সালাম নিবেন সবাই,
অনেক দিন পর লিখতে বসলাম,
মনের কিছু কথা বলবো বলে আপনাদের কাছে,
মজা করার জন্য আসেনি, আসছি সত্যি কারের কাজের কিছু টিপস নিয়ে,
সো কথা না বারিয়ে কাজের কথায় চলে আসি,
একজন ডিজাইনার অনেক মার্কেটপ্লেস এ কাজ করে,
আর সব কাজই বায়ারদের জন্য, কিন্তু কক্ষনো ভেবে/খুজে দেখছেন কি?
আমাদের এই ডিজাইন নিয়ে বায়াররা কি করে ?
তারা আমাদের কে সামান্য একটা পারিশ্রমিক দিয়ে, এই ডিজাইন দিয়ে হাজার হাজার টাকা ইনকাম করে,
অথবা তাদের কম্পানির জন্য ব্যবহার করে।
আসলে আমরা কখনো রিসার্চ করতে চাইনা, যত টুকু কাজ শিখছি তাতেই সীমাবদ্ধ থাকতে চাই,
আমাদের জন্য অনেক ভালো ভালো সুযোগ রয়েছে যেটা আমরা কাজে লাগাতে পারি,
যেখান থেকে আপনি ইনকাম করতে পারেন এতো টাকা যা কল্পনাও করতে পারবেন না ফ্রী/পেইড দুই ভাবেই ।
কিভাবে ইনকাম করবেন সেটা জানতে পারবেন চাকরিজীবী পার্ট এর পরে।
আসলে বর্তমানে কাজের এমন হাল যে এই কাজ করে সংসার চালানো অনেক কষ্ট,
একজন চাকরিজীবী ভাই সকাল ৮ টায় যায় আর বিকেল ৫ টায় ফিরে আবার কেউ কেউ ৮ টায় যায় রাত ৮ টায় ফিরে ,
যাই হোক এই ৯ থেকে ১০ ঘণ্টা কাজ করে আপনাকে বেতন দেয় ৫০ হাজার অথবা তারও কম,
কিন্তু আমরা চাইলে চাকরীর পাশাপাশি এমন কিছু করতে পারি যেটাতে এক্সট্রা কিছু ইনকাম আসে প্রতি মাসে,
অনেকে খুজতে থাকে আবার অনেকে খুজে পেলেও কাজটা ঠিক মতো করতে পারে না,
কারন ৫০ হাজার টাকা ইনকাম এর জন্য সে দীর্ঘ ১৬ বছর পড়াশোনা করছেন,
কিন্তু অনলাইনে কাজ করতে এসে এক মাসেই ইনকাম চাচ্ছে,
আর যখন এক মাসে ইনকাম পাচ্ছে না তখন হোঁচট খাচ্ছে।
অনলাইনে যেকোনো কাজ শিখতে কম পক্ষে ৬ মাস থেকে ১ বছর সময় দেয়া উচিৎ,
তারপরও আমি বলতে পারি আজ যেই ইনকাম টার কথা বলবো সেটাতে ঠিক মতো কাজ করতে পারলে,
মাসে কম হলেও ২০ হাজার টাকা ইনকাম করতে পারবেন,
আর শিখতেও বেশি দিন লাগবে না, এক মাস এ ও ইনকাম করতে পারবেন যদি আপনি ঠিক পথে আগান।
টি-স্প্রিং একটা কাস্টম ডিজাইন টি-শার্ট প্লাটফর্ম যেখানে খুব সহজে ডিজাইন সাবমিট করে ফ্রী তে সেল পেতে পারেন,
চাইলে আপনি পেইড মার্কেটিং ও করতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে ফেসবুক এ এড এর মাধ্যমে পেইড করতে হবে,
এই মার্কেট এর একজন সাকসেস মার্কেটার এর কথা যদি আপনাদের দেখাই ঃ
আমি ফয়জুর সৌরভ ঃ আমি আবদুল হান্নান এর কাছে কিছু মাস আগে এই কাজের এর কথা শুনি,
তারপর আমার খুব ভালো লাগে এবং অ্যাকাউন্ট করে প্রথমেই পেইড মার্কেটিং এ চলে যাই,
তখন আমি খুব ভালো মার্কেটিং বুজতাম না, যাই হোক ১২০ ডলার ফেসবুক এ এড দিয়ে ১৫০ পাইছি,
তারপর কিছু দিন বেস্ততার কারনে কাজ করতে পারিনি, তিন মাস আগ থেকে কাজ শুরু করি, আর আল্লহর রহমতে গত তিন মাসে আমি এক লাখ এর উপরে ইনকাম করছি ফ্রী তে, সুদু ডিজাইন করতাম আর ডিজাইন শেয়ার করতাম পিনটারেস্ট এ, আমার গায়ে যেই হুডি টা দেখছেন এটাও আমার ডিজাইন,
আর এই ডিজাইন থেকে ইনকাম করছি প্রায় $১৫০ ডলার, আসলে যখন আমি আবদুল হান্নান এর কাছে এই মার্কেট সম্পর্কে জানি তখন থেকেই যদি আমি কাজ করতাম তাহলে এখন আমি অনেক টাকার মালিক হতাম, আর এখন আমি বাড়ি থেকে টাকা আনা বন্দ করে দিছি কারণ আল্লাহ্র রহমতে আমার যা আসে তাতেই আমার ভার্সিটি খরচ, থাকা, খাওয়া সব হয়ে যায়,
আপনাদের জন্য আমার টিপস হচ্ছে মন দিয়ে কাজ করে যান আর ইনকাম এর কথা ভাববেন না,
দেখবেন একদিন ঠিকই সাকসেস হবেন।
ভালো থাকবেন,
আল্লাহ্ হাফেজ।
আমরা সাকসেস মার্কেটার এর কথা দেখে ফেললাম,
আসলে এরা অনেক চালাক সাকসেস স্টোরি শেয়ার করতে চায়না,
অনেক রিকোস্ট এর বিনিময়ে এই টুকু পেলাম।
যাই হোক আমার সাকসেস স্টোরি ও দেয়া আছে ইউটিউব চ্যানেল এ,
কষ্ট করে দেখে নিবেন, ভিডিও লিংক ঃ https://youtu.be/sslnPmYVYUc
অনেক বক বক করলাম কিন্তু কিভাবে ইনকাম করবেন সেটাই বললাম না,
কিভাবে ইনকাম করবেন তার জন্য একটা ভিডিওই যথেষ্ট,
তারপর ও আপনার জন্য একটা প্লে লিস্ট দিলাম,
ইউটিউব বাংলা প্লে লিস্ট ঃ https://www.youtube.com/playlist?list=PLR2gUvy9e8r86aC1GDpRr0_-dAU_jAzu6
আশা করছি সবাই ভিডিও গুলা দেখে তাদের সাকসেস স্টোরি আমাদের কাছে শেয়ার করবেন,
এর পর ও না বুজে থাকলে অথবা কোন প্রশ্ন থাকলে করতে পারেন techtunes এ অথবা আমাকে সরাসরি।
ফেসবুক এ আমি ঃ আবদুল হান্নান
Teespring সম্পর্কে কোন প্রশ্ন থাকলে করতে পারেন আমাদের গ্রপ এ,
গ্রপ লিঙ্ক ঃ Bangladesh Digital Marketers
Teespring এর বাংলা ভিডিও টিউটোরিয়াল দেখতে,
ক্লিক করুন এখানে ঃ Bangladesh Digital Marketers
ধন্যবাদ সবাই ভালো থাকবেন।
আল্লাহ্ হাফেজ।
আমি আবদুল হান্নান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি সব সময় চেষ্টা করি ভাল কিছু শিখার এবং সেটা সবার মাজে ছরিয়ে দেয়ার , আমি মরার আগ পর্যন্ত এই কাজ অব্যাহত থাকবে , আমার জন্য সবাই দোয়া করবেন প্লীজ ।