Youtube Online Support - Youtube Bangla Tutorial - সম্পূর্ণ ফ্রি অনলাইন কোর্স
ভিবিন্ন ব্যাপার না জেনেই অনেকে ইউটিউব এ চলে আসে।যাদের ভুলের কারণে ইউটিউব এ বাংলাদেশ এর অবস্থান নিচে নেমে যাচ্ছে। অন্যর ভিডিও চুরি,এডাল্ট কনটেন্ট নিয়ে কাজ করার কারণে প্রতি বছর অসংখ্য চ্যানেল বাংলাদেশ থেকে সাসপেন্ড হচ্ছে।
আমি যখন ইউটিউব নিয়ে কাজ শুরু করি তখন এই সেক্টর নিয়ে আমার ভালোই ধারনা ছিলো।যার কারণে এখন পযন্ত আমার কোন চ্যানেল সাসপেন্ড হয় নি।
ইউটিউব হেল্প নিয়ে ভিবিন্ন Group এ জয়েন ছিলাম। লক্ষ্য করতে থাকলাম নতুন যারা হেল্প চায় তাদের কে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। বেশির ভাগ হেল্প টিউনের টিউমেন্ট থাকে কাজ শিখে আসুন। কাজ শিখতেই সে কিন্তু হেল্প চাচ্ছে।
অনেকেই দেখলাম ইউটিউব নিয়ে আগ্রহ কিন্তু সে এখনো জিমেইল আইডি সাইন আপ কীভাবে করতে হয় জানে না। তাদের জন্যই আমার এই অনলাইন সাপোর্ট।যেখানে আপনি সকল ধরনের প্রশ্ন করতে পারবেন কেউ আপনাকে ছোট করবে না।
যাদের -
এসব থাকার পরও কীভাবে কি করবেন বুঝে উঠতে পারছেন না তাদের জন্য আমার এই সাপোর্ট।
যা সম্পূর্ণ ফ্রীতে।
আপনার শুধু ধৈয্য ধরে দেখানো পথে কাজ করে যেতে হবে। কাজ আপনি একা করবেন না।আপনার সাথে সব সময় সাপোর্ট এ আমি থাকব। আপনি আমার থেকে সব ধরণের সাহায্য পাবেন।
নিয়মিত অনলাইন সাপোর্ট পাওয়ার শর্ত ঃ
১) ধৈয্য থাকতে হবে। শুধু কাজ করে যেতে হবে অন্য সব চিন্তা বাদ। টাকা, ভিউ এসব চিন্তা বাদ দিতে হবে। আপনি যখন ভালো ভাবে কাজ করবেন টাকার চিন্তা আপনাকে করতে হবে না।টাকাই আপনাকে খুজে নিবে।
২) আপনার পিসি ও ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
[আপনি মোবাইল দিয়েও শুরু করতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনি অনেক গুলো সুবিধা থেকে বঞ্চিত হবেন।কারণ আমার সাপোর্ট থাকবে পিসি কেন্দ্রিক]
৩) আপনি কোন টপিক নিয়ে কাজ করবেন তা আগে নির্ধারণ করতে হবে। যেমন ঃ আপনি টেকনোলজি নিয়ে ভালো জানেন, গান এর গলা ভালো, রান্না করতে পারেন, নাচতে পারেন, বন্ধুদের সাথে প্রেঙ্ক করতে ভালোবাসেন এসব নানারকম বিষয় থেকে আপনি কোনটি জানেন তা নিয়েই কাজ করার মন মানসিকতা থাকতে হবে।যা জানেন না তা নিয়ে কাজ আমরা করব না।
৪) সবার শেষে আপনাকে বন্ধুসুলভ হতে হবে। এখানে আপনার মতো অনেকেই থাকবে। আপনি যা শিখবেন তা অন্যকে শিখানোর মন মানসিকতা থাকতে হবে ।
উপরের বিষয় গুলো যদি পড়ে মনে করেন আপনি আমার সাথে কাজ করবেন তাহলে আপনাকে স্বাগতম।
অনলাইন সাপোর্ট দেওয়া হবে ফেসবুক Group এর মাধ্যমে।
আপনি প্রথমে টিউটোরিয়াল দেখবেন পড়বেন তারপর অই দিনের টিউটোরিয়াল নিয়ে গ্রুপ এ আলোচনা করবেন।প্রশ্ন করবেন।
সকল ধরণের প্রশ্নের জন্য আমাকে ইনবক্স করতে পারেন
আমি আজিজুর রহমান আসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।