মাইক্রোওয়ার্কারস জনপ্রীয় একটি মাইক্রো ফ্রিল্যান্সিং সাইট :(১)

মাইক্রোওয়ার্কারস জনপ্রীয় একটি মাইক্রো ফ্রিল্যান্সিং সাইটঃ

মাইক্রোওয়ার্কারস একটি সব চাইতে জনপ্রীয় একটি মাইক্রো ফ্রিল্যান্সিং সাইট।এই প্ল্যাটফর্মে আপনাকে কোন বিড ছাড়াই কাজ দেয়া হয়।আর কাজ গুলো সঠিক ভাবে শেষ করে আপনি পাবেন ০.০৮ থেকে ৪.00 ডলার পর্যন্ত।আর সাইন আপে পাবেন ১.00 ডলার।একই অ্যাকাউন্ট ব্যাভার করে আপনি worker বা employer হিসেবে কাজ করতে পারবেন। সাইটটির ইন্টারফেস বেশ সাদামাটা। আপনি এর সবকিছু সহজেই বুঝতে পারবেন।না বুঝলে আমি তো আছিই।

কর্মীর এর কাজ সমূহঃ

  1. ব্লগে কমেন্ট

  2. সাইন আপ

  3. ফেসবুক লাইক

  4. টুইটার ফলো,রিটুইট

  5. ডাউনলোড এবং ইন্সটল

  6. বুকমার্কিং Digg etc

  7. ইয়াহু অ্যান্সার

  8. ইউটিউব অ্যাকাউন্ট খোলা

  9. ফোরাম পোস্ট

  10. ক্লিক সার্চ

  11. আর্টিকেল লেখা ইত্যাদি

Employer এর সুবিধা সমূহঃ

নিজ ব্লগ-এ লেখানো বা অন্য ব্লগে নিজের পণ্যের অ্যাড দেয়া

ব্লগের পেজ র‌্যাঙ্ক বাড়ানো

নিজের সাইটে কমেন্ট করানো

ফেসবুক লাইক পাওয়া এবং ভোটিং

টুইটার অনুসারী (Twitter Follower)

নিজ সাইট ডিগ করানো (Digg)

এবং আরো অনেক কিছু...

কর্মীর সুবিধাঃ

I. রেজিস্ট্রেশনে ফ্রী ১($) ডলার বোনাস।(যদি আপনার রেফারেল মেম্বার ২৫ ডলার আয় করে তখন)

II. বোনাস সর্বনিম্ন ১ ডলার হতে ৩ ডলার পর্যন্ত আয়ের সুবিধা।

III. প্রতি রেফারেল (verified)প্রতি ১ ডলার

VI. বিড( Bid) ছাড়াই কাজ পাওয়া

VII. টাকা পাওয়ার নিশ্চয়তা

VIII. অল্প সময়স্বাপেক্ষ

IX. বিড( Bid) ছাড়াই কাজ পাওয়া


XI. কোন প্রয়োজনে লিঙ্ক সহ ব্লগে পোস্ট দিতে পারবেন।

XII. সর্বনিম্ন ৯ ডলার হলেই উইথড্র করতে পারবেন Paypal,Alertpay,Moneybookers, অ্যাকাউন্টে।

XIII. টাকা পাওয়ার নিশ্চয়তা।

XIV. ডলার হলে ডলার উইথড্র এর সুবিধা।

উইথড্র অপশনঃ

অ্যালার্ট পে

পেপাল

মানিবুকার্স

চেক

এই পোস্টে আমি বলছি কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়।আর ধারাবাহিক ভাবে প্রকাশিত হবে কিভাবে সহজে কাজ শেষ করে টাকা দেশে আনা যাবে।

কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়ঃ

অ্যাকাউন্ট খুলতে সংক্ষিপ্ত লেখা অনুসরন করুন।এখানে ক্লিকhttp://www.microworkers.com/?Id=904641b5 করে যে পেইজে আসলেন সেই ফর্মটি পূরণ করুন।দিন। তারপরের ঘরে সাইটটির জন্য একটি পাসওয়ার্ড দিন (অবশ্যই আপনার ইমেইল পাসওয়ার্ডের চেয়ে ভিন্ন পাসওয়ার্ড দিবেন)। তারপর কান্ট্রি অব রেসিডেন্স ঘরে বাংলাদেশ সিলেক্ট করে Submit বাটনে ক্লিক করুন।

এখন আপনি যে মেইল ব্যাবহার করে রেজিস্ট্রেশন করেছেন আপনার সেই মেইল চেক করুন।ইনবক্সে microworkers এরকোন মেইল না এসে থাকলে spam মেইল চেক করুন।

প্রাপ্ত মেইলে যে অ্যাক্টিভেশন লিঙ্ক (activation link) আছে সেটি ক্লিক করুন।

এইতো হয়ে গেলো আপনার অ্যাকাউন্ট.

এখন থেকে আপনি শুরু করতে পারেন আয়প্রথমে ৩০ টির মত কাজ থাকেঠিক মত কাজ করে সাক্সেস রেট ৭৫% এর উপর থাকা জরুরীএভাবে কাজ করলে আপনার দৈনিক কাজ বেড়ে ৯০ টা হয়ে যাবে

পরবর্তিতে (আল্লাহ চায় তো আগামীকাল) লেখা হবে কিভাবে আপনি সহজে কাজগুলো করতে পারবেন।


বিশেষ দ্রষ্টব্যঃ এখানে রেফারেল ব্যাবহার করা হয়েছে।লেখাটি আমার ব্লগ এবং অন্য ব্লগ বা ফোরামে প্রকাশিত হলে অবাক হবেন না!

আমার ব্লগ দেখতে চাইলে http://mahmudul19.blogspot.com

ধন্যবাদ কষ্ট করে পোস্ট টা পড়ার জন্য ।কোন ভুল থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।আরও সাহায্যের জন্য মন্ত্বব্য করতে পারেন।ধন্যবাদ ও দিতে পারেন।

Level 0

আমি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 426 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি পড়াশুনা করছি লেদার ইঙ্গিনীয়ারিংএ । পাশাপাশি IT তে আগ্রহী ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনার পোস্টটি ভাল হয়েছে, আর microworkers.com নিয়ে কোন সন্ধেহ নেই এক কথায়।

আরা যারা আরো বিস্তারিত জানতে চান এই সাইটটি সর্ম্পকে, এই ব্লগ টি দেখতে পারেন, ১২টি পোস্ট আছে শুধু microworkers.com কে নিয়ে
>>>>
অনুগ্রহ করে যারা একেবারে নতুন এবং যাদের আগ্রহ আছে শুধু তারাই আসবেন,(এটা আমার request)
http://earnerblogs.blogspot.com/2010/12/microworkerscom-operation-3-find-job.html

    আপনাকে ধন্যবাদ।সবার আগে কমেন্ট করে ভালো বললেন,কিন্তু ভাই ভুল্গুলো কি দেখাতে পারলেন না!

    Level 0

    ভাই ভুল গুলো ঠিকই ধরতে পারছি, পরেতো বলতেন প্রথমেই জ্ঞানী ভাব নিছি, আর যেহেতু সাইটি ভাল তাই আর কথা বাড়াতে চাইনি, আর একটু-আধটু ভুলতো হবেই, ভুল না করলে কিন্তু ভবিষ্যতেও ভুল সাইট নিয়ে টিঊন করতে পারতেন, আশা করি বুঝতে পারছেন

“৫($) ডলার বোনাস”
এটা ভুল ঠিক করেনেন

“প্রতি রেফারেল (verified)প্রতি ১ ডলার”
এটাও ভুল কারণ, একজন রেফারেল পারশন যতক্ষন পর্যন্ত ২৫৳ আয় না করবেন ততক্ষন পর্যন্তু কোন রকম পে করে না। আমার মোটামটি ৪০টা হয়েছে বিশ্বাস না হলে ১. ভালো ভাবে নীতিমালা পড়েন ২. আমি তার প্রমান দিতে পারবো।

আমি পিনের জন্য রিকোয়েষ্ট করেছি পেলে বুঝতে পারবো আসলে এখান থেকে টাকা পাওয়া যায় কি না।

” এর মত ৭৫% সাক্সেস রেটের বালাই নাই।”

৭৫% এর নিচে সাক্সেস রেট হলে আপনি আর জব সাবমিট করতে পারবে না

“সর্বনিম্ন ২৫ ডলার হলেই উইথড্র করতে পারবেন Paypal,Alertpay,Moneybookers,2CO অ্যাকাউন্টে।”
৯.৭০ (+) হলেই টাকা উইথড্র এর আবেদন করতে পারবেন

    আমি আন্তরিকভাবে দুঃখিত।এখন ঠিক করে দিলাম।ebookbd.info অসংখ্য ধন্যবাদ।ভুলের কারণ্টাও আপনি বুঝতে পারবেন কিছু দিনের মধ্যে।ভালো থাকুন সবাই।

মাইক্রোওয়ার্কার্স এর নতুন ঝামেলা হলো টেম্প রেট।৭৫% প্লাস না থাকলে কাজ জমা দেও্য়া যাবে না।আমাদের লেখক ভাইও কোনো কাজ জমা দিতে পারবে না এখন 🙄

    না।টেম্প রেট কোন সমস্যা না ।সাক্সেস রেট ৭৫% + থাকতে হয়।আমি কাজ জমা দিতে পারছি।

SO IF ANYBODY WANT VIRTUAL CREDIT CARD PLEASE CONTRACT WITH ME , I WILL BE HAPPY TO HELP ALL OF MY BANGLADESHI CITIZEN.

ALSO IF ANYBODY WANT VERIFIED PAYPAL ACCOUNT, YOU CAN CONTRACT WITH ME.

THANK’S ALL.

MY CONTRACT DETAILS. [email protected]

    VIRTUAL CREDIT CARD ব্যাপারটা কি খুলে বলেন।আর শীঘ্রী পেপাল বাংলাদেশে আস্তেছে বলে আমি শুনলাম।

ভাই আপনাদের সবার সহযগিতা দরকার।আমি microworkers কিছু ডলার আছে।আমি সোদি আরবে থাকি। আমার ঠিকানা pobox এর কোন জায়গা নাই।আমি এখন কি করব।বলতে পারেন।

    প্রথম উইথড্র এর রিকয়েস্ট দিলে আপনার বাসার ঠিকানায় পিন নাম্বার পাঠানো হব শুধুমাত্র একবারর জন্যে।কাজেঈ এটা ব্যাবস্থা করে নেন।আপনাকে ধন্যবাদ।

ভাই আমি সোঁদি আরবে থাকি। আমাদের এখানে pobox no and state থাকে।কিন্তু microworkers pobox নাম্বার দেওয়ার জায়গা নাই।তাই এখন কি করা যাই।যদি বলতেন কিছূ।

    microworkers pobox নাম্বার দেওয়ার জায়গা নাই।তাতে সমস্যা কি জিপ কোড তো আছে ।

আমাদের এখানে name :- ruhul amin
pobox no :- 11247
riyadh no :- 21458
Saudi Arabia

Full name ruhul amin
Address :- ????????

Zip code :- ????????
City :- ?????????
State/Region :- ????????
Country :- Saudi Arabia

আপনি

Frequently asked questions

Guidelines FAQ

Support messages are answered in 5 days unless it is something urgent. If you can’t find the answer to your question in the above documents you can “”submit a New message.”” এখান থেকে অদের এ বিষয়ে মেসেজ পাঠান।

I want to know the details with ticks for doing the works in microworks. please write to me : [email protected].

    কোন কিছু জানার থাকলে বলেন।এখানে আলোচনা হলে সবাই উপকার পাবে।

Level New

virtual credit card মানে কি

    @Rupom Mariner: আপনার কাছে নির্দিষ্ট ডলারের কার্ড নাম্বার দেয়া হবে যা আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন।

Level 0

kaj khub available na…

Level 0

mahmudul bhai ami microjobs.co te kaj korsi already $3.50 earn koresi kintu eta theke ki alertpay er maddome money withdraw kora jabe ? please guide me

Level 0

Alertpay er maddome tola jabe ki ?

Level 0

thanks for this good post for long i have been trying to create an account in microworkers but every time while pressing submitting button it shows message that ” same IP address is being used by another user so you can not register for this site” can u help me pls reply or mail me at [email protected]

    আপনি অন্য পিসি যেটা থেকে কেউ এখনো রেজিস্টার করে নাই তা থেকে রেজিস্টার করে আপনার পিসি থেকে কাজ করুন। @wmoni:

Level 0

microworkers a forum posting kaj kora jai ke vabe? Any body help me in details.