আমরা অনেকেই আছি যারা অনলাইন ইনকামে আগ্রহী কিন্তু কাজের জন্য উপযুক্ত কাজ পায় না। অনেকে অনেক টাকা দিয়ে কাজ শিখেন কিন্তু কাজ পান না। তাদের বলবো এখানে মাত্র দুই সপ্তাহ কাজ করুন আর দেখুন আপনার স্বপ্ন কিভাবে আপনার হাতে ধরা দেই।
সারা পৃথিবীতে এখন মার্কেটিং এর রাজত্ব। আপনি আপনার জীবিকার যেকোনো পর্যায় থেকেই চিন্তা করেননা কেন, মার্কেটিং লাগবেই। তো যায় হোক যারা নিয়মিত ব্লগসাইট ভিজিট করেন তাদের কাছে অনলাইন মার্কেটিং নতুন কিছু না। এই মার্কেটিং এর জন্য আপনার কোন বিজ্ঞাপন খরচ হবেনা। আর এর জন্য আপনি ব্যবহার করতে পারেন সোশাল মিডিয়া সাইটগুলো। এক্ষেত্রে কিছুটা দক্ষতার প্রয়োজন রয়েছে। আপনাকে পাঠকদের বিষয়টাকে ভালমতো উপস্থাপন করতে হবে
আজ আমি আপনাদের সামনে যে সাইট উপস্থাপন করব সেটা ভিউট্রাকার
কোন ভূমিকা ছাড়াই বলবো ভিউট্রাকার এমন একটি সাইট যেখানে আপনি আপনার টিম অথবা নেটওয়ার্ক তৈরির মাধ্যমে টাকা উপার্জন করতে পারবেন।
কিভাবে টিম অথবা নেটওয়ার্ক তৈরি করে?
আপনি যখন সাইট এ নিবন্ধন করে ড্যাশবোর্ড এ যাবেন, আপনি আপনার রেফারাল লিংক পাবেন। সেই লিংক অনলাইনে (ফেসবুক, ইউটিউব, ব্লগ ইত্যাদি) সাইট এ শেয়ার করার মাধ্যমে আপনি আপনার টিম অথবা নেটওয়ার্ক তৈরি অথবা বর্ধিত করতে পারবেন।যেভাবে আমি করছি এছাড়া আপনি আপনার আশে পাশে যারা আছেন তাদেরকে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরে তাদের মধ্যে এই সাইট এ রেজিস্ট্রেশান করার আগ্রহ সৃষ্টির মাধ্যমে আপনি আপনার টিম অথবা নেটওয়ার্ক তৈরি করতে পারেন।আপনাকে এর মাধ্যমে ক্যারিয়ার গড়তে হলে টিম তৈরি করার বিকল্প কিছু নেই। তবে কখনই ফেক একাউন্ট খুলবেন না। এতে হয়তো সাময়িক লাভবান হলে পরে ব্যান খাবেন।
কিভাবে ভিউট্রাকার অর্থ পরিশোধ করে ?
ভিউট্রাকার আপনার টিম এর কর্ম দক্ষতা যাচাই করে আপনাকে প্রতি সপ্তাহে অর্থ প্রদান করবে। এটি দুই পদ্ধতিতে অর্থ প্রদান করে থাকে। ১।বিখ্যাত ৪০ এর অধিক অনলাইন শপ থেকে কেনাকাটার সুযোগ প্রদান করবে। নিচের ছবিতে অনলাইনশপ এর একটি লিস্ট দেখুন।
২।আপনার আয় যদি ২০০ ডলার এর বেশি হয় আপনি ভিসা কার্ড এর জন্য আবেদন করতে পারেন। বাংলাদেশ এর ভিসা সমর্থিত যেকোনো এটিএম বুথ থেকে আপনি টাকা তুলতে পারবেন।
নিচে ভিউট্রাকার ভিসা কার্ডের ছবি দেখুন।
আপনাদের প্রমান চাই তো?
এবার আর আমি কিছু বলবো না। আপনারা শুধু দেখে যান
wavescorebd গ্রুপে যান। আশা করি আপনার মাথা নষ্ট করার জন্য এই গ্রুপই যথেষ্ট। এই গ্রুপে শামিম ভাই, কাউসার ভাই সহ আরও অনেক কে পাবেন যাদের মাসিক ইনকাম 700$-1000$। গ্রুপে সাবাই খুব হেল্পফুল।
এবার হয়তো ভাবছেন কিভাবে কাজ শুরু করবেন?
যেহেতু এখানে অর্থ লেনদেন এর বিষয় জড়িত তাই সর্বপ্রথম আপনাকে এই সাইট এ প্রকৃত তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করার জন্য এই লিঙ্ক এ ক্লিক করুন।
সাইন আপ রেফারাল লিঙ্ক http://www.viewtrakr.com/mahadi67
এরকম একটি পেজ আসবে তারপর Sign Up বাটন এ ক্লিক করুন এবং আপনার সঠিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশান সম্পন্ন করুন। এরপর আপনি আপনার ইমেইল এ একটি লিঙ্ক পাবেন, ওই লিঙ্ক এ ক্লিক করে আপনি আপনার প্রোফাইল সম্পন্ন করতে পারেন। প্রোফাইল সম্পন্ন করার সময় আপনি আপনার রেফারেল লিঙ্ক তৈরি করতে পারবেন।
না পারলে ভিডিও টি দেখুন
এই সাইট এ আপনার কাজের মূল্য মূলত CyberCoin (সাইবার কয়েন) হিসেবে বিবেচনা করা হয়। ১ CyberCoin = ১ ইউএসদি (USD)।
Wave Score হল আপনার কাজের মান অথবা পয়েন্ট। যত ওয়েভ স্কোর বেশি আপনার CyberCoin আসার সম্ভাবনা বেশি।
Network Views হচ্ছে এই সাইট এ কিছু ভিডিও আছে। এসব ভিডিও ভিউ করলে আপনার Network Views বাড়বে।এখন CyberCoin এর সাথে এর কোন সম্পর্ক নেই।
আপনার একমাত্র কাজ হচ্ছে ওয়েভ স্কোর বাড়ান, কিভাবে Wave Score (ওয়েভ স্কোর) বাড়ানো যায় ?
আপনি যখন আপনার রেফারেল লিঙ্ক ব্যবহার করে ১ জন কে এই সাইট এ নিবন্ধন করাতে পারেন, এবং সে যখন নতুন একজন মেম্বারকে এই সাইট এ নিবন্ধন করাতে পারবে তখন আপনি ১০ ওয়েভ স্কোর পাবেন সুধুমাত্র সাইন আপ বোনাস হিসেবে এবং প্রতি সোমবার সকাল ১১ টার আগে আপনার টিম এর কোন মেম্বার যদি সুধুমাত্র লগিন করে তাহলে আপনি ওয়েভ স্কোর পাবেন। এই দুই উপায়ে ওয়েভ স্কোর সংগ্রহ করা যায়। প্রতি সপ্তাহে কেবলমাত্র একবার এই লগিন বোনাস পাবেন। রিসেট ডেট অর্থাৎ প্রতি সোমবার সকাল ১১ টার পর আবার আপনার টিম এর কোন মেম্বার যদি সুধুমাত্র লগিন করলে আবার আপনি লগিন বোনাস পাবেন। কত লগিন বোনাস পাবেন সেটা আপনি WAVE STATS এ গেলেই বুজতে পারবেন।
আর হ্যাঁ, এখানে প্রয়োজন শুধু একটিভ মেম্বার। যদি আপনার মনে বিশ্বাস থাকে আপনি পারবেন তবেই শুরু করুন। আর আপনার যদি ধৈর্য কম হয় তবে বলবো অনলাইনে কাজ আপনার জন্য নয়। এখানে আপনি রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখলে ভুল করছেন আপনাকে পরিশ্রম করে একবার ক্যারিয়ার টা দাড় করাতে পারলে আর পিছু ফিরে তাকাতে হবেনা।
আপনি নিবন্ধন করে কাজ শুরু করুন আর সমস্যা হলে আমি তো আছিই।
কোথাও কিছু বুঝতে সমস্যা হলে ফেসবুকে নক করুন এখানে
প্রয়জনে skype id= bm-tasin
mobile= 01915564617
আমি BM_Tasin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সারা পৃথিবীতে এখন মার্কেটিং এর রাজত্ব। nice line