আচ্ছালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন,
আমরা অনেকে অনলাইনে ইনকাম করতে চাই কিন্তু কিভাবে শুরু করবো সেটাই জানিনা।
আশা করছি আজকের এর টিউন এর মাধ্যমে আপনাদের ইনকাম এর বেপার ধারণা হবে।
১। কোন বিষয় এর উপর আপনি বেশি জানেন।
২। কোন কোন কাজ আপনার ধাঁরা হবে।
৩। কোন কোন মার্কেটপ্লেস পেমেন্ট দেয়।
৪। বেসিক কোন কাজ গুলা দিয়ে কাজ শুরু করা যায়।
৫। কতো দিন ধরে কাজ শিখতে হবে। ইত্যাদি
উপরের সব কটি বিষয় এর উপরে বেসিক ধারণা থাকা জরুরী।
তার চেয়েও জরুরী আপনাকে দিয়ে কি কাজ হবে।
আসুন আজকে একটি বেসিক থেকে আডভান্স কিভাবে হবেন তার ধারণা দিবো।
টি-স্প্রিং একটি কাস্টম টি-শার্ট প্লাটফর্ম এখানে বেসিক থেকে কাজ শুরু করতে পারবেন,
এখানে কাজ করতে আপনার কোন কিছুর ধারণা না থাকলেও হবে,
এই মার্কেট এ আপনি ফ্রী তে কাজ করে মাসে লাখ টাকাও ইনকাম করতে পারবেন,
আর এই কোম্পানি বিশ্বস্ত কারন এতি মধ্যে অনেকে এই কোম্পানি থেকে অনেক টাকা ইনকাম করছেন এবং করছে।
টি-স্প্রিং এ আমি গত ২ বছর যাবত কাজ করছি আর এখান থেকে আলহামদুলিল্লাহ্ আমি অনেক টাকা ইনকাম করছি,
আমার ইনকাম এর প্রমান দেখতে এই চ্যানেল এর ভিডিও গুলা এবং আমার টাকা তোলার ভিডিও গুলা দেখুন।
চ্যানেল লিংক ঃ https://youtu.be/4JZ5AXQ7dUM?list=PLR2gUvy9e8r86aC1GDpRr0_-dAU_jAzu6
সব ভিডিও গুলা দেখলেই বুজতে পারবেন আমি কতো টাকা মাসে ইনকাম করছি।
আমাদের দেশ এ অনেক বেকার লোক আছে সবাই যদি কিছুনা কিছু করি তাহলে আর আমাদের বেকার সমাজ থাকবে না।
এখন জানবো এখানে কিভাবে কাজ করতে হবে ঃ
১। প্রথমে আপনাকে আমার (Teespring A To Z) ভিডিও তে দেখতে হবে,
পুরো ভিডিওটা দেখার পর সেই ভিডিওর ডিসক্রিপশন থেকে লিংক এ ক্লিক করে অ্যাকাউন্ট করতে হবে।
২। তারপর আপনি চাইলে টি-স্প্রিং এর ডিফল্ট এডিটর দিয়ে ডিজাইন করতে পারেন এবং চাইলে illustrator অথবা Photoshop দিয়ে ডিজাইন করে সাবমিট করতে পারেন।
৩।আপনার একটা ডিজাইন আপনি চাইলে হুডি/ফুল হাতা এবং ভি গলা তে ব্যবহার করতে পারবেন, তারপর কালার সিলেক্ট করুন মনে রাখবেন পপুলার কালার হচ্ছে ব্ল্যাক/নেভি বুলু/রয়েল বুলু/রেড ইত্যাদি।
৪। তারপর আপনাকে টাইটেল/ডিসক্রিপশন/ট্যাগ দিতে হবে, মনে রাখবেন ফ্রী তে সেল এর জন্য টাইটেল/ডিসক্রিপশন/ট্যাগ গুরুত্বপূর্ণ।
৪। তারপর ক্যাম্পেইন এর ডেট ফ্রী এর জন্য সর্ব উচ্চ ৫ দিন রাখবেন, আমার মতে এটাই বেস্ট।
৫। তারপর ক্যাম্পেইন পাবলিশ করে দিবেন, এর পর সুদু ফ্রী ইউএস মার্কেটপ্লেসে শেয়ার করবেন, যেমন ঃ পিনটারেস্ট/টুইটার/গুগল প্লাস/ ইত্যাদি।
এই পুরো বেপার টা ভিডিও দেখে করতে চাইলে এই ভিডিও টা দেখুন ঃ https://youtu.be/4JZ5AXQ7dUM
ফেসবুক এ আমি ঃ আবদুল হান্নান
Teespring সম্পর্কে কোন প্রশ্ন থাকলে করতে পারেন আমাদের গ্রপ এ,
গ্রপ লিঙ্ক ঃ Bangladesh Digital Marketers
Teespring এর বাংলা ভিডিও টিউটোরিয়াল দেখতে,
ক্লিক করুন এখানে ঃ Bangladesh Digital Marketers
ধন্যবাদ সবাই ভালো থাকবেন।
আল্লাহ্ হাফেজ।
আমি আবদুল হান্নান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি সব সময় চেষ্টা করি ভাল কিছু শিখার এবং সেটা সবার মাজে ছরিয়ে দেয়ার , আমি মরার আগ পর্যন্ত এই কাজ অব্যাহত থাকবে , আমার জন্য সবাই দোয়া করবেন প্লীজ ।