আজকে আমরা দেখবো কিভাবে আইডিয়া নেয়া যায়।
যেহেতু আমরা ইউ এস এ এবং ইউরুপে সেল করবো,
সেহেতু আমাদের ইউএস এবং ইউরুপ এর মার্কেট খেয়াল রাখতে হবে,
তারা কেমন টি-শার্ট পরতে পছন্দ করে,
বিভিন্ন অনুষ্ঠানে তারা কেমন টি-শার্ট পরে,
এগুলা সম্পর্কে আইডিয়া নিতে হবে,
যেমন মনে করুন আমাদের দেশ এ যখন ধর্মীও অনুস্থান হয়,
তখন আমরা অনেক শপিং করি,
সেরকম ইউ এ স এ এবং ইউরুপেও হয়,
অদের ধর্মীও অনুষ্ঠানে ওরা অনেক শপিং করে,
আর হে ওরা একে অন্যকে গিফট দেয় বেশি,
সো কখন কি টাইপ অনুষ্ঠান হচ্ছে সেটার দিকে খেয়াল রেখে,
নিজের নিস রিলেটেড ডিজাইন করলেই ভালো সেল হবে।
অন্নের ডিজাইন কপি করা যাবেনা,
তবে সিমিলার ট্রাই করতে পারেন, (অন্য সাইট থেকে)
তবে ১০০% ডিজাইন মিলে গেলে সুদু মাত্র সেই ডিজাইন তা ডিলেট করে দিবে টিস্প্রিং,
অথবা নিজেই তৈরি করতে পারেন নিউ ডিজাইন,
আমি সিমিলার ডিজাইন করেও অনেক সেল পাইছি,
আশা করছি ইতি মধ্যে আমার ইউটিউব চ্যানেল এ সব দেখে ফেলছেন।
এখন আপনাদের কে দেখাবো কিভাবে নিজের নিস রিলেটেড ডিজাইন খুজে পান,
কিছু সাইট এর সাথে পরিচয় করিয়ে দিবো,
এখানে সব চেয়ে বেশি সেল হচ্ছে এমন সব ডিজাইন দেয়া আছে,
আপনি চাইলে এখান থেকে নিজের নিস অনুযায়ী আইডিয়া নিতে পারেন,
এবং এর সিমিলার ডিজাইন ও করতে পারেন,
তবে ১০০% ডিজাইন মিলে গেলে সুদু মাত্র সেই ডিজাইন তা ডিলেট করে দিবে টিস্প্রিং,
নিজের নিস রিলেটেড ডিজাইন খুজে না পেলে সার্চ করুন টিস্প্রিং সার্চ বক্স এ।
ঠিক এরকম ভাবে নিচের সাইট গুলা থেকে ডিজাইন আইডিয়া নিতে পারেন।
আশা করি ডিজাইন আইডিয়া বুজে গেছেন,
এর পরেও না বুজলে টিউমেন্ট করবেন,
আগামি পর্বে দেখবো কিভাবে ডিজাইন করা যায়।
ফেসবুক এ আমি ঃ আবদুল হান্নান
Teespring সম্পর্কে কোন প্রশ্ন থাকলে করতে পারেন আমাদের গ্রপ এ,
গ্রপ লিঙ্ক ঃ Bangladesh Digital Marketers
Teespring এর বাংলা ভিডিও টিউটোরিয়াল দেখতে,
ক্লিক করুন এখানে ঃ Bangladesh Digital Marketers
ধন্যবাদ সবাই ভালো থাকবেন।
আল্লাহ্ হাফেজ।
আমি আবদুল হান্নান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি সব সময় চেষ্টা করি ভাল কিছু শিখার এবং সেটা সবার মাজে ছরিয়ে দেয়ার , আমি মরার আগ পর্যন্ত এই কাজ অব্যাহত থাকবে , আমার জন্য সবাই দোয়া করবেন প্লীজ ।
মোবাইল দিয়ে কি এই কাজ করা সম্ভব