Freelancing কি, কেনো করবো, কিভাবে শিখবো, কোথায় শিখবো আরও অনেক কিছু নতুন-পুরাতন সকলের জন্য {একবার পরে দেখুন}

আস সালামু আলাইকুম।
কেমন আছেন আপনারা?
আশা করি ভালো আছেন।
আজ যে বিষয়ে লিখছি সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়।

প্রথমেই বলে রাখি এটা একান্তই আমার নিজের অভিমত।

তাই কারো কাছে ভালো লাগতে পারে আর কারো কাছে খারাপ লাগতে পারে কারন সকলের চিন্তা ভাবনা এক না।
আমি আজ লিখবো Freelancing এর ব্যাপারে।
Freelancing মানে হলো মুক্ত পেশা।
আপনি চাইলে এখানে কাজ করতে পারেন আবার চাইলে কিছুদিন বন্ধ করে আবার পরেও করতে পারেন।
এখানে আপনাকে কারো কাছে জবাবদিহি করতে হয় না।
এই কাজ এর একটা সুবিধা হলো এটা বাসায় বসেই করা যায়।
বর্তমানে Online Earning এ Freelancing অনেক বড় জায়গা দখল করে আছে।
আর থাকবেই না কেনো, Freelancing এ মোটামোটি সকল ধরণের কাজ পাওয়া যায়।
আর এই কাজ মোটামোটি সকলেই করতে পারে।
সাধারণত বাহিরে এই সকল কাজ করতে গেলে প্রথম থেকেই Expert হতে হয় না হলে কাজ পাওয়া যায় না।
কিন্তু এই Online Marketplace গুলুতে নতুন এবং Expert সকলেই কাজ করতে পারে।
এখান থেকে কেও যদি ভালো কাজ দেখিয়ে Client দের খুশি করতে পারে তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায় সে ওই Client এর সকল কাজ এমনিতেই পেয়ে যায়।
আর তাছাড়া যারা এখানে নতুন Join করে তারা কিছুদিন কাজ করতে করতে ধীরেধীরে ওই বিষয়ে Expert হয়ে যায়।
এতে করে এক পর্যায়ে দেখা যায় বাহিরেও সে এই কাজ করতে পারে খুব স্বাচ্ছন্দে।
এখানে আরেকটি বিষয় হচ্ছে আমরা যারা কোন প্রতিষ্ঠানে কাজ করি তারা সাধারণত নির্দিষ্ট একটি বিষয়ের উপর কাজ করে থাকি।
কিন্তু এই Marketplace গুলুতে একসাথে অনেক কাজ করা যায় ফলে একসাথে অনেক বিষয় শিখা যায়।

এবার আসি কি কাজ করবো সে বিষয়ে।

এই বিষয়ে অনেকে এসে ঠিক করতে পারেনা যে আসলে সে কি নিয়ে কাজ করবে।
এই সিদ্ধান্ত হীনতায় তার অনেক সময় পার হয়ে যায়।
আমার ক্ষেত্রেও তাই হয়েছিলো, এর প্রধান কারন হলো আমাদের আশেপাশে এই বিষয়ে উপদেশ দেওয়ার লোক খুবই কম পাওয়া যায়।
আর এই কারনেই আমরা অনেকে খুজতে থাকি আসলে এখান থেকে সবচেয়ে সহজ কাজ কোনটা, আমি সেটাই শিখবো এবং সেই বিষয়েই কাজ করবো।
এর ফলে সে সেই সহজ বিষয় টি শিখে কিন্তু সমস্যায় পড়ে তখন যখন সে Marketplace গুলুতে গিয়ে কাজের জন্য Bid করে তখন দেখে সেই কাজের জন্য ইতিমধ্যে আরো অনেকেই Bid করে রেখেছে ফলে নতুন হিসেবে তার কাজ পাওয়ার সম্ভাবনা কমে যায় কারণ একজন Client অবশ্যই চাবে তার কাজটা একজন Expert কে দিয়ে করাতে।
এমন করতে করতে এক পর্যায়ে দেখা যায় সে Freelancing থেকে বিমুখ হয়ে যায়।
কিন্তু সে একটা বিষয় চিন্তা করেনা যে আসলে সে যে সহজ বিষয় টা শিখেছে অন্যরাও সাধারণত এই সহজ বিষয়ই আগে শিখবে।
এতে করে একটি বিষয়ে অনেক লোক পারদর্শী হবে।

এখানে একটা কথা হলো আসলে কোন বিষয় শিখার প্রথমে সে বিষয় টা কঠিন লাগবে সেটাই স্বাভাবিক। সে জন্যে যে আমরা সহজ বিষয় ই খুজে খুজে শিখবো তা তো হয় না।
সকল কিছুই একবার শিখে গেলে তার কাছে সেটা সহজ হয়ে যায় আদতো সেটা যতই কঠিন হউক।
আর সাধারণত যে বিষয় টা একটূ কঠিন সে বিষয়ে অনেক কম মানুষই শিখার আগ্রহ প্রকাশ করে ফলে সে বিষয়ে অনেক কম Expert লোক পাওয়া যায়।
আর যে বিষয়ে Expert কম পাওয়া যায় Marketplace গুলুতে সেই লোকগুলুর চাহিদা বেশি থাকে এবং অর্থও অনেক পাওয়া যায় সেই বিষয় গুলুতে।

তাই আমাদের আসলে শিখার সময় একটূ বেছে বেছে শিখাই ভালো সহজ বিষয় শিখার চেয়ে।

এবার আসা যাক কোথায় শিখবেন ?

অনেকি বলে থাকে যে "বাংলাদেশে এখনো Freelancing এর তেমন প্রচার-প্রসার হয় নি ফলে এই বিষয় গুলুতে শিখার জায়গা খুব কম।"
আমি মনে করি আসলে এই কথা টা ভুল কারণ Freelancing এ সাধারণত যে সকল বিষয়ে কাজ করা হয় তার বেশিরভাগ কাজই আমাদের জীবনে প্রয়োজন হয় এবং এর মধ্যে চাহিদাজনক কাজও আছে যেমন Photoshop, Illustrator, Microsoft Office etc.
খুব কম বিষয়ই আছে যেগুলুর জন্য বাংলাদেশে ভালো Training এর ব্যবস্থা নেই যেমন web design, web development, software development etc.
তবে এখন ধীরেধীরে বাংলাদেশে এই বিষয়গুলুতেও Expert তৈরি হচ্ছে এবং কিছু Training Center ও আছে।

এবার আসি কিভাবে শিখবেন সে বিষয়ে।
আপনি যে বিষয়ে শিখতে চান তা নির্বাচন করুন এবং যদি স্বল্প সময়ে শিখতে চান তাহলে কাছের কোন ভালো Training Center এ যোগাযোগ করুন।
আর যদি বলেন যে আমি ঘরে বসেই শিখতে চাই সেটাও সম্ভব।
এর জন্যে আপনি Google এবং Youtube এর সাহায্য নিতে পারেন।
এখানে অনেক Tutorial পাবেন।

আর এর পরের বিষয় হবে আপনি কোথায় কাজ করতে পারবেন, কিভাবে করবেন, এইধরনের আরও অনেক বিষয় যা আমি আমার পরবর্তী Tune গুলুতে দিবো।

অনেক লিখা হয়ে গেছে।
আজ এই পর্যন্তই থাক।

লেখা কেমন হয়েছে তা জানাতে ভুলবেন না।
আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমার পরবর্তী Tune গুলু করবো।

অবশেষে ধন্যবাদ আমার লেখা পড়ার জন্য।

Level 0

আমি কাজী মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনলাইন থেকে ছোট ছোট কাজ করে ইনকাম করুন http://bit.ly/1LLIvHP

নতুনদের জন্য বেশ উপকারী টিউন 😀

লিংকগুলাতে আপনার web address দিয়ে কাজটা কিন্তু আপনি ঠিক করেন নাই :/

আর্টিকেলের মাঝে আপনার করা নিজের সাইটের লিংক গুলা তো এখন আর কাজ করেনা ।
ফ্রিল্যান্সিং কি? এ নিয়ে ।