সুপ্রিয় টেকটিউনস পরিবার,
আসসালামু ওয়ালাইকুম/আদাব।সবাইকে ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা “ঈদ মোবারক”। এটা আমার প্রথম টিউন, ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন..। আমি টেকটিউনস এর নিয়মিত একজন। ২০১০ সাল থেকে টেকটিউনস থেকে প্রযুক্তিগত শিক্ষার মাধ্যমে নিজেকে তৈরী করছি। মাঝে মাঝে কিছু বড় ভাইদের টিউন পড়ে বুকের মাঝে ঝড় তৈরী হতো কিন্তু তাদেঁর টিউন আমার জীবনে তেমন কার্যকরী প্রভাব ফেলে নি(কিছু কিছু ব্যতিক্রম)। আবার কিছু বিজ্ঞ বড় ভাইদের টিউন মাঝ পথে থেমে যায় তাদেঁর ব্যস্ততার কারনে..। সেসব দিকে যাচ্ছি না, শুধু একটি কথাই বলব- বাঙালির মূলমন্ত্র(নিজে বাঁচলে বাপের নাম) ত্যাগ করে মনুষত্ববোধের জাগরণ ঘটিয়ে নিজের জ্ঞানটুকু ছড়িয়ে দিন আমার মতো হাজারো অজ্ঞানীদের মাঝে। তাতে মনে হয় সৃষ্টিকর্তা আপনাদের জ্ঞানকে কমিয়ে দিবে না।আমি অর্জিত জ্ঞান আশা করি নিয়মিত শেয়ার করব,,,বিশেষ করে SEO বিষয়ে..। কারন, এই SEO এর মাধ্যমে একজন তাঁর কারিয়ারকে একটি উপযুক্ত অবস্থানে দাঁড় করাতে পারে। ভাল থাকবেন সবসময়……
আর হাঁ কাজ করতে করতে যেসব বড়ভাইয়েরা বোরিং হয়ে গেছেন! তাদেঁর জন্য একটা অসাধারণ একটা সুন্দর গান শেয়ার করলাম। ডাউনলোড করে শুনুন আশা করি ভাল লাগবেই। গানটি সা,রে,গা,মা,পা ২০১৪ তে ১ম স্থান অধিকারী পারেশ ও ইন্ডিয়ার সুনামধন্য গায়ক রাঘব চ্যাটার্জির গাওয়া।(মাত্র ৪.৫ এম.বি)…………
গানের লিংকটি টিউমেন্ট এ দিলাম,,,,,,
আবার দেখা হবে প্রযুক্তি বিষয়ে কোন টিউন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর অবশ্যই হিসেব করে খওয়া দাওয়া করবেন। ধন্যবাদ
সুপ্রিয় টেকটিউনস পরিবার,
আসসালামু ওয়ালাইকুম/আদাব।সবাইকে ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা “ঈদ মোবারক”। আমি টেকটিউনস এর নিয়মিত একজন। ২০১০ সাল থেকে টেকটিউনস থেকে প্রযুক্তিগত শিক্ষার মাধ্যমে নিজেকে তৈরী করছি। মাঝে মাঝে কিছু বড় ভাইদের টিউন পড়ে বুকের মাঝে ঝড় তৈরী হতো কিন্তু তাদেঁর টিউন আমার জীবনে তেমন কার্যকরী প্রভাব ফেলে নি(কিছু কিছু ব্যতিক্রম)। আবার কিছু বিজ্ঞ বড় ভাইদের টিউন মাঝ পথে থেমে যায় তাদেঁর ব্যস্ততার কারনে..। সেসব দিকে যাচ্ছি না, শুধু একটি কথাই বলব- বাঙালির মূলমন্ত্র(নিজে বাঁচলে বাপের নাম) ত্যাগ করে মনুষত্ববোধের জাগরণ ঘটিয়ে নিজের জ্ঞানটুকু ছড়িয়ে দিন আমার মতো হাজারো অজ্ঞানীদের মাঝে। তাতে মনে হয় সৃষ্টিকর্তা আপনাদের জ্ঞানকে কমিয়ে দিবে না।আমি অর্জিত জ্ঞান আশা করি নিয়মিত শেয়ার করব,,,বিশেষ করে SEO বিষয়ে..। কারন, এই SEO এর মাধ্যমে একজন তাঁর কারিয়ারকে একটি উপযুক্ত অবস্থানে দাঁড় করাতে পারে। ভাল থাকবেন সবসময়……
আর হাঁ কাজ করতে করতে যেসব বড়ভাইয়েরা বোরিং হয়ে গেছেন! তাদেঁর জন্য একটা অসাধারণ একটা সুন্দর গান শেয়ার করলাম। ডাউনলোড করে শুনুন আশা করি ভাল লাগবেই। গানটি সা,রে,গা,মা,পা ২০১৪ তে ১ম স্থান অধিকারী পারেশ ও ইন্ডিয়ার সুনামধন্য গায়ক রাঘব চ্যাটার্জির গাওয়া।(মাত্র ৪.৫ এম.বি)…………
গানের লিংকটি টিউমেন্ট এ দিলাম,,,,,,
আবার দেখা হবে প্রযুক্তি বিষয়ে কোন টিউন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর অবশ্যই হিসেব করে খওয়া দাওয়া করবেন। ধন্যবাদ
আমি শাকিল আহমেদ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://adf.ly/1Op2gt