আমরা যারা অনলাইনে ইনকাম করতে চাই তাদের ম্যাক্সিমাম মনে হয় PTC সাইট দিয়ে অনলাইন ইনকাম করা র চেষ্টা করি, কারণ এটা আমাদের কাছে তুলনা মূলক ভাবে সহজ মনে হয়। ভাই অনলাইনে বিভিন্ন উপায় আছে ইনকামের আপনি PTC এর শুধু কয়েক সেন্ট নয় হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। এর জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে প্রথমে আপনি নির্দিষ্ট একটা কাজ ভালভাবে শিখুন তারপর ইনকামের পিছনে ছুটুন। ভাই কাজ পাড়লে আপনাকে ডলার এর পিছনে ছুটতে হবে না ডলার আপনার পিছনে ছুটবে। বাট কাজ না পাড়লে আপনি সারা জীবন ডলার এর পিছনে ছুটবেন, কিন্তু ফল হবে শূন্য। এই গুলা বল লাম এই জন্য আপনি যদি পিটিসি সাইট এ কাজ করে ইনকাম করতে চান তাহলে দিন শেষে রেজালট হবে শূন্য। তাই প্রথমে যে কোন একটা কাজ শিখুন এবং পাশাপাশি যদি আপনার নেট খরচ তোলার জন্যে কিছু করতে চান তাহলে আমি সাজেসট করব আপনি লাইকস প্ল্যানেট এবং মাইক্রোওয়ার্কাস এ কাজ করতে পারেন। কিন্তু ভুলেও পিটিসি সাইটে কাজ করে নিজের মুল্যবান সময় নষ্ট করবেন না। যতই ১০ -২০ ডলার এর ইনকাম এর কথা বলা হোক বা পেমেন্ট প্রুফ দেখানো হোক।
লাইকস প্ল্যানেট কি করতে হয় ?
এখানে আপনি FB লাইক ইউটিউব ভিডিও লাইক,সাবস্ক্রাইব,শেয়ার, এছাড়া অনন্যা সোশ্যাল মিডিয়া এর টিউন শেয়ার, লাইক্ দেয়ার মাধ্যমে ডলার ইনকাম করতে পারবেন এবং তা পেইজা এর মাধ্যমে বাংলাদেশ থেকে উত্তোলন করতে পারবেন। আপনি যদি কিছু না পারেন তারপরও এই সাইট এর কাজ করতে পারবেন।
এখন আসি মাইক্রোওয়ার্কাস কি করতে হবে?
মাইক্রোওয়ার্কাস একটু এডভান্স লেভেল এর কাজ। এখানে ক্লাইনট এর অর্ডার অনুসারে কাজ করতে হবে আপনাকে, একটু ট্রাই করলেই পারবেন। এছাড়া মাইক্রোওয়ার্কাস রিলেটেড অনেক পোষট আছে সেগুলা দেখলেই বু্ঝতে পারবেন কি করতে হবে।
আর আপনি যদি এতটাই নতুন হন যে লাইকস প্ল্যানেট বা মাইক্রোওয়ার্কাস কিভাবে কাজ করতে হয় তা পারেন না অথবা অন্য কোন হেল্প প্রয়জন তবে আমাকে
FB তে নক করতে পারেন আমি আপনাকে ফ্রীতে video tutorial দিয়ে দেব এর জন্য কোন পেমেন্ট লাগবে না।
হাতে সময় থাকলে ঘোরে আসতে পারেন আমার ই বুক শেয়ারিং সাইট। মনে রাখবেন অবস রে আমদের শ্রেষ্ঠ বন্ধু হল বই।
আজ এ পর্যন্ত, ওহ আরেকটি কথা আমি বাংলা ভাল লিখতে পারিনা,তাই আমার লেখার ভুলগুলো ক্ষমা সুন্দর মন দিয়ে দেখবেন প্লিজ,সবাই ভাল থাকবেন ধন্যবাদ।
আমি Bilas Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
There is nothing to say anything about me. I am very interested in internet technology and blogging and a new blogger my e book sharing blog site www.banglaebook4u.blogspot.com . At present i am student of DU of Economics department.
টিউনটি নতুনদের জন্য বলা হলেও বিস্তারিত বিবরন নেই। কেউ প্রযোজন মনে করলে এই লিংকে সাইন আপ করে কাজ করে দেখতে পারেন