আসসালামুয়ালাকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি "আপনার Freelancing শুরু হোক আজ থেকেই -২য় পর্ব "
আমি ১ম পর্বে Outsourcing এর Basic কিছু কথা নিয়ে আলোচনা করেচিলাম যেগুলো প্রতিটি হবু Freelancer এর যানা উচিত।
আজকে মুলত যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হল Outsourcing / Freelancing করার সবচেয়ে সহয এবং Reliable মাধ্যম SEO এর Basic এবং কিছু গুরুত্ব আলোচনা।
আজকে যে বিষয় নিয়ে আলোচনা করেছি তা হল
Domain কি ?
SEO এর Basic আলোচনা
SEO কয় প্রকার
SEO এর কিছু গুরুত্ব পুন্য Tools
PR এবং ALEXA
PR এবং Alexa Rank Check করার নিয়ম
Add-ons এর ব্যবহার
কিবাভে Add-ons ব্যবহার করবেন ?
ON and Off Page SEO এর পরিচিতি
সহ আরো অনেক কিছু, যাহা আপনাদের মার্কেট প্লেসে কাজ করার জন্য অনেক সহযোগিতা করবে।
আমরা Next Part এ যে বিষয় নিয়ে আলোচনা করবো
২য় পর্ব নিয়ে (এই পর্ব) আপনাদের জিজ্ঞাসা / সমাধান
Mini Job Site এ কাজের A-Z
Micro worker এর মত কিছু Reliable সাইট এর লিঙ্ক
Pay To Click Reliable site List (with one example)
এবং তা ছাড়াও থাকবে Market Place এ কাজ করার কিছু গুরুত্ত পুর্ণ Tips
সবার নিকট একটাই চাওয়া আপনার আমার টিউন Share করে আরেক জন কে দেখার সুজোগ করে দিন। যদি কোন প্রশ্ন থাকে আমাকে গ্রুফে জানান। কেন গ্রুফে এর উত্ত্র আমি অনেক বার দিয়েছি।
আমি মোস্তাকিম হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিউনের সম্মানিত ভাইয়েরা, আমি প্রত্যান্ত গ্রামাঞ্চলে থাকি। আমার কম্পিউটার নেই এবং আশেপাশেও বিদ্যুত নেই। আমার আত্মবিশ্বাস, একটু সুযোগ পেলে ফ্রিল্যান্সার হতে পারবো। দয়া করে কেউ হেল্প করুন যিনি প্রকৃত অর্থে একজন ফ্রিল্যান্সার, এবং যিনি নিজের কম্পিউটার দিয়ে আমাকে কাজ শেখাবেন এবং আমাকে দিয়ে কাজ করাবেন। আমার কোন পিছুটান নেই। দয়া করে আমার একটি মাত্র লক্ষ্য পূরনে কোন ভাই এগিয়ে আসুন। বছরের পর বছর আমি কাজ শিখতে এবং আপনার অধীনে করতে রাজি।
Please, contact with me without prayer time to this number-01750146031