ফরেক্স ট্রেড করার জন্য হাই একুরিসি একটি ট্রেডিং স্ট্রেইজি(80-90% Gain)

আমরা যেখানেই ট্রেড করিনা কেন আমাদের অবশ্যই একটা নিয়ম মেনে চলতে হবে। এটা হোক ফরেক্স মার্কেট অথবা ফিউচার মার্কেট বা স্টক মার্কেট.একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে সাফল্যর পিছনে যে তিনটি জিনিস
গুরুত্বপূর্ণ্ সেগুলা হল:-

  • আপনার নিদির্ষ্ঠ একটা ট্রেডিং স্ট্রেইজি খাকতে হবে।
  • আপনি একটা নিদির্ষ্ঠ নিয়ম মেনে ট্রেড করতে হবে
  • এবং আপনি একটা প্রপার মানি ম্যানেজমেন্ট মেনে চলতে হবে

আমার মনে হয় যারা ইতিমধ্যে ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকে তাদের কে আবার নতুন করে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে বলার প্রয়োজন নেই কারন আমরা সবাই অকপটে বিশ্বাস করি মানি ম্যানেজমেন্ট ছাড়া আমরা কথনো আমাদের লক্ষ্যে পোছতে পারবনা।মনে করুন আপনি মানি ম্যানেজমেন্ট ছাড়া আপনি দুইটা ট্রেডে প্রফিট করলেন 50 ডলার.কিন্ত তার পরে আপনি মাএ একটা ট্রেডেই লস করলেন 100 ডলার .এতে করে অবশেষে আপনার লসই গুনতে হল.আসলে এখানে আপনি ট্রেড জয় হবার রেট না বৃদ্ধি করে বরং পিপস গেইনের পরিমান বৃদ্ধি করুন কারন এটাই আপনাকে এভারেজ প্রফিট এনে দিবে.সো সবসময় চেষ্ঠা করবেন একটা ভালো মানি ম্যানেজমেন্ট মেনে চলার জন্যে.একটা কথা মনে রাখবেন প্রপার মানি ম্যানেজমেন্ট আর উপরের বিষয়গুলা ভালোভাবে মেনে চলতে পারলে আপনি একটা সময় প্রফেশনাল হতে পারবেন।

যাহোক আজকের টিউনে আমি একটি হাই একুরিসি স্ট্রেইজি শেয়ার করব.এটি মূলত তিনটি ইন্ডিকেটর এর সমন্বয়ে তৈরি করা হয়েছে। আমি আশা করছি এই স্টেইজি দিয়ে প্রতিদিন কিছু না কিছু প্রফিট করতে পারবেন।আর আরেকটা কথা হল এই ইন্ডিকেটর গুলা মূলত তিনটি হাই প্রবাবিলিটি স্ট্রেইজি থেকে নেওয়া এবং এই স্ট্রেইজিটা তৈরি করা।

ইন্ডিকেটরের লিস্ট

  • সাপোর্ট-রেসিটেন্স
  • মুভিং এভারেজ
  • ATR চ্যানেল

এই স্ট্রে্ইজিতে যেসব জিনিস আমাদের মেনে চলতে হবে:-

টাইমফ্রেম:-সবসময় টাইমফ্রেম H1 ব্যবহার করবেন। কারন এই স্ট্রেইজিটিতে মূলত H1 টাইমফ্রেম টা ভালো কাজ করে তাই আমি বলব আপনিও H1 টাইমফ্রেস ব্যবহার করবেন।

মুভিং এ্ভারেজ:-এটি মূলত একটি কাস্টম ইন্ডিকেটর.এটাতে আপনার কোন মডিফাই করার দরকার নাই.আমি যে ইন্ডিকেটর টি দিব সেটি জাস্ট আপনার চার্টে যুক্ত করবেন।আমি টিউনের শেষে সবগুলা ইন্ডিকেটর এবং রেডিমেট টেমপ্লেট এর
ডাওনলোড লিন্ক দিয়েছি।

ATR চ্যানেল:-এটিও একটি কাস্টম ইন্ডিকেটর.এর মাধ্যেমে আমরা এন্ট্রি এবং এক্সিট করব.অনেক প্রফেশনাল আছেন যারা শুধু মাএ ATR(Average True Range) দিয়ে তাদের ট্রেড এন্ট্রি নিয়ে থাকে এবং মার্কেটের এভারেজ
ভলাটিলিটি বুঝে থাকেন।আমি আমার টিউনে আমি দেখাব কিভাবে আপনি এই ইন্ডিকেটর টি দিয়ে একটা প্রপার এন্ট্রি নিবেন এবং ঐ ট্রেড টাকে প্রফিটে ক্লোজ করবেন।

সাপোর্ট-রেসিটেন্স:-আমরা মার্কেটের বর্তমান সাপোর্ট এবং রেসিস্টেন্স বের করার জন্যে এই ইন্ডিকেটরটি ব্যবহার করব।অনেকে ম্যানুয়ালী সাপোর্ট-রেসিস্টেন্স বের করে থাকে তবে অনেকে না বুঝার কারনে সঠিক ভাবে সাপোর্ট-রেসিস্টেন্স বের করতে পারেনা।তাই আমি এখানে একটা কাস্টম সাপোর্ট-রেসিস্টেন্স বের করার ইন্ডিকেটর দিচ্ছি।এতে করে আপনার কোন প্রকার মডিফাই ছাড়াই একটা প্রপার সাপোর্ট-রেসিস্টেন্স বের করতে পারবেন।

নীচের চার্টটি দেখুন

 

ট্রেড সেটাপ:

প্রথমে ATR(Average True Range) দিকে ভালো করে থেয়াল করুন।যখন মার্কেট প্রাইস ATR এ্রর উপরের সবুজ লাইনকে টাচ করবে এবং ক্যান্ডল ক্লোজ হবে। তারপর আমরা একটা সেল ট্রেড দিয়ে দিব।ঠিক আবার যখন মার্কেট প্রাইস ATR এ্রর নীচের লাল লাইনকে টাচ করবে এবং ক্যান্ডল ক্লোজ হবে। তারপর আমরা একটা বাই ট্রেড দিয়ে দিব।আমার মনে হয়না এর চেয়ে সহজ আর কিছু আছে তারপরেও না বুঝলে আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব।
সেল ট্রেড এন্ট্রি:-

উপরের সবুজ লাইনে টাচ করলে তারপর ক্যান্ডল ক্লোজ হওয়ার আগ পর্যন্ত ওয়েট করব তারপর ক্লোজ হওয়ার পর সাথে সাথেই সেল ট্রেড নিব
বাই ট্রেড এন্ট্রি:-

নীচের লাল লাইনে টাচ করলে তারপর ক্যান্ডল ক্লোজ হওয়ার আগ পর্যন্ত ওয়েট করব তারপর ক্লোজ হওয়ার পর সাথে সাথেই বাই ট্রেড নিব

স্টপ লস:-

  • সবসময় স্টপ লস হবে 50 পিপস
  • যদি আপনার ট্রেড টেক প্রফিট ও হিট করছেনা আবার স্টপ লস ও হিট করছেনা তাহলে দেখবেন মুভিং এভারেজ এর বিপরিতে ক্যান্ডল ক্লোজ হচ্ছে কিনা.বিষয়টা আরো একটু ক্লিয়ার করি মনে করুন আপনি সেল দিয়েছেন আপনার ট্রেড টেক প্রফিট
    ও হিট করছেনা আবার স্টপ লস ও হিট করছেনা এবং প্রাইজ মুভিং এভারেজের উপরে অবস্থান করছে এমন সময় যদি মার্কেট মুভিং এভারেজের নিচে ক্লোজ হয় তাহলে ট্রেড ক্লোজ করে দিবেন ম্যানোয়ালি সেটা প্রফিটে থাকুক বা লসে থাকুক।

 

নীচের চার্টটা ভালো করে দেখুন এটা সামপ্রতিক মার্কেটের স্কিনশর্ট

 

টেক প্রফিট:-

  • সবসময় স্টপ লস হবে 50 অথবা 100 পিপস.এটা আপনার উপর নির্ভর করবে .তবে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে মার্কেটে তার পূর্বের ট্রেন্ড টা কত দীর্ঘ ছিল।
  • যদি আপনার ট্রেড টেক প্রফিট ও হিট করছেনা আবার স্টপ লস ও হিট করছেনা তাহলে দেখবেন মুভিং এভারেজ এর বিপরিতে ক্যান্ডল ক্লোজ হচ্ছে কিনা.বিষয়টা আরো একটু ক্লিয়ার করি মনে করুন আপনি সেল দিয়েছেন আপনার ট্রেড টেক প্রফিট
    ও হিট করছেনা আবার স্টপ লস ও হিট করছেনা এবং প্রাইজ মুভিং এভারেজের উপরে অবস্থান করছে এমন সময় যদি মার্কেট মুভিং এভারেজের নিচে ক্লোজ হয় তাহলে ট্রেড ক্লোজ করে দিবেন ম্যানোয়ালি সেটা প্রফিটে থাকুক বা লসে থাকুক।

সতর্কতা:-

  • কথনু নিউজ টাইমে ট্রেড নিবেন না
  • আগে থেকে দেখে নিবেন D1 এবং H4 চার্ট.আপনার একটা ক্লিয়ার ধারনা আসার জন্যে

ইন্ডিকেটর ডাওনলোড

 

Level New

আমি সুজন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

please apnar skype is ta den.