যারা এসইও কোর্স করেছেন এখন কাজের অভিজ্ঞতা অর্জন করতে চাচ্ছেন, তাদের জন্য আজকে এসইও একটা প্রজেক্ট দিয়ে দিলাম। এসইওতে যা শিখেছেন, সেটার প্রায়োগিক অভিজ্ঞতা যেমন হবে তেমনি ইনকামের পথও খুজে পাবেন এ পর্বটিতে।
আগের পর্ব:
পর্ব ১: গ্রাফিক ডিজাইনকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়ার পক্ষে যুক্তি
পর্ব ২: এসইও কে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়ার পক্ষে যুক্তি পর্ব
পর্ব ৩: ওয়েবডিজাইনকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়ার পক্ষে যুক্তি
পর্ব ৪: ফ্রিল্যা্ন্সিং বিষয়ে কিভাবে দক্ষ হবেন?
এসইও কাজ শিখেছেন। এখন প্র্যাকটিস করেন। পুরো একটি প্রজেক্ট পরিকল্পনা করে দিলাম।
কাজের প্রাকটিস হবে, ইনকামও হবে। যা শিখেছেন, সেগুলো প্রাকটিস করতে গিয়ে অনেক দুর্বলতা কেটে যাবে।
মুল থিম: ওয়েব অ্যাফিলিয়েশন সম্পর্কিত ব্লগিং
মূল অর্জন: ব্লগিং, গুগলে র্যাংকিং, মার্কেটিং, ব্রান্ডিং
ইনকাম: ওয়েব হোস্টিং কোম্পানীর অ্যাফিলিয়েশন লিংক হতে ইনকাম।
♦হোস্টগেটরের অ্যাফিলিয়েশনের জন্য অ্যাকাউন্ট করার লিংক: https://www.hostgator.com/affiliates
বাকি হোস্টিং কোম্পানীগুলোতে অ্যাকা্উন্ট করার জন্য লিংক নিজে খুজে বের করুন।
মাসে ১-৫টি সাইনআপ: ৫০ডলার/ সাইনআপ
মাসে ৬-১০টি সাইনআপ: ৭৫ডলার/ সাইনআপ
মাসে ১১-২০টি সাইনআপ: ১০০ডলার/ সাইনআপ
মাসে ২১+: ১২৫ ডলার/ সাইনআপ
♦ ♦হোস্টিং অ্যাফিলিয়েশনের এসইও করার পুরো প্লানিংটি ডাউনলোড করুন:
http://www.mediafire.com/view/v47hdreb1b04rwb/seo_project_ekram.pdf
(এটি শুধুমাত্র যারা নতুন এসইও শিখেছেন কিন্তু এখনও কোন কিছুই করেননি, তাদের উপযোগী করে প্রাকটিস করার মত করে তৈরি করা হয়েছে। যারা এসইও জানেন না, তারা এটি দেখে কিছু করতে পারবেননা।)
♦পুরো কাজ করার সময় প্রতিদিন কাজের আপডেট জমা দিন নিচের ফেসবুক গ্রুপে:
https://www.facebook.com/groups/seo.ekram/
বিশেষ দ্রষ্টব্য: কোর্স করা মানে পথ ঘাট চেনা শুরু। কিন্তু প্রকৃতপক্ষে বাস্তব কাজের মাধ্যমেই দক্ষতা অর্জন করতে হয়। দক্ষতা অর্জনের আগে টাকার পিছনে দৌড়ালে টাকা আসবেনা। দক্ষতা অর্জনের পর টাকা আপনার পিছনে দৌড়াবে। তাই দক্ষতা অর্জনের জন্য ২টা মাস সময় দিন।
আমাকে কাজের আপডেট জানাতে পারেন। আমার ফেসবুক পেজ: https://www.facebook.com/ekram07
আমি মোঃ ইকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 102 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজেকে অনলাইন ব্রান্ড এক্সপার্ট হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করলেও গ্রাফিকস, ওয়েবডিজাইন এবং অ্যানিমেশন বিষয়েও প্রচুর কাজের অভিজ্ঞতা রয়েছে। লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি। ব্লগিংটা নেশার কারনে করি। নিজের ব্লগের লিংকঃ http://genesisblogs.com/