NFP তে কিভাবে ট্রেড করবেন এবং আজকের NFP তে মার্কেট সম্ভাব্য কি হতে পারে।

 

সপ্তাহটা ডলারের জন্য বেশ ভালোই কাটলো। মোটামুটি সব মেজর কারেন্সিগুলির বিপরীতেই ডলার বেশ শক্ত অবস্থানেই আছে। আজ শুক্রবার বাংলাদেশ সময় ৬.৩০ মিনিটে NFP রিপোর্ট রিলিজ করা হবে। অন্য সব মেজর কারেন্সির তুলনায় গতকাল সবচেয়ে বেশী খারাপ অবস্থায় ছিল EUR/USD। আমি আমার এক আগের এক আর্টিকেলে বলেছিলাম, সাধারনত মে মাসটা একটু কঠিন সময় পার করে EUR/USD. গত ১০ বছরের হিস্টোরি যদি দেখেন দেখবেন প্রতি বছর মে মাস থেকে নভেম্বের পর্যন্ত eur/usd পরতে থাকে। এই সময়টাতে ডলার কিছুটা শক্তিশালী হয় অন্য মাসের তুলনায়।আমরা দেখলাম ডলারের তেমন সুবিধাজনক রিপোর্ট না আসাতেও ডলার কিন্তু মেজর কারেন্সিগুলির বিপরীতে বেশ গেইন ওই করেছে।

স্পেশালি ইউরো কিন্তু ডলারের বিপরীতে গতকাল পুরোটাই ছিল অসহায় এর মত। এর মধ্যে যদি আজকে NFP যদি ভালো আসে তবে ইউরোর কপালে পুরাই খারাপ আছে। টেকনিক্যালি, ফান্ডামেন্টালি এবং সেন্টিমেন্টালি সব দিক দিয়েই ইউরো পুরোপুরি বিপর্যস্ত হয়ে যাবে বলেই আমার ধারনা। eur/usd যদিও এখন ১.১৪০০ এর উপরেই আছে। কিছু গতকাল মার্কেট মেজর সাপোর্ট ১.১৩৮০ এরিয়া টেস্ট করেছিলো। যদিও একটা প্রশ্ন থেকে যায় nfp ঠিক কতটুকু ভালো আসলে ডলার তার বুলিশ মোড ধরে রাখতে পারবে? যদি একটু পিছনে তাকান দেখবেন যেখানে ডলারের গত কয়েক সপ্তাহে বেশীর ভাগ রিপোর্ট ছিল মিশ্র না হয় খারাপ।রিলিজ হওয়া রিপোর্টগুলির মধ্যে ভালো রিপোর্ট এর পরিমান ছিল খুবই কম। যেহুতু অন্য রিপোর্টগুলি খুব খারাপ ছিল তাই আমার অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে রিপোর্ট যদি 275K এর কাছাকাছি আশে তবে লং টার্মে ডলার বাই মোডে চলে যাবে। আবার এর চেয়ে যদি একটু কম আশে কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারে অর্থাৎ 203K আসলেও ডলার পুরো সুবিধা নিবে বলেই আমার মনে হয়। আবার এই দিক দিয়ে Unemployment Rate টাও যদি একটু কম আশে তাহলে আজকের দিনটা ডলারের জন্য হয়তো হবে সোনায় সোহাগা। যেহুতু এখন মার্কেট ডলারের পক্ষেই আছে তাই ডলার সুবিধাটাও নিবে বেশী আতাই ঠিক।

প্রতি মাসে আমরা শ্রমবাজারে মুলতো ৮টি সূচকের মাদ্ধমে NFP এর ফান্ডামেন্টাল অবস্থা হিসাব করে থাকি।

NFP এই মাসে কেমন আসতে পারে এই মাসে তার পিছনে আগে কিছু যুক্তি দেখে নেই।

NFP ভালো আসার পক্ষে যুক্তি

1. Non-Manufacturing ISM গত ৪ মাসের মধ্যে বৃদ্ধি পেয়েছে। (কর্পোরেট ব্যবস্থাপনা নিয়োগ এর ক্ষেত্রে)

2. Manufacturing ISM গত ৫ মাসের মধ্যে বৃদ্ধি পেয়েছে (কর্পোরেট ব্যবস্থাপনা নিয়োগ এর ক্ষেত্রে)

3. যদি গত ৪ সপ্তাহের Jobless Claims রিপোর্ট দেখলে দেখা যাচ্ছে এদের গড়ে 266K থেকে 258K এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। যেটা অ্যামেরিকার ইতিসাহে গত ৪ দশকের মধ্যে সর্বনিম্ন।

4. ফুল টাইম জবের পাশাপাশি খণ্ড কালীন জব বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।

5. রিপোর্ট অনুযায়ী নভেম্বর ২০০০ সালের পর থেকে অ্যামেরিকানদের মধ্যে উচ্চ বিলাসী চাহিদা দিন দিন কিছুটা কমতেছে। এই জিনিশটা সারা বিশ্বের সব দেশের জন্যই প্রযোজ্য। অর্থনৈতিক মন্দা একটা বড় ফ্যাক্ট।

 

বাকিটুকু-we-freelancer

 

 

Level 0

আমি omor009। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস