Mini Job/ Task (Neobux / Clixsense এর ক্ষেত্রে) করে মাসে $100-300 (৳১৫হাজার) পর্যন্ত ইনকাম করা যায়
**অাপনার যেটাতে ভাল লাগে সেটাতে একাউন্ট খুলে নিন। আগের একাউন্ট থাকলে নতুন করে খোলার দরকার নেই। তবে মিনিজব করতে যেকোনো একটা একাউন্ট ব্যবহার করবেন, Neobux / Clixsense দুইটা দিয়ে করতে গেলে CrowedFlower একাউন্ট login হবে না।
নতুন অ্যাকাউন্ট এ কোন মিনিজব/টাস্ক থাকে না? আপনি যদি ১ মাস ক্লিক করে যান তারপর আস্তে আস্তে আপনাকে মিনিজব/task দেয়া শুরু করবে। রাতে নতুন কাজ আসে, প্রথম কাজ গুলোতে টাকা কম, ১০-২০ টা কাজ ৮০% একুরেসি সহ করতে পারলে আপনার লেভেল বাড়বে এবং লেভেল বাড়ার সাথে সাথে কাজের পরিমান ও রিওয়ার্ড ও বারবে।
পুরো লেখাটা পরতে না চাইলে এই ভিডিও টা দেখে নিন: https://vimeo.com/148858863
Offer মেনু তে ক্লিক করে মিনি জব অংশে ক্লিক করে কাজ করার চেষ্টা করেন।offer menu view advertisement এর পরেই পাবেন।clixsense এ সরাসরি Task মেনু পাবেন। Mini job এ কাজ করতে হলে Crowd Flower নামে একটি সাইটে SIGNUP করতে হবে। ঐটা মিনি জব সেকশনএ গেলেই বুঝতে পারবেন।কিন্তু Mini job এর কাজ আয়েত্তে আসতে ১/২ মাস সময় লাগতে পারে।Try করতে থাকেন। মাসে 200$ শুধু মিনি জব করে আয় করা যায়।কিন্তু নতুন অ্যাকাউন্ট এ সাধারনত মিনি জব আসে না।মানে অ্যাকাউন্ট এর বয়স+অ্যাড ক্লিক যত বেশি হবে তত মিনি জব পাওয়ার সম্ভাবনা বেশি। ৭ দিন পর অথবা আগে থেকেই মিনি জব পেতে শুরু করবেন।বাংলাদেশ সময় সকাল ৫ টা থেকে বেশি মিনি জব থাকে।অনেকেই আমাকে প্রশ্ন করে কিভাবে মিনিজব করা যায়।এর উওর হচ্ছে চেস্টা করতে হবে। আমার জানা মতে মিনিজব এ সাধারণত ২০০ ধরনের কাজ আছে। ধরনে আজকে একটি কাজ ১ ঘন্টা চেস্টা করেও পারলেন না।এতে দেখা যায় অনেকেই হতাশ হয়ে আর চেষ্টা করেনা। অনেকেই আবার অন্য আরেকটি কাজ চেস্টা এবং না পারলে হতাশ হয়ে আর চেষ্টা করে না। কিন্তু ধরেন ৪/৫ টি কাজে চেস্টা করার পর একটি কাজ পারলেন ১ ঘন্টার চেস্টায়।পেলেন ৫ সেন্ট বা ৫ টাকা।এখন হয়ত ভাবতেছেন ৫ টাকার জন্য কে এই ১ ঘন্টা কস্ট করতে যাবে। বুজিয়ে দিচ্ছি। আজকে যে কাজটি করলেন দেখা যাবে এই এ্কই কাজ টি আবার ১৫/২০ দিন পরে আবার দিছে।যেহেতু এই কাজটি আপনি একবার করেছেন দেখবেন পরের বার আপনি কাজটি ১০ মিনিটে পারছেন।২০ দিন পরে দেখবেন কাজটি আবার দিছে এইবার আপনি ২-৩ মিনিটে পারবেন।এই ভাবে যদি আপনি ৩০-৪০ কাজ আয়েত্তে আনতে পারেন ৩ মাসের চেস্টায় দেখবেন তখন প্রতিটি কাজ মাত্র ৩০ সেকেন্ড বা ১ মিনিট এ করতে পারছেন। এখন আরেকটি কথা জানিয়ে রাখি তা হল বাংলাদেশ বা এশিয়ার দেশে কাজ কম থাকে বা কঠিন কাজ থাকে। কিন্তু আপনি যদি UK/USA থাকতেন তাহলে দেখতেন অনেক কাজ। মাঝে মাঝে ১০০ র বেশি কাজ এবং খুব সহজ কাজ আর কাজের রেট ও অনেক বেশি। ওই খান থেকে দৈনিক ৩ ঘন্টা কাজ করে মাসে 1000$ ইনকাম করা খুব কঠিন কিছু না। কিন্তু ভুলেও আইপি পরিবর্তন করে কাজ করবেন না।(VPN ব্যবহার করে) তাহলে টাকা পাবেন না।যাই হোক আমাদের দেশ অনুযায়ী যে কাজ দেয় সেই কাজ করেই ১০০০০-২০০০০ টাকা online income করা যাবে যদি চেস্টা থাকে। কিন্তুonline income করতে আপনাকে কমপক্ষে ৩/৪ মাস চেষ্টা করে যেতে হবে সব কাজ আয়ত্তে আসতে।বিভিন্ন সময় বিভিন্ন কাজ দেয়।যেমন একটি হোটেলের খাওয়ার বিল এর ছবি দিয়ে বলবে এই বিল সঠিক হয়েছে কিনা। অথবা একটি লেখা গুগল এ সার্চ করতে বলবে এবং আরেক টি ওয়েবসাইট এর অ্যাড্রেস দিবে।তারপর জিজ্ঞাসা করবে সার্চ দিলে ঐঅ্যাড্রেস টি প্রথমে থাকে কিনা। অথবা দুটি ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে বলবে এরা কি বিক্রি করে। কি খুব সহজ মনে হচ্ছে? কিন্তু সব সময় এরকম সহজ কাজ থাকে না।কিন্তু চেস্টা করলে সব কাজই পারা যায়।
টাকা হাতে পাবেন কি ভাবে?/Withdraw করবেন কি ভাবে?
Withdraw করার ৩টি অপশন আছে। Payza & paypal & Neteller।আমরা বোধয় paypal এর নাম আগে শুনেছি। অনেকের কাছেই payza & Neteller নতুন লাগতে পারে। সারা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় Electric money transfer way হচ্ছে paypal। কিন্তু বাংলাদেশ এ Paypal অনুমদিত নয়।India তে Paypal আছে কিন্তু কিছু Restriction আছে। Payza বাংলাদেশ/ইন্ডিয়া তে সরকারি ভাবে অনুমদিত। আর Neobux/clixsense দুইটাই payza support করে। Neobux Neteller ও সাপোর্ট করে।
কিভাবে payza অ্যাকাউন্ট খুলবেনঃ
১। payza account খুলাটা খুব sensetive। একটা কমা(,) ভুল হলে Account verified হবে না। ভোটার/রেশন/ ন্যাশনাল/ পাসপোর্ট/ ড্রাইভিং id কার্ড এ আপনার নাম/Date of birth যে ভাবে আছে সেই ভাবে দিতে হবে।
২। Account verified করার জন্য Bank statement/ Electricity bill(বিল যদি নিজের নামে হয়)(যে কোন ১টি) এর Scan copy + ভোটার/রেশন/ ন্যাশনাল/ পাসপোর্ট/ ড্রাইভিং(যে কোন ১টি) Scan copy লাগবে।Bank statement/ Electricity bill(যেটি use করেবন) এ আপনার যে অ্যাড্রেস দেওয়া আছে payza তে Account খুলার সময় সেই ভাবে অ্যাড্রেস দিবেন। ১টা কমাও যেন ভুল না হয়।{ Password/pin/ Security question গুল লিখে রাখেন গোপন কোন জায়গায়।
নিচের লিঙ্ক এ ক্লিক করে personal account খুলুন
PAYZA ACCOUNT BD
৩।এবার যখন $ জমা হবে তখন 20$ হলে Withdraw করতে পারবেন।শুধু Withdraw অপশন এ ক্লিক করেন। BCBL (Bangladesh Commerce bank Ltd.) থেকে ৫০ টাকা চার্জ দিয়ে ১ দিন পরে টাকা তুলতে পারবেন।
PTC SITE এর কিছু UNIVERSAL RULE(সব PTC SITE এর ক্ষেত্রে প্রযোজ্য)
## ভূলেও এক COMPUTER দিয়ে দুই অ্যাকাউন্ট খুলবেন না।অনেকেই নিজে নিজেই এক কম্পিউটার দিয়ে নিজে নিজেই Referral হয়।মনে করছেন ওরা বুঝবে না।ওরা কি এতই বোকা।না, এই ভাবে অ্যাকাউন্ট খুললে যখন টাকা withdraw দিতে যাবেন দেখবেন your account is suspended। মানে আপনার পুরো পরিশ্রম ই মাটি।
## আপনি যদি Broadband লাইন use করেন সেক্ষেত্রে ও একটু ঝামেলা আছে।কারন broadband লাইন সাধারনত শেয়ার IP হয়।মানে আপনাকে যে IP দিচ্ছে আরেক জন কেও একই IP দিচ্ছে।এই ভাবে দেখা যায় যারা লাইন দেয় তারা হয়ত একই এলাকায় ৩০০ লাইন দিল।সবারি IP এক। সে ক্ষেত্রে ঝামেলা হল ঐ ৩০০ জনের মধ্যে কেও যদি Neobux/ clixsense ব্যবহার করে তাহলে দুই জনের Account ই Suspended হয়ে যাবে। সেক্ষেত্রে হয় মডেম ব্যবহার করেন অথবা আপনার Broadband line যাদের কাছ থেকে নিয়েছেন তাদের বলেন আমার REAL IP লাগবে।কোন কোন ক্ষেত্রে ১০০ টাকা বেশি চাইতে পারে মাসের বিল এর সাথে আবার নাও চাইতে পারে।
## যদি দেখেন এরকম একটি Massage দেখেন যে এই Advertisement এই IP দিয়ে all ready এক বার দেখা হয়েছে তাহলে মডেম আবার নতুন করে লাগান। প্রতি বার মডেম খুলে লাগালে একটি করে নতুন IP পাওয়া যায়। কিন্তু যারা Broadband Use করেন তাদের IP সাধারণত Fixed হয়। আপনার IP address কি তা জানতে এই সাইট এ যান checkip.org
NEOBUX এ সাফল্য পেতে হলে আমার কিছু শর্ত
online earning rules
শর্ত ১ :Neobux এর RR System বুঝা এক দিনে সম্ভব না।আর এত সল্প পরিসরে এখানেও আলোচনা করা সম্ভব না। তাই আপনাকে ধৈর্য ধরতে হবে।প্রথম দিকে RR পুরো বুজতাম না।কিন্তু আমি প্রতিদিন Forum ঘাটাঘাটি করতাম। Footer অংশে help নামে একটি ট্যাব আছে। ঐ ট্যাব গিয়ে ঘাটা ঘাটি করতাম। কোন কিছু না বুঝলে support এ কথা বলতাম।আপনিও তাই কারার চেষ্টা করবেন। দেখবেন ৩-৫ মাস পর আপনি ও এক্সপার্ট হয়ে যাবেন।কিন্তু অনেকেই মনে করে ১ দিনেই সব বুঝে যাবে।কিন্তু না বুঝে লস খায় আর দোষ হয় PTC সাইট ভাল না।
শর্ত ২ :ভুলেও ১ টাকাও ইনভেস্ট করবেন না।আমি বারবার বলতেছি আগে পুরো ব্যাপার টা বুঝার চেষ্টা করেন। ফোরাম ঘাটাঘাটি করেন। সব কিছু বুঝতে ৪-৫ মাস সময় লাগতে পারে।কিন্তু অনেকেরি এই ৪-৫ মাস ধৈর্য নাই। ১৫-২০ দিন পরে হয় ক্লিক করা বাদ দিয়া দেয় অথবা না বুঝে ইনভেস্ট করে ধরা খায়।তাই আগে শুধু ক্লিক করে দুই একবার টাকা($) Withdraw করেন। বুঝেন তারপর ইনভেস্ট করেন বা না করে Direct Referral ইনকাম দিয়ে RR কিনে টেস্ট করেন। অথবা আমার ফরমুলা অনুসরন করুন।
শর্ত ৩ : আপনাকে প্রতিদিন অবশ্যই হলুদ Fixed advertisement গুল ক্লিক করতে হবে। দৈনিক ৪ টা করে এই ধরনের অ্যাড পাবেন।আগে এই ধরনের অ্যাড ক্লিক করে নিয়ে তারপর অন্য অ্যাড ক্লিক করবেন।তা না হলে রেফেররাল ইনকাম পাবেন না।
আমি techter। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার বাবার পেজা ভেরিফায়েড একাউন্ট আছে। অবশ্য বাবার নামে আমিই খুলেছি।