আসাকরি সবায় ভাল আছেন, আপনাদের দুয়াই আমি ও ভাল আছি। সবাই কে সালাম দিয়ে আমি আমরা টিউন সুরকরলাম।আমরা সকলেই জানি যে CPA নেটওয়ার্কগুলো সাধারনত বিভিন্ন্য কারনে একাউন্ট করার পরেও এপ্রুভ করেনা। এর জন্য প্রতিটি CPA নেটওয়ার্কই নিদিষ্ট কিছু নীতিমালা থাকে থাকে। এই নীতিমালা বা বাছাই পর্ব গুলো করা হয় শুধুমাত্র ফেক লীড, স্প্যামিং ঠেকাতে।
কিভাবে এডওয়ার্ক মিডিয়াতে একাউন্ট এপ্রুভ করাবেন?
এবার নিচের ছবির ন্যায় একটি ফর্ম আসবে, তাতে আপনার ইনফরমেশন দিয়ে পুরন করুন। তবে অবশ্যই এখানে Promotion Style হিসাবে “PPC/PPV/Display” ও Incentive Traffic এর জন্য “No” সিলেক্ট করুন নতুবা আপনার একাউন্ট এপ্রুভ হবে না।
কিভাবে এডওয়ার্ক মিডিয়াতে একাউন্ট করবেন এবং এপ্রুভ করাবেন?
এখন আপনি আপনার ওয়েব সাইটের এড্রেস দিন (যদি থাকে) আর যদি না থাকে তাহলে কোন পপুলার ওয়েট লস, লোন, ডেটিং রিলেটেড ব্লগের ঠিকানা এখানে দিন। সেক্ষত্রে আপনি গুগলের সাহায্য নিতে পারেন। তবে নিজের সাইট থাকলে সবচেয়ে ভাল। আর কিছু না হোক ফ্রী ব্লগস্পট বা ওয়ার্ডপ্রেস ব্লগ এ বেশ কিছু ব্যাক ডেটে টিউন দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারেন। How did you find us? এর উত্তর হিসাবে http://tecnews24.blog.com দিয়ে দিন। এর পরের প্রশ্ন Current Networks এর উত্তর হিসাবে “Adscendmedia, Peerfly,Neverblue” দিন।
কিভাবে এডওয়ার্ক মিডিয়াতে একাউন্ট করবেন এবং এপ্রুভ করাবেন?
এবার কথা বলব সব চেয়ে গুরক্তপুর্ন অংশ সম্পর্কে “promotion methods” হিসাবে আপনি নিচের ইমেজে দেয়া কথার গুলো মত কিছু লিখে দিতে পারেন।
কিভাবে এডওয়ার্ক মিডিয়াতে একাউন্ট করবেন এবং এপ্রুভ করাবেন?
“Terms&conditions” এক্সেপ করুন এবং “submit” বাটনে ক্লিক করুন।
কিভাবে এডওয়ার্ক মিডিয়াতে একাউন্ট করবেন এবং এপ্রুভ করাবেন?
আপনি উপরের ধাপগুলো সফল ভাবে সম্পন্ন্য করে থাকলে আপনার একাউন্টের জন্য আবেদন সফলভাবে সম্পন্য হয়েছে। তারা সাধারনত ১ দিনের মাঝেই একাউন্ট এপ্রুভ করে থাকে।
https://www.youtube.com/watch?v=DUbN3xnSkKQ
আমি আশিক আব্দুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই, আমার এডওয়ার্ক মিডিয়াতে পাবলিশার একাউন্ড আছে কিন্তু কি ভাবে অফার গুলো প্রমোট করব বুঝি না। ল্যান্ডিং পেজ কি ব্যবহার করতে হবে তাও জানি না। একটু বিস্তারিত বলবেন কি? ব্লগস্পট দিয়ে কি কাজ করা যাবে?