১) How to create a youtube channel
২) How to create channel art
৩) Youtube Channel Layout customize
এই টিউটোরিয়াল দেখে Channel create করে যারা আমাকে ফেসবুক এ মেসেজ এর মাধ্যমে জানাবে তাদের কেই অনলাইন কোর্স এ নিয়মিত হিসেবে ধরা হবে। তাদেরকেই সব ধরণের সাপোর্ট দেওয়া হবে। যাদের চ্যানেল রয়েছে তারাও যদি মেসেজ দিয়ে চ্যানেল দেখায় তাদের কেউ নিয়মিত হিসেবে ধরে নেওয়া হবে অনলাইন কোর্স এ।
আজকের টিউটোরিয়াল এর ভিডিও লিঙ্ক ঃ
https://youtu.be/mYNXgsRUtq0
চলুন শুরু করা যাক। প্রথমে নিচের ছবির মত ইউটিউব এ যাওয়ার পর ডান দিকে ক্লিক করে সাইন ইন করুন জিমেইল আইডি দিয়ে
সাইন ইন করলে নিচের ছবির মতো আসবে। নিচের ছবির গোল দাগ দেখুন।
এবার ডান দিকে নিচের ছবির মতো প্রথমে পিক এর উপর ক্লিক করে তারপর Creator Studio তে ক্লিক করুন। নিচের ছবি দেখুন
নিচের ছবির মত আসবে। আসলে Create Channel এ ক্লিক করুন।
ক্লিক করলে নিচের ছবির মতো আসবে। আসলে চ্যানেল নাম কি দিবেন তা দিয়ে Create channel এ ক্লিক করুন। নিচের ছবিটি দেখুন
ক্রিয়েট হয়ে গেলো আপনার চ্যানেল। এবার আসুন আমরা কাস্টমাইজ করা শিখব। কাস্টমাইজ করার মতো নিচের ছবি দেখে নিন। বাম দিকে My Channel এ ক্লিক করেন।
ক্লিক করার পর নিচের ছবির মতো আসবে। আসলে নিচের ছবির দেখানো মত এ ক্লিক করুন। নিচের ছবিটি দেখুন।
ক্লিক করে চ্যানেল আর্ট আপলোড করুন। আর চ্যানেল আর্ট এর সাইজ কেমন হবে তা নিচের ছবি থেকে জেনে নিন।
কাজ শেষ আমাদের। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কিছু না বুঝলে ফেসবুক Group এ জিজ্ঞাসা করুন। আমি ত আছিই সব সময়। যারা নতুন তাদের জন্য আমি অনলাইন ইডিটর দিয়ে ইডিট করা শিখেয়েছি ভিডিওতে।
তাহলে এই কথাই রইলো।আপনারা কাজ করে মেসেজ দিন। যারা আমার কথামতো কাজ করে মেসেজ দিবেন তাদের অনলাইন কোর্সের জন্য নিয়মিত হিসেবে ধরে নেওয়া হবে। সমস্যা গ্রুপ এ টিউন করুন। আমাকে মেনশন করুন।
আমি আজিজুর রহমান আসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Video Tutorial Link ta dile valo hoi….plz