প্রথমেই বলে নেই আমি এখানে কোনো মার্কেটিং করতে আসিনি এবং মানুষকে ইনকাম স্ক্রিনসট দেখিয়ে টাকা হাতিয়ে নিতে আসি নাই। যদি কেউ মনে করেন কাজ শেখার টিপস দিতে এসেছি এটা বললেও ভুল হবে । এই লেখাটি শুধু মাত্র তাদের জন্য যারা মনে করেন অনলাইনে খুব সহজেই আর্নিং করা যায়। লেখাটি স্পেশালি তাদের জন্য যারা অনলাইনে একেবারেই নতুন কিংবা কাজ শেখার ইচ্ছে নিয়ে বসে আছেন 🙂
অনলাইনে আর্নিং করা যায় কথাটি শুনার পর থেকে অনেকের মধ্যে কাজ শিখার আগ্রহ দেখা যায়। যার জন্য আর্নিং করার পদ্ধতি (সটকার্ট উপায়) খোজাঁর মধ্যে বেশ কয়েকমাস অতিবাহিত হওয়া। অন্যদের ইনকাম স্ক্রিনসট নিয়ে চিন্তা-ভাবনা করা ! সঠিক উপায়ে কাজ নিয়ে (১)রিসার্স না করার ফলে অনেকেই ট্রেনিং সেন্টার, বড় ভাইদের (ধান্দাবাজ টাইপের) কাছ থেকে বাশঁ খেয়ে (সময়+টাকা) হতাশা নিয়ে কয়েক মাস পর বলে উঠে অনলাইনে ইনকাম হয় না, সবাই ধান্দা করে টাকা ইনকাম করে, অবৈধ্য কাজ ছাড়া ডলার আসে না আরও কতো কি !
তারপর….
অনেকেই কাজ শেখার আশা একেবারেই ছেড়ে দেন কেউবা আবার সফল মানুষদের দিকে তাকিয়ে বিভিন্নভাবে সফল হওয়ার জন্য ব্যার্থ চেষ্টা চালিয়ে যান। এর মধ্যে কেউ না কেউ (সফল মানুষ) সাহায্যের হাত বাড়ায়। তারপর শুরু হয় কাজ শিখার আসল যুদ্ধ (অপেক্ষা শুধু সময়ের) এবার সাকসেস ঠেকায় কে ??
সফল মানুষদের হাত ধরে অনেকেই খুব দ্রুতো সফল হয় এর মধ্যেও কেউবা নিজেকে বেশি জ্ঞানী মনে করে যার ফলে সফলতা আরেটু দূরে চলে যায় 😉 আবারও শুরু হয় (২) রিসার্স (সঠিক উপায়) অবশেষে সাকসেস্ !!
এতক্ষন যা বললাম এটা আমার বাস্তব অবিজ্ঞতা থেকে অনেকের সাথে কথাগুলোর মিল থাকতে পারে। যাই হোক যে সফল মানুষটি আমাকে বেশি সময় কাজের পিছনে হেল্প করতেন তিনি হলেন আমার শ্রদ্ধেয় ভাই রুবেল এস.বি.এস। আমি যখন বিভিন্ন ভাবে অনলাইনে ধোঁকা খেয়ে আসতেছিলাম তখন রুবেল ভাই এবং অন্যরকম ভাই আমাকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনলেন।উনাদের কাছ থেকে অনেক কিছুই শিখতে পারি। আরও অনেক কিছু শেখার আছে 😛 ফেইসবুকের অনেক বড় ভাইদের কাছ থেকে নানারকম হেল্প পেয়েছি। Adsense & Blogging ফেইসবুক গ্রুপের ডক ফাইলগুলো অনেকটা কাজে দিয়েছে।
সবার নাম উল্লেখ করলাম না তাদের জন্য আমার মন থেকে ভালোবাসা আছে। আল্লাহ আপনাদের মঙ্গল করুন (আমিন)। আর যে মানুষটি আমাকে আর্থিক, মানুষিক এবং বিভিন্ন ভাবে সাপোর্ট দিয়ে আসছেন তিনি হলেন আমার প্রাণপ্রিয় দুলাভাই সিরাজ ইসলাম।আপনারা আমার দুলাভাইয়ের জন্য মন থেকে দুআ করবেন যার জন্য আমি আজ সফলতার পথে হাটতে শিখেছি…
শুরুটা হয়েছিলো নকিয়া ২৬০০ ক্লাসিক মোবাইল দিয়ে (২০১২ সালে)। তখন শুধু সাধারণভাবে নেট ব্রাউজিং করতাম আর Tanbir Ahmad ভাইয়ের ব্লগ সাইটের পিডিএফ বইগুলো পড়তাম। ফেইসবুক সম্পর্কে তখনও ধারণা ছিলো না। ভাইয়ের সাথে তখন মোবাইলে কথা হয়েছিলো এবং উনার কাছ থেকেই প্রথম শুনেছিলাম যে সত্যিই মানুষ ইন্টারনেট থেকে ইনকাম করতে পারে 🙄 সেই থেকেই কাজ শেখার আগ্রহ বেড়ে যায় 😉 এক সময় আমি উনার খুব ভক্ত ছিলাম।
২০১২ সালের সেই অসাধারণ বাংলা ই-বুক কালেকশন পড়তে চাইলে এখানে ক্লিক করুন। অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে ২ বছর ব্যাস্ত থাকার পর ..অবশেষে কাজ শেখার জন্য কম্পিউটার কিনি ডিসেম্বর ২০১৪তে 😐
https://web.facebook.com/amirhossain123/posts/488605124615694
এপ্রিল ২০১৫তে কাজ শিখতে চট্রগ্রামে গিয়ে কিছু সময়+টাকা লস করলাম 😥 সেই থেকে ট্রেনিং সেন্টারকে লাইক করি না 😎
৫ মাস ফাইবার+আপওয়ার্ক এ ঘুরা-ঘুরি করেও কোনো কাজের অর্ডার পাই নাই 😥
নিচের ফাইবার এবং আপওয়ার্ক অ্যাকাউন্ট প্রোফাইলগুলো দেখলে বুঝতে পারবেন।
সেপ্টেম্বর ২০১৫তে নতুন একটি সাইট রান করি এবং ৩ মাস কাজ করে সাইটকে গুগলে র্যাঙ্ক করানোর পর কিছু $$ এর মুখ দেখি 😀 কারণবশত ওয়েবসাইটটি নিজ হাতে ডিলিট করে দেই 😕
https://web.facebook.com/amirhossain123/posts/626322054177333
শুরু হয় নতুন টপিক্স নিয়ে কাজ করার চেষ্টা .. ➡
অক্টোবর ২০১৫তে নতুন সাইট রান করি (টারগেট গুগল অ্যাডসেন্স)। অ্যাকাউন্ট পেতে অনেক ঝামেলা মনে হচ্ছিল যার জন্য অ্যাডসেন্স আল্টারনেটিভ কম্পানীর অ্যাডস + নতুন সাইট এ কাজ করে আবারও কয়েকটি মাস সময় অপচয় হলো। দীর্ঘ ৮ মাস পর জুন ২০১৬তে গুগোল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পেয়েছি 😀
অ্যাকাউন্ট পাওয়ার পর মনোযোগ দিয়ে কাজ করতে থাকি। এবার নিয়ে আমার ৩য় বারের মতো টাকা উঠানো হবে। এতোদিন বাংলাদেশী ভিজিটরকে টারগেট করে কাজ করেছি যার ফলে $$ কম পেলেও কিছু বুঝতে পেরেছি 😎
অনলাইনে পরিচিতি অনেক বাঙ্গালী ভাইয়েরা মাসে হাজার হাজার ডলার আর্নিং করতেছেন। এটা তাদের কাছে কিছুই না 😛 😀
এই মাস শেষে আমার Dream Project এ কাজ শুরু করতে যাচ্ছি 😎 আপনারা সবাই আমার জন্য দুআ করবেন।
এর আগে ইনকামের চিন্তা করলে সফল হওয়ার চান্স খুবই কম 😛
আমি আমির হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Good journey bro.