ট্রেনিং সেন্টারে না গিয়েও ফ্রিল্যান্সার হবেন আজ থেকে

কেউ ট্রেনিং সেন্টারে না গেলে ফ্রিল্যান্সার হতে পারবেন না, এ একটা ধারণা সমাজে তৈরি হয়ে গেছে। অনেক বড় বড় ফ্রিল্যান্সার আছেন, যারা শুধু মাত্র অনলাইনের রিসোর্স দেখেই ভাল সফল হচ্ছেন। আমরা দিনে দিনে পরনির্ভরশীল হয়ে পড়ছি, এজন্য নিজে নিজে শিখার জন্য অনলাইন হতে কষ্ট করে কিছু খুজে বের করিনা।সেজন্য আমি কিছু খুজে লিস্ট করে দিলাম। এটা দেখেই শিখেন। কোথাও যাওয়ার দরকার হবে। সফল অবশ্যই হবেন। ঢাকার বাইরে দেখে শিখতে পারছেননা, এ আফসোস করতে হবেনা। দুনিয়ার যেকোন প্রান্ত থেকেই ইন্টারনেট কানেকশনের মাধ্যমেই শিখতে পারবেন। এগুলোর বাইরে গুগল এবং ইউটিউব সার্চ করেও অনেক কিছু শিখা সম্ভব।

১) আমার এসইও এবং আ্উটসোর্সিং সম্পর্কিত ক্লাশের ভিডিওগুলোর লিংক:

https://www.youtube.com/channel/UC6BoNu-HyGcYvS-6qE9DYQw

 আমার সকল লেখাগুলোর লিংক: https://www.techtunes.io/tuner/ekram-cit

২) হাবীবুর রহমান দীপুর তৈরি ইমেইল মার্কেটিংয়ের উপর পুর্ণাংগ সিরিজ টিউটোরিয়াল রয়েছে। আটিকেল লিংক এবং ভিডিও লিংক: http://genesisblogs.com/author/tutodipu

৩) এসইও শিখার জন্য প্রয়োজনীয় রিসোর্সকে সিলেবাস অনুযায়ি ধারাবাহিকভাবে তৈরি করেছি। সেটি দেখেও শিখার জন্য যথেষ্ট:

এসইও রিসোর্স

৪) অ্যাডসেন্স এবং ব্লগিং বিষয় নিয়ে Onnorokom Manush ভালো একটা পূর্ণাংগ গাইডলাইন লিখেছেন: http://genesisblogs.com/tutorial-2/18602

ঘরে বসেই শিখার মত অনেক ফেসবুক গ্রুপ রয়েছে, যেখানে নিয়মিত থাকলে যেকোন ট্রেনিং সেন্টারে গিয়ে শিখলে যা শিখবেন, তার চাইতেও ভাল কিছু শিখা সম্ভব।

1) অ্যামাজন অ্যাফিলিয়েশন শিখার গ্রুপ:https://www.facebook.com/groups/AmazonAffiliateBangladesh

2) ই্উটিউব মার্কেটিং শিখার গ্রুপ: https://www.facebook.com/groups/BangladeshYouTubeMarketers

3) অ্যাডসেন্স শিখার গ্রুপ:https://www.facebook.com/groups/AdsenseDomainParking/

4) সোশ্যালমিডিয়া মার্কেটিং শিখার গ্রুপ:https://www.facebook.com/groups/SocialMediaBangladesh/

5) গ্রাফিক ডিজাইন শিখার গ্রুপ:https://www.facebook.com/groups/beside.designer/

তাছাড়া আমার পার্সোনাল পেজ থেকেও প্রতিনিয়ত শিখাচ্ছি বিভিন্ন কিছু। এ মুহুর্তে চলছে, টিসপ্রিংয়ের মাধ্যমে অনলাইনে ইনকামের ক্লাশ।

আমার পার্সোনাল পেজ: https://www.facebook.com/ekram07/

এ গ্রুপগুলো থেকে শিখতে পারেন।

এরপর অনেক সময় অভিজ্ঞ কারও কাছ থেকে দ্রুত শিখার জন্য অনেকেই হয়ত ট্রেনিং সেন্টারে যেয়ে থাকে। কিন্তু ট্রেনিং সেন্টারে যেতেই হবে, না গেলে কিছু শিখা যাবেনা, এ মানুষিকতা সবার পরিবর্তনের জন্য সবা্র গাইডলাইন প্রস্তুত করে দিলাম। কেউ আরো কিছু রিসোর্স যোগ করতে চাইলে টিউমেন্টে যোগ করে দিতে পারেন।

Level 0

আমি মোঃ ইকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 102 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজেকে অনলাইন ব্রান্ড এক্সপার্ট হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করলেও গ্রাফিকস, ওয়েবডিজাইন এবং অ্যানিমেশন বিষয়েও প্রচুর কাজের অভিজ্ঞতা রয়েছে। লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি। ব্লগিংটা নেশার কারনে করি। নিজের ব্লগের লিংকঃ http://genesisblogs.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার টিউনগুলো অনেক ভাল মানের। প্রিয়তে রেখে দিলাম রাতে পড়ব।

ভাই আমি গ্রাফিক্স রিভার এ বিজনেস কাড ডিজাইন করে আপলোড করছি কিন্তু আমার ফাইল ডিলিট করে দিছে , ভাই আমাকে সাহায্য করুন , গ্রাফিক্স রিভার এ ডিজাইন আপলোড করতে কি কি ফাইল তৈরি করে আমার ইমেইল পাঠিয়ে দিন [email protected]