অনলাইনে আয়ের সহজ পদ্ধতিটি জানুন

অনলাইন আর্নিং সম্পর্কে সবারই জানার ইচ্ছা প্রচুর, কিন্তু কিভাবে আর্নিং করব,  কোথা থেকে শুরু করব, এ নিয়ে যেন জল্পনা কল্পনার শেষ নেই। তবু অনলাইন আর্নিং বিষয়ে জানার আগ্রহ সবসময়ই কম বেশি সবারই থাকে, শুধু উপযুক্ত নির্দেশনার অভাবে কাজের আগ্রহ হারাচ্ছে নতুন করে আগত ফ্রিলেন্সাররা। তাদের জন্য আমার এ  টিউনটি  একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র।

অনলাইন এ অনেক কাজ আছে, কিন্তু আমি কি কাজ করব? কোনো কাজ ই তো ভালোভাবে পারিনা। কোন কাজে সফলতা আসবে, তা বুঝব কি করে? ব্যর্থতার ভয়ে সামনে এগুতে পারছিনা।  দিধাদন্দ সংকোচ সব বাদ দিয়ে ধরে নিলাম আপনি কোনো কাজ জানেন না।

সেক্ষেত্রে কি করবেন?

আপনি যেসব কাজ করতে কোনো স্কীল এর প্রয়োজন হয়না, আপনি সেসব কাজ করতে পারেন।  ই-মেইল মার্কেটিং, আর্টিকেল রাইটিং, ফোরাম টিউনিং, ডাটা এন্ট্রি এর মত কাজগুলো। কোথায় পাবেন কাজগুলো? কাজগুলো পাওয়ার জন্য আপনাকে কয়েকটি ওয়েব সাইট  এ রেজিস্ট্রেশন করতে হবে। যেমন  up-work , freelancer belancer ইত্যাদি।  সাইনআপ এর মাধ্যমে রেজিস্ট্রেশন করলেন, কিন্তু কাজ পাবেন কিভাবে? ধৈর্য ধরে বিষয়টি অনুধাবন করুন, আগেই টাকা তোলার চিন্তা করবেননা, টাকা ইনকাম করার পথটি আগে ক্লিয়ার করুন।

আপনি odesk এ রেজিস্ট্রেশন করলেন। এখন আপনাকে odesk এ একটি রেডিনেস টেস্ট দিতে হবে, যেটা দেয়ার মাধ্যমে আপনি কাজ পাওয়ার প্রাথমিক অনুমতি পাবেন। আপনার যদি কোনো প্রোগ্রাম ভালো জানা থাকে তবে সে বিষয়ে আপনি পরীক্ষা দিতে পারেন তারপর পরীক্ষায় পাশ করলে আপনি ওই বিষয়ে কাজের জন্য এপ্লাই করে কাজ পেতে পারেন।

মনে করেন আপনি গ্রাফিক্স ডিজাইন ভালো পারেন, সেক্ষেত্রে আপনাকে এ বিষয়ের  উপর পরীক্ষা দিতে হবে। নয়তো গ্রাফিক্স ডিজাইন এর কাজগুলো আপনি পাবেননা। এভাবে আপনি বিভিন্ন টেস্ট দিতে পারেন। যত বেশি টেস্ট দিবেন আপনার কাজ পাওয়ার সম্ভাবনা ততই বাড়বে, আপনার প্রোফাইল এর স্টেটাস ও বাড়তে থাকবে।  কাজ পাওয়ার জন্য নিয়মিত অনলাইন এ থাকুন, বিড করতে থাকুন প্রতিনিয়ত। একসময় আপনি কাজ পাবেন ই, এটা নিশ্চিত।  কাজ না পেয়ে আপনি হাল ছেড়ে দিলে ভুল করবেন। চেষ্টা করতে থাকুন, আপনাকে সহায়তা করতে অনেক বিজ্ঞ ভাইয়েরা আছেন টেকটিউনসে ।

 

আপনি যদি ওয়েব ডেভেলপার হন তাহলে বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করে তাতে বিজ্ঞাপন বসিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন। আবার ওয়েব ডেভেলপিং শিখে আপনি ফ্রিলাঞ্চিং করতে পারেন। বর্তমানে এর চাহিদা ব্যপক।

ভাল লাগলে ঘুরে আসুন  বাংলাদেশের নতুন  অনলাইন মার্কেট প্লেস । এখানে বিভিন্ন কম্পানির এড বসিয়ে টাকা ইনকাম করতেছি।

 

Level 0

আমি শান্ত খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা কোন ধরনের টিউন করলেন ভাই ?

অনলাইন থেকে ছোট ছোট কাজ করে ইনকাম করুন http://bit.ly/1LLIvHP