ফেসবুক, টুইটার, গুগল+ ব্যবহার করে আয় করুন খুব সহজে। দিনে অন্তত ১০০ টাকা আয় করুন।

সালাম নিবেন। আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি।

আপনি কি ফেসবুক, টুইটার, গুগল ব্যবহার করেন? যদি করে থাকেন তবে আপনিও নিশ্চই আয় করতে পারবেন খুব সহজে।
চলুন আসল কথায় আসা যাক। আজ তাহলে দেখাবো কিভাবে ফেসবুক, টুইটার, গুগল ব্যবহার করে সহজে আয় করা যায়।

প্রথমে আপনাকে কিছু নিয়ম জেনে রাখতে হবে। এবং সেগুলো সাবধানতার সাথে করতে হবে।
১) প্রথমে আপনার ফোন বা পিসি তে মোজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম ইনস্টল করতে হবে।
২) যে ব্রাউজার টি ইনস্টল করছেন সেটিতে ফেসবুক, টুইটার, গুগল লগইন করে রাখুন।
৩) কোন প্রকার ফেক একাউন্ট গ্রহনযোগ্য হবে না। মানে যে একাউন্ট গুলোতে ফ্রেন্ড কম, সব তথ্য দেওয়া নেই বা ইমেইল বা ফোন ভেরিফিকেশন করা নেই এমন একাউন্ট দিয়ে হবে। সম্পুর্ন আপডেট প্রোফাইল থাকতে হবে।
৪) মনে রাখবেন ১ টা ফোন বা ১ টা পিসিতে কিন্তু ১ টাই একাউন্ট খুলতে পারবেন। তাই সাবধানতার সাথে কাজ করতে হবে।

তো আর দেরি না করে চলুন শুরু করা যাক কিভাবে আয় করা সম্ভব।

প্রথমে আপনাকে একটা একাউন্ট খুলতে হবে। লিংক টা আমি এখানে শেয়ার করতে পারছিনা। লিংকটি টিউটোরিয়াল টিউনে দেওয়া আছে। আপনি কিন্তু এটাকে স্পাম মনে করবেন না। যাই হোক লিংকে গিয়ে Create an account এ ক্লিক করুন। সব তথ্য দিয়ে একটা একাউন্ট খুলুন। মনে রাখবেন আপনি যে Username টা দিচ্ছেন সেটা এবং Password দিয়ে লগইন করতে হবে। তাই এগুলো ভুললে চলবেনা।
একাউন্ট খোলার পর Email থেকে একাউন্ট টা ভেরিফিকেশন করুন। ভেরিফিকেশন করার পর আবার সেই সাইটে আসুন। তারপর Login করা থাকলে ভালো না হলে লগইন করে নিন। তারপর দেখবেন পরপর
Facebook
Twitter
Google
এমন দেওয়া আছে এবং পাশে লেখা আছে Connect ওখানে প্রত্যকটায় ক্লিক করে সব কয়টি কানেক্ট করুন। কানেক্ট করার পর দেখবেন কিছু পেজ আসবে সাথে লেখা থাকবে পেজে লাইক দিলে কত কয়েন পাবেন। পেজ এর উপর ক্লিক করলে নতুন একটা উইন্ডো ওপেন হবে। একটু অপেক্ষা করুন। পেজ আসলে লাইক দিয়ে উইন্ডো টি কেটে/ক্লোজ করে দিন। তারপর আবার আগের মতো করুন। দেখবেন আপনার একাউন্টে কয়েন যুক্ত হইছে আর কত কয়েন এ কত EUR পাচ্ছেন সেটাও দেখাবে। 1 EUR = 150 taka এর মতো। সঠিক জানা নেই। যাই হোক ২০০ কয়েন সংগ্রহ করতে পারলে পাবেন 1 EUR। কিন্তু মনে রাখবেন আপনাকে সামন্য কিছু সংখ্যক পেজ দেওয়া হবে একদিনে। সেগুলো লাইক করা হয়ে গেলে ঐ দিনে আর কোন পেজ পাবেন না লাইক দেওয়ার জন্য। লিমিট সিস্টেমে কাজ করতে হবে আপনাকে। আপনাকে সময় বলে দেবে কত সময়য় পার আবার পেজ পাবেন।

এভাবে খুব সহজে আপনি টাকা ইনকাম করতে পারবেন। ১৫ ইউরো হয়ে গেলে আপনি পেপাল এর মাধ্যমে টাকা উঠাতে পারবেন। পেপাল সবার নেই জানি। তার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। চিন্তা করবেন না ফ্রি তে করে দেওয়ার চেষ্টা করবো। আমাকে ফেসবুকে পাবেন Mahmudul Hasan Manik

টিউটোরিয়াল লিংকঃ
টিউনি যদি বুঝতে সমস্যা হয় তবে আমার সাইট থেকে টিউটোরিয়াল সহ দেখতে পারেন। কোন রকম সমস্যা হলে জানাতে পারেন ইনশাল্লাহ সাহায্য করার চেষ্টা করবো।

Level 0

আমি মাহমুদুল হাসান মানিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনার মতামত প্রকাশের জন্য। কিন্তু এমন ধরনের সাইট থেকে কাজ করা একটু কষ্টকর

vai,site approval lagbe na??approval er jonno minimum requirement ki?

    আপনার কথাটা ঠিক বুঝতে পারিনি। কিছু বাংলা কিছু ইংরেজি বাদ দিয়ে যদি যেকোন একটি ভাষা ব্যবহার করতেন তবে খুশি হতাম ভাইয়া।

vai…resister korte giye bollo j confarmatio link nki amar email id te pathiye6e…bt amar email check korlam bt kono confarmation link aaseni…ami r new accnt o khule pr6i na…vai ektu help korben…jodi aaro emon like kore taka uparjoner kono site apni janen tahole amake ektu bolben……

    আমি আগেই পোস্টে সংকেত দিয়েছিলাম যে একাউন্ট কিন্তু একটাই খোলা যাবে একটা IP দিয়ে। যাই হোক
    আপনি আর একাউন্ট করতে পারবেন না। আরো তথ্য দিয়ে পরবর্তীতে সাহায্য করার চেষ্টা করবো। ততক্ষনে আমার সাথে ফেসবুকে যুক্ত হোন- m.facebook.com/mhmanik02