা সিলেক্ট করুন।আপ্লোড এ ক্লিক করুন। নিচের ছবির মতো আসবে

 
সিলেক্ট এ ক্লিক করুন। ব্যস আপনার কাজ শেষ।

তৃতীয় প্রশ্ন ঃ Channel Art Design করব কীভাবে ?

নতুন দের জন্য সফটও্যার ছাড়াই চ্যানেল আর্ট ডিজাইন করতে পারবেন। এব্যাপারে কিভাবে কি করবেন আমি ভিডিও তে দেখিয়েছি। নিচের ভিডিও টি দেখুন। ভিডিও দেখার কথা এই জন্য বলছি কারণ আপনি ডিজাইন এর ব্যাপারটা লেখা পড়ে বুঝে উঠতে পারবেন না। তারপরেও আমি নিচে লিখে কিছু শেখানো চেষ্টা করেছি।

এবার আসুন জানি সফটও্যার ছাড়া ইডীট করে কীভাবে ?
সফটও্যার ছাড়া এডিট বলতে বুঝায় অনলাইন এ এডিট করা। ভিবিন্ন ওয়েবসাইট রয়েছে যাদের মাধ্যমে আপনি অনলাইন এ বসেই এডিট করতে পারবেন আপনি চাইলে আপনার ছবি আপ্লোড করে সেখানে এডিট করতে পারবেন।
Youtube channel Art এর কিছু নিয়ম রয়েছে। আপনি ছবি আপলোড দিলেই হবে না।নিয়ম মেনে ছবি আপলোড দিতে হবে।
নিচের ছবিটি দেখুন তাহলে নিয়ম বুঝতে পারবেন
Youtube bangla tutorial
আশাকরি লেখাটি পড়েছেন ছবির।তারপরেও আমি বুঝিয়ে দিচ্ছি।এখানে লক্ষ্য করুন কয়েকটি সাইজের কথা উল্লেখ করা হয়েছে। একটি সাইজ ওদের নির্ধারণ করা এর নিচে আপনি দিতে পারবেন না। সাইজ টি হচ্ছে ২০৪৮ গুণ ১১৫২। আর ইউটিউব নিজেরা একটি সাইজ ভালো বলছে তা হচ্ছে ২৫৬০ গুণ ১৪৪০। ত বুঝতেই পারছেন এই সাইজের ছবি আপলোড দেয়া লাগবে। তারপর আসুন ছবি এডিট করবেন কীভাবে ? আপনি যখন ছবি আপলোড দিবেন তাইলে হবে না। ছবির মধ্য আপনি যে ডিজাইন টা করবেন তা একেবারে ছবির মাঝ বরাবর হতে হবে। মাঝ বরাবর না হলে হবে না। পিসি কিনবা মোবাইল এ তাহলে ছবি শো করবে না।
নিচের ছবিটি দেখুন
youtube bangla tutorial
ছবিতে যেই কালো অংশ রয়েছে আপনার ঠিক তা মধ্যই এডিট করা লাগবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।আসলে লেখে ডিজাইন এর ব্যাপারটা বুঝানো অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। আপনাদের এই নিয়ে কোন প্রশ্ন যদি এখনো থেকে থাকে জিজ্ঞাসা করবেন। আপনারা কাজ শুরু করে দিন।

ও ভালো কথা অনলাইন এ যে ইডীট করবেন সে ওয়েবসাইট গুলো পাবেন কথায় ?

প্রথমে গুগল এ যান তারপর গুগল লিখে সার্চ করুন। প্রথম পেইজ এ যে কয়টি ওয়েবসাইট পাবেন তার সব গুলো ভালো।

youtube bangla tutorial

আর অনলাইন এডীটর একেবারে সহজ ব্যবহার করা। আপনি চাইলেই সুন্দর এডীট করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আর আবারো বলছি এটি একটি অনলাইন কোর্স যা সম্পূর্ণ ফ্রীতে। আপনি চাইলে এই অনলাইন কোর্স টি করতে পারেন। আমার সাহায্য করা হয়ে থাকে একটি ফেসবুক Group এর মাধ্যম এ।

Facebook helping Group

Level 0

আমি আজিজুর রহমান আসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস