আসসালামুয়ালাইকুম সবাইকে আমার প্রথম টিউনে স্বাগতম ! আমার হয়ত বাংলায় অনিচ্ছায় ভূল হতে পারে / হয়ে যায় আশা করে সবাই ক্ষমার চোখে দেখবেন।
প্রথমে টিউন করার পুর্বে আমার পরিচয় টা একটু বলে নি
আমি মোহাম্মদ মোস্তাকিম হোসাইন, আমি পেশায় একজন ফ্রিলেঞ্চার আপাতত এটুকেই জেনে রাখেন।
আজকে যে বিষয় নিয়ে লিখতে চাচ্ছি হয়ত তেমন কিছু শিখার নেই কিন্তু অনেক কিছু যানার আছে যা আপনাদের কে জীবনে সিদ্ধান্ত
নিতে আরেকটু সাহায্য করবে বলে মনে করি।
আমি বিগত কিছু দিন আগে বাংলাদেশের ফ্রিলেঞ্চার দের নিয়ে Upwor এ একটু ঘাটা ঘাটি করলাম তা দেখে জানতে পারলাম --
Total Register on Upwork From Bangladesh ১০,৩৬৭৬ জন
কমপক্ষে $1 আর্ন করচেন ১৮,৯৯৭ জন
১০০ ঘন্টার বেশি কাজ করছেন ১০,১০১
১০০০+ ঘন্টা কাজ করচেন ৩৭৮২ জন
এই হিসাবটি দেখলে বুঝা যায় Average only 15% bellow freelancer success হয়েছে,
এই success বা ব্যার্থতার এক্টাই কারন কাজ না শিখে ফ্রিলেঞ্ছিং শুরু করা যা আপনার জীবনে ভয়ানক দুর্যোগ নিয়ে আসতে পারে। তাই সবার নিকট একটাই চাওয়া আগে জানুন পরে সিখুন
1st Learn 2nd Earn
আমার ২য় পর্ব থেকে একটি বিষয় এর উপর ধারাবাহিক টিউন দেওয়ার ছেষ্টা করবো যাতে করে আপনারা সত্যিকারে কিছু করতে পারেন।
আমি স্বপ্নে নয় কাজে বিশ্বাসী।
আমার উপরের পরিসঙ্খন টা আমি পুর্বেই আমার Facebook Wall এ টিউন দিয়ে ছিলাম।
Freelancing সম্পর্কিয় কোন জিজ্ঞাসা থাকলে আমায় Facebook এ জিজ্ঞাস করতে পারেন আমি উত্ত্র দেওয়ার চেষ্টা করবো।
আমি মোস্তাকিম হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর পোস্টটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।