আপনার Freelancing শুরু করুন আজ থেকেই

আসসালামুয়ালাইকুম সবাইকে স্বাগতম আজকের টিউনে।

আজকে মুলত যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল Outsourcing।

Outsourcing নিয়ে অনেকে বলে থেকেন আমি কোন ধরনের কাজ করবো ?

কি কাজ থেকে আমার শুরু করা উচিত,

আসলে Outsourcing এর জন্য আপনাকে এমন কোন special কাজ জানতে হবেনা কিন্তু আপনি যা জানবেন তা খুব ভাল ভাবেই জানতে হবে।

এমন কিছু মানুশ আছে যারা SEO,E-mail Marketing,Web design,Web dev: সব জানে কিন্তু গবিরে গেলে বুঝা যায় আসলে তিনি কোনটাই এত ভাল ভাবে জানেনা

তাই সবার নিকট এটাই চাওয়া যা শিখবেন যেন ভালবাভেই শিখেন।

আপনাদের অনেকের একটা প্রশ্ন সবচেয়ে বেশি ছিল আমরা কি কাজ দিয়ে Outsourcing শুরু করতে পারি ? বা কি কাজ সব চেয়ে সহয ? আমাদের Outsourcing শিখতে কত সময় লাগতে পারে ? Outsourcing করে মাসে কত টাকা আয় করা সম্বভ ? এই সকল প্রশ্ন নিয়ে আমার আজকের এই Video Tune . আশা করে সবাই উপক্রিত হবেন এবং Outsourcing শুরু করতে আপনার কাজের পছন্দ টি ও পছন্দ করে নিতে পারবেন, সবার নিকট একটাই চাওয়া যা শিখবেন ভালকরেই শিখেন তাহলেই আপনি আপনার লক্ষে যেতে পারবেন পাবেন আপনার সেই কাঙ্ক্ষিত মহুর্ত।

আপনি কোন বিষয় দিয়ে Outsourcing শুরু করবেন তা জানতে এই Video টি দেখুন। SEO Bangla Tutorial 2016

 

Next Tune এ যা থাকবে

  • DOMAIN & URL
  • SEO INTRDUCING
  • PR & Alexa
  • BASIC SEO INFORMATION
  • ON-PAGE & OFF PAGE
  • BASIC HTML
  • TAG ITRUDUCING

Facebook এ আমি

 

 

Level 0

আমি মোস্তাকিম হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস