السلام عليكم আসসালামু আলাইকুম।
সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনে টিউন। আজকের টিউনে আলোচনা করব পিটিসি সাইটের ইনকামের কলেবর সম্পর্কে যাহা টিউনের শিরোনামে জুড়েছি। অবশ্য এই বিষয় নিয়ে টিউন করার কোন ইচ্ছা ছিলনা। কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ সহ আমার ফেসবুকে অনেকেই রিকোয়েষ্ট করেছিলেন কিভাবে ইনকাম বৃদ্ধি করা যাবে? সুতরাং সেই প্রেক্ষিতে আজকে তাদের জন্য কিছু কথা!ইন্টারনেট আয়ের সবচেয়ে সহজ ইনকাম মাধ্যম হল পিটিসি সাইট। অনেকেই পিটিসি সাইটে কাজ করছেন। এর মধ্য বর্তমানে একটি জনপ্রিয় সাইট হচ্ছে অ্যাডফাইবার।
যে কোন পিটিসি সাইটের মতই অ্যাডফাইবার সাইটে ইনকাম করার দুটি পদ্ধতি রয়েছে যথরুপঃ
ডাইরেক্ট রেফারেল হল আপনার লিংকের মাধ্যমে যারা রেজিঃ হয়েছেন কিংবা একাউন্ট ওপেন করেছেন। এখানে মূলত ১০০ টি পর্যন্ত ডাইরেক্ট রেফারেল সংগ্রহ করা যায়। প্রতি রেফারেল ক্লিকে ০.১-০.৭ সেন্ট পর্যন্ত ইনকামের সুযোগ থাকে। ডাইরেক্ট রেফারেল করা যাবে আপনার একাউন্ট লিংক ব্লগ সাইট সহ বিভিন্ন সোস্যাল সাইটে শেয়ারকরন। অবশ্য অনেকেই অ্যাড প্যাক কিংবা অ্যাডভারটাইজিং করনের মাধ্যমে ডাইরেক্ট রেফার সংগ্রহ করে থাকেন। ডাইরেক্ট রেফার এর আরেকটি উপকারিতার দিক হল এর কোন নিদিষ্ট মেয়াদ নাই। অর্থাত কোন ইউজার যদি ৩ মাস পরে এস তার অ্যাডে ক্লিক করে তবুও আপনি কিছু কমিশন পাবেনই।
অনেকেই অভিযোগ করবেন তার পক্ষে ডাইরেন্ট রেফারেল সংগ্রহ করা সম্ভব নই। এই ক্ষেত্রে রেন্টেড রেফারেলই একমাত্র ভরসা। রেন্টেড রেফারেল হল কিছু অর্থের বিনিময়ে আপনাকে নিদিষ্ট সংখ্যক রেফারেল ক্রয় করা। রেন্টেড রেফারেলকারী কাজ করলে তার কমিশন আপনি পেতে থাকবেন। মূলত রেন্টেড রেফারেল গুলোর মেয়াদ থাকে সর্বোচ্চ ৩০ দিন। অধিকাংশই ইউজার পিটিসি ইনকামের ৭০% সিংহ ভাগই রেন্টেড রেফারেলের মাধ্যমে করে থাকেন। রেন্টেড রেফারেল ক্রয় করাটা আপনি ডিপোজিত বলে আখ্যায়িত করলে বোধ হয় ভূল হবেনা।
প্রতিদিনের একটি নিদিষ্ট সময় অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। যেমনঃ আজকে কাজ করেছেন দুপুর ১২.০০ মিনিটে। তাহলে আগামী কালও একই সময় প্রবেশ করবেন। সত্যিকার অর্থে আমরা যতই ঢাকঢোল পিটাই না কেন পিটিসি সাইটে ইনকামের প্যাচকল রয়েছে। যেমন আপনি যদি কোন একটি লিগ্যাল পিটিসি সাইটে কাজ করেন কোন রুপ রেফারেল ছাড়া তাহলে মাসিক আয় ৩ ডলারের বেশী হবেনা। অবশ্য সেখানে যদি ১০ জন রেফারেল থাকে এবং রেফারেলগুলো নিয়মিত কাজ করে তাহলে হয়ত মাস শেষে আরো ১ ডলার বেশী হতে পারে। অর্থাত ৩+১ = ৪ ডলার আসবে। অর্থাত পিটিসি সাইটের আসল ইনকামের রহস্য হল রেফারেল। যত বেশী রেফারেল তত বেশী ইনকাম। অনেক ক্ষেত্রে অর্থের বিনিময়ে রেন্টেড রেফারেল হিসাবে আয় বৃদ্ধি করা হয়। আপনাদের একটা ছোট্ট হিসাব দেখাই,
ম্যাক্সিমাম সাইট গুলো পার রেফারেল ক্লিকে করে পে করে ০.৫ সেন্ট করে। আপনার যদি ১০জন ডাইরেক্ট রেফারেল কিংবা রেন্টেড রেফারেল থাকে আর তাদের Daily এভারেজ ক্লিক হয় ২.৫ তবে একটি সাইট থেকে আপনার ডেইলি ইনকাম (.৫*২.৫*১০)= ১২.৫ সেন্ট + আপনার নিজের ইনকাম ০.৪সেন্ট= (১২.৫+৪)= ১৬.৫ সেন্ট সুতরাং ৫টি সাইট থেকে দৈনিক আয় (১৬.৫*০৫)= ৮৩ সেন্ট, সুতরাং ৩০দিনে আয় (৮৩*৩০)= ২৫০০সেন্ট বা ২৫$ (প্রায়) বা ২০০০টাকা তবে প্রতি মাসে আপনি টাকা হাতে আনতে পারবেন না হয়তো দেখা গেলো ৩-৪ মাসে ৫০$-১০০$ জমল তখন পেজাতে ৪ ডলার ফি দিয়ে চেক নিজের একাউন্টে ট্রান্সফার করা যাবে।
১। প্রথমে আপনার একাউন্টে লগইন করুন
২। ড্যাশবোর্ড আসবে > রেন্টেড রেফারেল ক্রয় করার পদ্ধতি দুটি যথারুপঃ আপনার ইনকামের ডলার মূল একাউন্ট থেকে সেটি অ্যাড ফান্ড হিসাবে যোগ করা। এবং অপর পদ্ধতি হল পেইজা, বিট কয়েন, পেপাল ইত্যাদির মাধ্যমে ফান্ড অ্যাডকরন।
৩। যেমন নিচের চিত্র দেখুন সেখানে ইনকামের যাবতীয় সামারি রয়েছে। আমার এক বন্ধুর একাউন্টের চিত্র দিয়েছি। তার ডাইরেক্ট রেফারেল প্রায় ৫০ এবং রেন্টেড রেফারেল প্রায় ৫০। প্রতিদিনে ৬০০-১০০০ সেন্ট পায়। অর্থাত প্রায় ৩-৪ দিনে ১ ডলার হয়ে যায়।
৪। যদি রেন্টেড রেফারেল ক্রয় করতে চান তাহলে প্রথমত ফান্ড অ্যাড করতে হবে। Add Funds অংশে ক্লিক করলে নিম্নরুপ চিত্র আসবে।
৫। আপনি কোন পদ্ধতির মাধ্যমে ফান্ড অ্যাড করতে চান সেটি নির্বাচন করতে হবে যেমনঃ পেইজা। উল্লেখ্য যদি মেইন ব্যালান্স দেখান তাহলে মূল একাউন্টের ইনকামকৃত ডলার ডিপোজিত হবে। অতপর ক্যাপচা পূরন করে Pay now তে ক্লিক করুন। একটি চিত্র আসবে সেখানে কত ডলার ডিপোজিত করবেন তা দেখিয়ে দিতে হবে। যেমনঃ 4 ডলার।
৬। ব্যাস! মনে করি সফলভাবে ডিপোজিত/অ্যাড ফান্ড করতে পেরেছেন। এবার মূল একাউন্টের Referrals অংশে ক্লিক করুন। কতটি রেফারেল ক্রয় করতে চান তা নির্বাচন করুন। যেমনঃ ৪ ডলার দ্বারা ২০ টি রেন্টেড। অতপর ক্যাপচা পূরন করে কনফার্ম করুন।
৭। রেন্টেড রেফারেল যুক্ত করা হলে বেশী অ্যাড ও বেশী ক্রেডিট পাওয়া যায়। যেমনঃ আমার ফ্রেন্ড ৫০ টি রেন্টেড ক্রয় করে প্রায় প্রতিদিনে ৪৫-৫৩ টি অ্যাড পেয়ে থাকে।
যাদের প্রাথমিকভাবে পিটিসি সাইটে কাজ করার মন মানসিকতা আছে শুধুমাত্র তারাই ট্রাই করতে পারেন। অযথা টাংকি করে লাভ নাই। অবশ্য অনেকের অভিযোগ হবে ব্রাদার! এই সকল সাইট কতদিন চলবে তার নিশ্চয়তা নাই। হ্যা অভিযোগটি সত্য। তবে প্রাথমিক পর্যায়ে সবকিছু ঠিক রেখে কাজ করে বেশ কিছু ডলার আয় করা যায় তাতে ক্ষতি কি! এবং হ্যা সেই সাথে অন্তত ফ্রিল্যান্স শেখাটার চেষ্টা করবেন। অবশ্য আগামী পর্বে ফ্রিল্যান্স সাইট আপওয়ার্ক নিয়ে কয়েকটি পর্বে টিউন করার ইচ্ছা আছে। সেই পর্যন্ত সবাই ভাল থাকুন।
Save
Save
আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...