আমি আজিজুর রহমান আসিফ।
নতুন করে আমাকে নিয়ে আর আমার এই অনলাইন সাপোর্ট নিয়ে বলার কিছু নেই। এটি একটি ফ্রি অনলাইন কোর্স Youtube নিয়ে। যা টিউটোরিয়াল দিয়েই শেষ নয়। যারা অনলাইন কোর্সে থাকবে তাদের ফেসবুক Group এর মাধ্য সব সময় সাপোর্ট দেওপ্যা হবে। যারা জানেন না আমার পূর্বের টিউন গুলো পড়ে আসবেন। Facebook Group লিঙ্ক টিউনের শেষে।
প্রথম প্রশ্ন : চ্যানেল আর্ট কী ?নিচের এই ছবিটি দেখুন তাহলেই বুঝতে পারবেন চ্যানেল এর উপর যে ছবিটি থাকে তাই হচ্ছে চ্যানেল আর্ট।
দ্বিতীয় প্রশ্ন : চ্যানেল আর্ট আপলোড করব কীভাবে ?
নিচের ছবিটির তীর চিহ্ন দেখুন
তীর চিহ্ন এর দেখানো জায়গায় ক্লিক করুন। নিচের ছবির মত আসবে
আসলে উপরের চিত্রের তীর চিহ্ন দেখানো জায়গায় ক্লিক করুন। করলে নিচের ছবির মত আসবে।
আসলে গোল দাগ দেওয়া জায়গায় ক্লিক করুন কোন ছবি আপলোড করবেন তা সিলেক্ট করুন।আপ্লোড এ ক্লিক করুন। নিচের ছবির মতো আসবে
তৃতীয় প্রশ্ন ঃ Channel Art Design করব কীভাবে ?
প্রথমে গুগল এ যান তারপর গুগল লিখে সার্চ করুন। প্রথম পেইজ এ যে কয়টি ওয়েবসাইট পাবেন তার সব গুলো ভালো।
আর অনলাইন এডীটর একেবারে সহজ ব্যবহার করা। আপনি চাইলেই সুন্দর এডীট করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আর আবারো বলছি এটি একটি অনলাইন কোর্স যা সম্পূর্ণ ফ্রীতে। আপনি চাইলে এই অনলাইন কোর্স টি করতে পারেন। আমার সাহায্য করা হয়ে থাকে একটি ফেসবুক Group এর মাধ্যম এ।
আমি আজিজুর রহমান আসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।