eCommerce Product Upload ও ডেটাএন্ট্রি শিখুন ধারাবাহিক ভিডিও টিউটরিয়াল দেখে

ডেটাএন্ট্রির বিষয় নিয়ে কয়েকমাস আগে নতুনদের জন্য একটি ভিডিও টিউটরিয়াল তৈরী করেছিলাম। যে ভিডিওটি বেশ সমাদৃত হয়েছে এবং সম্ভবত নতুনরা বেশ ভাল নির্দেশনা পাচ্ছে বলে মনে হয়েছে, অন্তত টিউমেন্টগুলোতে এমনটাই বোঝা যাচ্ছে। <<সেই ভিডিও'র লিংক>>
অনেকে সেই টিউটরিয়াল দেখে পূর্ণাঙ্গ টিউটরিয়াল তৈরী করতে বলেছেন কিংবা কেউ কেউ পূর্ণাঙ্গ টিউটরিয়ালের লিংক চেয়েছেন।

কিন্তু ডেটাএন্ট্রির স্থায়ী পূর্ণাঙ্গ টিউটরিয়াল হিসেবে কিছু করা সম্ভব বলে আমার মনেহয় না! কারণ টেকনোলজি, কাজের ক্ষেত্র ও ক্লায়েন্টদের চাহিদা প্রতিনিয়ত পরিবর্তন ও আপডেট হচ্ছে। তাই বর্তমানে যা কিছু শিখবেন, ভবিষ্যতে শুধু এতটুকু নিয়েই পড়ে থাকলে চলবে না, নিজেকে সময়ের সাথে সাথে নতুন টেকনোলজির সাথে আপডেট করে নিতে হবে।

Upwork-এ প্রচুর পরিমানে Product Listings ডেটাএন্ট্রির কাজ পাওয়া যায়, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে eCommerce সাইটগুলোতে Product Listings বা Product Uploading এর কাজ। বর্তমানে eCommerce এর ক্ষেত্র বা পরিধি বৃদ্ধির সাথে সাথে eCommerce সাইটগুলোতে Product Listings বা Product Uploading এর কাজও বৃদ্ধি পাচ্ছে। যে কাজগুলো করে নতুনরা বেশ ভাল Earning করতে পারেন।

eCommerce সাইটগুলো সাধারণত CMS(Content Management System) ব্যবহার করে তৈরী করা হয়। বর্তমানে eCommerce সাইটগুলো তৈরীতে বহুল ব্যবহৃত CMS হচ্ছে, WordPress, WooCommerce, Shopify, Magento, Volusion, ZenCart, OpenCart, Joomla,
এইসব CMS দ্বারা তৈরী ওয়েবসাইটগুলোতে কিভাবে Product Listings বা Product Uploading এর কাজ করতে হয়, তার জন্য আমি বেশকিছু টিউটরিয়াল ইতোমধ্যেই তৈরী করেছি এবং আগামীতে আরও নতুন নতুন ভিডিও তৈরী করব। যা দেখে নতুনরা সহজে শিখে নিতে পারবে। কিন্তু বেশিরভাগ নতুন ফ্রিল্যান্সাররা একেবারেই রেডিমেইড কিছু চায়। খুঁজে নিয়ে কষ্ট করে শেখার মানষিকতা একটু কম দেখা যায়! সে কারনে ডেটাএন্ট্রির (Product Listings বা Product Uploading এর কাজগুলো) সব টিউটরিয়ালের লিংক গুলোকে একসাথে দেয়ার প্রয়োজনীয়তা অনুভব করলাম। দেখুন এবং শিখুন। সফলতা আসুক আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে।

Magento Data Entry Tutorial Series:

ZenCart Data Entry Tutorial Series:

Volusion Data Entry Tutorial Series:

WordPress Data Entry Tutorial Series:

OpenCart Data Entry Tutorial Series:

Alibaba Data Entry Tutorial Series:

আপনাদের প্রয়োজনে আমার অন্যান্য সোস্যাল মিডিয়া প্রোফাইলগুলোকে ফলো করতে পারেন। কোন আপডেট থাকলে এগুলো থেকেই পেয়ে যাবেনঃ
Facebook | Youtube Channel | Twitter | LinkedIn | Google Plus

আমার অফিসিয়াল ওয়েবসাইটঃ wadudofficial.com

লেখাটি প্রথম প্রকাশঃ টেকপ্যাঁচাল ডট কম ব্লগে

Level 0

আমি আব্দুল ওয়াদুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hi, My name is Wadud. Full Name: Md. Abdul Wadud (In Bengali: মোঃ আব্দুল ওয়াদুদ), I was born on October 12th, 1982 in Khulna, Bangladesh. I have earned B. Sc in Computer Science and Engineering. I’m Mostly a Freelancer, Freelancing Instructor and a Vlogger (Video Blogger). I’m writing blogs and...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস