বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পেশা হল Outsourcing, আমাদের দেশ ও পিচিয়ে নেই এই দিক দিয়ে। কিন্তু দুঃখের কথা হলেও সত্য যে সঠিক দিক নির্দেশনার কারণে আমরা সেই পথ টি হারিয়ে পেলি যার কারণে আমদের অধির আগ্রহ থাকা সত্যে ও আমদের কে বেছে নিতে হয় অন্য অপ্রিয় আরেকটি পেশা,আর আমাদের সফলতার মত্রা ওখুব কম । একটি পরিসঙ্খনে দেখা যায় বাংলাদেশের Freelancer দের সফলতার % হল Only bellow ১৫%
(এই বিষয় এর উপর আমার টিউন টি দেখতে পারেন
আমার প্রকাশিত আরেকটি টিউন
তাই আপনাদের কে কিছুটা Help করার জন্য আমার একটি চোট্ট প্রয়াস।
শুরু করতে যাচ্ছি Freelancing এর উপর ফ্রি Online Course !
আপনি চাইলে আমাদের YouTube Channel থেকে Video দেখে শুরু করতে পারেন আপনার Freelancing career
আমার প্রথম এবং ২য় পর্বে যা যা থাকবে ঃ
প্রতিটি পর্বের সাথে থাকবে Video Tutorial এবং আপনাদের প্রশ্ন উত্তর সহ বিশেষ Part
এই Tutorial টি আপনি আমার বল্গে ও পেতে পারেন
কোন জিজ্ঞাসা থাকলে আমাকে সরাসরি Inbox করুন
আমি মোস্তাকিম হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।