দুটি প্রমাণিত PTC সাইট হতে আয় করুন (আমার Payment Proof সহ)

অবশেষে আমি দুটি Paid To Click (PTC) সাইট হতে পেমেন্ট পেলাম। PTC সাইটগুলোতে কাজ করার ইচ্ছা আমার কখনো ছিলনা এবং এখনো নেই। মূলত অন্যান্য কাজের ফাঁকে পরীক্ষা করার জন্যই কাজটি করেছি। বেশ কয়েকটি সাইটে পে-আউট রিকয়েস্ট করেছিলাম এর মাঝে এখন পর্যন্ত মাত্র দু'টি সাইট আমাকে পে করেছে।

Payment Proof 1 Payment Proof 2

## My AlertPay Payment History ##

নিচে এই দু'টি সাইটের উল্লেখ করা হলঃ

#১ BuxP

এই website-এ রেজিস্ট্রেশন করার পর আপনি ৫ ভাবে আয় করতে পারবেনঃ-

  • Ads Browse করে


  • Video Browse করে

  • Offers Browse করে

  • Survey করে

  • Promote করে

#২ Clicksia

এই PTC সাইটটি আমাকে খুব দ্রুত পে-আউট করেছে। এই সাইট হতেও আপনি বিভিন্নভাবে আয় করতে পারবেনঃ-

উপরোক্ত সাইট দু'টি হতে AlertPay এর মাধ্যমে টাকা উত্তোলন করা যায়। তাই যাদের AlertPay তে একাউন্ট নাই তারা এখানে Click করে AlertPay Personal Pro একাউন্টটি এক্টিভেট করে নিন।

ইন্টারনেটে আয় নিয়ে কিছু কথাঃ-

আমার মতে Outsourcing এর সবচাইতে ভাল উৎস হল বিভিন্ন Freelancing websites এবং Ads Publishing. উপরোক্ত PTC সাইটে কাজ করেও Online Income করা যায় তবে এটা কিছুটা সময়সাপেক্ষ।

ইন্টারনেটে আয়ের আরও বেশকিছু উৎস এবং বিভিন্ন সাহায্যের জন্য এই সাইটটি ভিজিট করতে পারেন- EarnHelp24

(This Post is only for them who are interested in Original and Scam Free Paid To Click Sites. Don't loose your time at any scam PTC sites)

Thank You

বিডি টিউনা

Level 0

আমি বিডি টিউনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Jessore, Bangladesh.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ বিসয়টি Share করার ছন্য আমি PTC সাইট Like করি, আমি চারটি চাইট ব্যবহার করি, এখানে দেয়া আছে http://earn-help-bd.blogspot.com/
আর ভাই এই সাইটে Sinup করলে এবং প্রথম দিন এড দেখলে $27 Dollar হয় মন চাইলে করে দেখেন http://www.AWSurveys.com/HomeMain.cfm?RefID=nazmul_bd
আর একটা কথা পে করে এমন আরো থাকলে আমাকে জানান, ভুল হলে Sorry

ভাই PTC সাইট নিয়ে আমি আগ্রহী। কিন্তু তেমন কিছু জানিনা বললেই চলে। alert pay-তে account খুললাম। এখন কিভাবে শুরু করবো? plz help me>[email protected]

    Level 0

    যারা পিটিসি এর জগতে একেবারে নতুন তাদেরকে এই পোস্টটি একবার পড়ার জন্যে অনুরোধ করা গেল
    http://earnerblogs.blogspot.com/2010/12/earn-with-best-ptc-sites-operation-1.html

    ‘nur hasan’ ভাই হাতে গোনা কয়েকটা PTC সাইট ছাড়া অধিকাংশ PTC সাইটই scam করে। উপরের দু’টি সাইট হতে আমি নিজে টাকা পেয়েছি তাই আপাতত ওই দুটোতেই বিশ্বাস করতে চাই। আরও বেশ কয়েকটি সাইটে পে-আউট রিকয়েস্ট করা আছে পেমেন্ট পাওয়ার পরে সেগুলোর নাম জানাতে চাই। আমার টেকটিউনারদেরকে PTC এর Scam Victim বানাতে চাইনা। ধন্যবাদ।

Level 0

বিডি টিউনার ভাই
ধন্যবাদ বিষয়টি Share করার জন্য

তথ্যটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

BDT ভাই ২ টা সাইট থেকে তা কত টাকা পেয়েছিলেন সেটা তো বলেননি

    $১৩+ বা ৯২৩+টাকা।
    টাকা এখনও Transfer করিনি। ওটা আমার AlertPay একাউন্টে জমা আছে।

ভাইরে এগুলা বাদ দেন! এই সাইট টিতে কাজ করুন।পে আপনাকে করবেই

    @রাফসান, আপনি আগে পেমেন্ট পান তারপর এত জোরগলায় কথা বইলেন। ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ চালিয়ে যান।

    You are Welcome.
    “Today Is The Tomorrow of Yesterday. So what you need to do, Do Today. Tomorrow Will Never Come…”

ভাইয়া ,মধুর সমস্যার মধ্যে আছি।পে-পাল এ অ্যাকাউন্ট আছে কিন্তু লেখা Personal Pro Unverified (Become verified) ।কিন্তু বুঝতে পারছি না কিভাবে verify করবো।যদি কোন দিক-নির্দেশনা দিতে পারেন তবে খুব উপকার হতো।উত্তরের অপেক্ষায় রইলাম।টিউনটি খুব সুন্দর হয়েছে

    Level 0

    প্রান্তিক ভাই, আসলে মধুর সমস্যা, আর বাংলাদেশ থেকে ত paypal ভেরিফাইড করার কোন উপায় আপাতত নাই, তবে আপনার একটি ডেবিট কার্ড থাকলে ভেরিফাইড করতে পারনে, আর মাস্টার কার্ড এর জন্যে এই পোস্টটি দেখতে পারেন, paypal জন্যে ট্রাই করে দেখতে

    http://earnerblogs.blogspot.com/2010/12/mastercard-card-is-crying-for-its-owner.html

    এটি সম্ভবত Alertpay হবে। প্রান্তিক ভাই এ বিষয়টি নিয়ে আমি খুব শীঘ্রই একটি টিউন লিখব। ধন্যবাদ।

alert-pay অ্যাকাউন্ট verified না হলে টাকা পাঠালে তা জমা হবে তো.

    Level 0

    এলার্টপে বাংলাদেশ এর ব্যাংক সাপর্ট করে না, মনিবুকার্স এর মাধ্যমে ট্রাই করতে পারেন, এটি বাংলাদেশ এর ব্যাংক সাপর্ট করে

    Level 0

    alert-pay অ্যাকাউন্ট verified না হলে টাকা পাঠালে তা জমা হবে

টিউনার ভাই সালাম নিবেন। পিটিসি সাইট আপনার সফলতা দেখে আমার আগ্রহ জন্ম হল, বাট আমি কিন্তু দেশের বাইরে আছি, অবসরে করতে পারি , তাই দেশের বাইর থেকে কিভাবে করা যাই একটু জানালে খুশি হব, এবং দুবাই তে কোন ব্যাংক সাপোর্ট করে,

    উপরের দুইটা সাইটই প্রায় সব দেশ সাপোর্ট করে।
    আপনি উপরে দেয়া AlertPay লিঙ্কে ক্লিক করে সাইন আপ করার পর ম্যানুয়ালি যেকোন ব্যাংক এড করে টাকা ট্রান্সফার করতে পারেন। সমস্যায় পড়লে আমাকে মেইল করতে পারেন। ধন্যবাদ।

vai bangladesher je kono bank ar account a taka transfer korte parbo

vai ata amar mobile number -01914-924464.amak akta miscall den

Level 0

clicksia mone hoi close hoe gese. open to hoi na

গোল গোল না খেলে সবাই একমত হইয়া এমন সাইট খুজেন যেখানে টাকা পাওয়া যায়।
টাকা না পাইয়া শুধু শুধু আমাদের মত নতুন ব্যবহার কারী দের রেফারেল করাইয়ে না।
টাইনকু।

ভাইয়া , Alertpay তে account করতে গিয়ে যে সমস্যায় পড়লাম তা হল, সেখানে Register Form এক স্থানে লেখা আছে Transaction PIN.
কিন্তু আমি এতই সরল যে বিপদে না পড়ে পাড়লাম না। এখন পারেন তো আমাকে উদ্ধার করুন। ধন্যবাদ।

অপেক্ষা বেশিক্ষণ আর সইছে না।
ইশ্ ….শ্শ্শ্শ্শ্ ইশ্ ….শ্শ্শ্শ্শ্ ইশ্ ….শ্শ্শ্শ্শ্

ভাই, bux.to সম্পর্কে কেউ কিছু বলতে পারবেন? আমি বেশ কয়দিন হল কাজ করছি।

অচ্ছা ভাইয়া সুনলাম শেয়ারেব্‌ল আইপি (গ্রামিন,সিটিসেল,রবি) এসব মোবাইল কোম্পানির ইন্টারনেট ব্যাবহার করে PTC বা Microworks এর মত সাইটগুলো ব্যাবহার করা যায়না! আপনার উওর যদি হ্যাঁ হয় তবে এই নেট দিয়েই এসব সাইট ব্যাবহারের কোন উপায় থাকলে শেয়ার করবেন প্লিজ। Email [email protected]
ধন্যবাদ

Level 0

bux.to সম্পর্কে কেউ কিছু বলতে পারবেন? আমি বেশ কয়দিন হল কাজ করছি।

Level 0

payout koto din por kore keu bolte parben ………..nd amio bux.to te kaj korechi bux.to te amr 59.34 dollar acce ami 3 month age withdrwal dici bt akhn o amr alertpay account a taka ase nai pls keu jodi a somporke kichu janen pls share korun……….

Level 0

vi ata tto khub olpo taka dai per add a .001 cent….aita baranor upay ki amaka bolben…….upkar hoito….ami neobux a kori…ar yimbux a kori….

Level 0

bux to batper vai ,it is scam .proman ptc scam list.

Level 0

সত্যিকারের PTC Site খুজে পেতে http://ptcarchive.blogspot.com আশা করি এই ব্লগটি আপনাদের সাহাজ্য করবে।