আজকে আমরা শিখবো।
নিস হল কোন নির্দিষ্ট বিষয়, যেখানে শুধু মাত্র ঐ নির্দিষ্ট বিষয় নিয়েই আলোচনা করা হয়।
যেমন “Nurse“ একটি নিস; যেখানে শুধু মাত্র Nurse নিয়েই ডিজাইন করা হবে। এবং ঐ Nurse নিস থেকে বিভিন্ন মডেলের Nurse টি-শার্ট এর ডিজাইন করা হয়।
অনেকের কাছ থেকে আমার কাছে একটা কমন প্রশ্ন আসে- “ভাইয়া আমি কোন বিষয়ের উপর নিস সিলেক্ট করবো”? এই প্রশ্নটা যদি আপনার মনেও থেকে থাকে, তাহলে এই সেশনটা মনোযোগ দিয়ে পড়ুন।
নিস খুঁজা খুব কঠিন কাজ নয়, সুতরাং ভয় পাবেন না। নিস খুজতে সুধু একটু অভিজ্ঞতার প্রয়োজন, অভিজ্ঞ মার্কেটার খুব সহজেই নিস খুঁজে পায়। আমি ধরে নিব আপনি একজন অনভিজ্ঞ ব্যক্তি, সুতরাং আপনাকে একটু বুদ্ধি খাটিয়ে নিস নিস খুঁজে বের করতে হবে।
নিচের ছবিটা ভালো করে লক্ষ্য করুন, দেখুন রেড করা আছে,
এগুলা হচ্ছে পপুলার ক্যাটাগরি এগুলাই হচ্ছে স্পেসিফিক নিস,
আপনি চাইলে এগুলাকে আরও স্পেসিফিক করতে পারেন,
যেমন কিছুক্ষণ আগে “Nurse“ নিস নিয়ে আলাপ করছিলাম,
আপনি চাইলে এই “Nurse“ কে আরও স্পেসিফিক করতে পারেন,
যেমন “Registered Nurse“।
হা নিস সিলেক্ট করা গুরুত্বপূর্ণ,
কারন আপনি সব ধরণের টি-শার্ট করতে আপনার অনেক সময় নষ্ট হবে,
আর তা ছাড়া যে কিনবে সে ও ধিদায় পরে যাবে,
সো আপনাকে যেকোনো একটা নিস নিয়েই কাজ করতে হবে।
আশা করছি এই পর্বে আপনাদের নিস সিলেক্ট করা হয়ে গেছে।
আগামি পর্বে দেখবো কিভাবে ডিজাইন আইডিয়া পাওয়া যায়।
ফেসবুক এ আমি ঃ আবদুল হান্নান
Teespring সম্পর্কে কোন প্রশ্ন থাকলে করতে পারেন আমাদের গ্রপ এ,
গ্রপ লিঙ্ক ঃ Bangladesh Digital Marketers
Teespring এর বাংলা ভিডিও টিউটোরিয়াল দেখতে,
ক্লিক করুন এখানে ঃ Bangladesh Digital Marketers
ধন্যবাদ সবাই ভালো থাকবেন।
আল্লাহ্ হাফেজ।
আমি আবদুল হান্নান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি সব সময় চেষ্টা করি ভাল কিছু শিখার এবং সেটা সবার মাজে ছরিয়ে দেয়ার , আমি মরার আগ পর্যন্ত এই কাজ অব্যাহত থাকবে , আমার জন্য সবাই দোয়া করবেন প্লীজ ।
Bro,,Amader kaj ki sudhu design ee kora __!!! Banano & Sell er kaj Teespring er _??? Janale khushi Hotam/….