অনেকদিন পরে লিখতে বসলাম এখন থেকে আশা করি নিয়মিত লিখবো।আশা করি আপনারা সকলে ভালো আছেন।তাহলে শুরু করা যাক আজকের পর্ব। আজকে আমি আপনাদের একটা PTC সাইট হতে Bitcoin Eran করা দেখাবো।এমন আর অনেক সাইট আছে। যা আমি পর্বে পর্বে দেখাবো।
প্রথমে যা যা লাগবেঃ
১ম লিঙ্ক এ যায়ে সাইন আপ করলে আপনি এখান থেকে বিট কয়েন আয় করতে পারবেন।বুঝতে সমস্যা হলে নিচের পিক টা দেখেন।
উপরের পিক দেখে সাইন আপ কররুন।
উপরের পিক টা দেখেন।
এভাবে অ্যাডস দেখবেন।
আরও বিস্তারিত জানতে নিচের ভিডিও টা দেখেন।
আমি শফিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই এই সাইট ১০০% ভুয়া কারন,আমার পেমেন্ট ১মাসের উপরে হইছে প্রাই, মাগার পেমেন্ট দিলোনা। অথচ বলা আছে ইন্সটেন্ট পেমেন্ট দেয়ার কথা।