এখন ফ্রিলেঞ্ছিং কাজ শিখেও আয় করতে পারেন প্রতিদিন $3-5$

  আমারা মার্কেট প্লেসে পত্রিকা থেকে ওয়েবসাইট দেখে Account Open করে থাকি যার কারণে আমাদের সফলতার চেয়েও ব্যার্থতার গ্লানি অনেক বেশি।

 মার্কেট প্লেসে কাজ না পাওয়ার অন্যতম আরেকটি কারণ হচ্ছে আমরা বিড করার সময় কোন প্রকার Working related reliable sample দিনা, বা দিলেও    Sample Quality অতিমাত্রা হওয়ার কারণে বায়ার আমাদের Invite না করে Decline করে দেয়, তাই আবেদন করার পুর্বে কাজ বুঝে আবেদনের সাথে একটি sample দিলে আপনি প্রতি ১০ টি আবেদনে কমপক্ষে ১ টি Interview পাওয়ার কথা।

কিন্তু আমরা হলাম বাঙ্গালী জাতি আমরা খুব আরাম প্রিয় মানুষ তাই আমরা কিবাভে কাজ কম করা জায় এই চিন্তাই করি সব সময়। বা যেখানে কোন লাভ নেই সে খানে আমরা দেখিনা। কিন্তু এটা বুঝিনা যে Sample আমাদের Instant কিছু না দিলেও আমাদের পরবর্তিতে অনেক কিছুই দিয়ে থাকে।

তাই আপনার যাতে করে আপনার বিডের জন্য sample তৈরি করে ও কিছু আয় করতে পারেন সে ব্যাবস্থা করারি প্রচেষ্টা করছি।

অনেক site আছে যেখানে আপনি bid ছাড়া ও ছোট ছোট  কাজ করতে পারবেন সে রকম ১ টি site হলো Micro worker 

Micro Worker এ কিবাভে কাজ করবেন ইমেজ সহ Tutorial Post পাবেন  এখানে  (Micro Worker Working System)

Micro Worker চাড়াও আরো অনেক গুলো সাইট আচে যেখানে গিয়ে আপনি ছোট ছোট কাজ করে প্রতিদিন $2-$3 আয় করতে পারবেন।

Mini Jobs Site List   .

আপনাদের যদি এই টিউন নিয়ে কোন প্রকার প্রশ্ন থাকে আমাকে টিউমেন্ট করে জানাতে পারেন অথবা FB তেও Inbox করতে পারেন।

আপনাদের যদি এই বিষয় উপর আরো জানতে চান তাহলে আমাকে জানাবেন আমি আপনাদের জন্য Video Tutorial করবো কিন্তু আপনাদের কেবল ইচ্ছা থাকলেই তখন করবো।

টিউনটি কেমন হল জানালে সামনে এই ধরনের টিউন করতে উৎসাহিত হব। সবাই ভাল থাকবেন এবং আপনাদের জন্য থাকলো শুভ কামনা

 

Facebook এ আমি

 

Level 0

আমি মোস্তাকিম হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

apnar lekha ti tt soho , bivinno fb grp e post dile kaze asbe oneker,

ভাইয়া আমি গত ১৫ দিন থেকে microworkers এ signup করার চেষ্টা করছি কিন্তু প্রতিবারই বলছে ip is not unicq । এ ক্ষেত্রে আমার কি করনিও ।