নিয়ে নিন মাইক্রো ওয়ার্কার্স অ্যাড্রেস ভেরিফিকেশন সমস্যার সমাধান।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমাদের এই কমিউনিটিতে অনেকেই মাইক্রো ওয়ার্কার্সে কাজ করেন। আর মাইক্রো ওয়ার্কার্স হচ্ছে ফ্রিলেন্সিং এ যাওয়ার প্রথম পর্যায়। তবে এখানে আমাদের একটা সমস্যা হচ্ছে যে অ্যাড্রেস ভেরিফিকেশন। আর হ্যা আমি আজকে এই টিউনে অ্যাড্রেস ভেরিফিকেশন সম্পর্কে আলোচনা করব।

প্রথমত যখন একজন মাইক্রো ওয়ার্কার্সের আয় 9$ হয় তখনই সে অ্যাড্রেস ভেরিফিকেশন এর জন্য আবেদন করতে পারে। তবে যাদের অনেক বার চেস্টা করার পর ও হয় নি তাদের কে বলব, আবেদন করার আগে নিচের বিষয় গুলা আগে জেনে নিন।

বিস্তারিত যাওয়ার আগে মাইক্রো ওয়ার্কার্স সম্পর্কে আমি বিস্তারিত বলে নেই। মাইক্রো ওয়ার্কার্স সাধারণত "ইউরোপের" দেশ গুলো থেকে আপনাকে চিঠি প্রদান করে। আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি ৪ বার চিঠি পেয়েছি যার মধ্যে সব গুলাই "রোমানিয়া" থেকে পাঠানো ছিল তবে চিঠি গুলার ডাকটিকিট দেখে বলা যায় যে চিঠিটাতে আরো কয়েকটা দেশের ডাকটিকিট রয়েছে। এবার একথা বলার অর্থ কি? - হ্যা ইউরোপীয় ইউনিয়ন গুলার টিউনাল সিস্টেম অনেক ফাস্ট। কেননা তারা অনেক দ্রুত ট্রান্সফার করে। আমি যখন গ্রামে ছিলাম তখন ২০১২ সালের দিকে, আমার অ্যাড্রেস দেওয়া ছিল গ্রামের ঠিকানা। যেখানে আমার ঠিকানা কি, ওইটা নিয়েও কনফিউশন হত, কিন্তু ১ বছর পর্যন্ত অপেক্ষা করার পর ও পাইনি। তারপর যখন ঢাকায় আসলাম, তখন আবেদন করার ৭ দিনের মাথায় চিঠি পেয়ে যাই। এখন কথা হচ্ছে ওদের পক্ষ থেকে কোন সমস্যা নেই, সমস্যা হচ্ছে আমাদের দেশে + আপনি নিজে। প্রথমত চিঠি না আসার মূল কারণ গুলার মধ্যে একটি হচ্ছে ঠিকানা ভুল হওয়া। আমারা যারা শহরের বাইরে তাদের ক্ষেত্রে এ সমস্যাটা হয়। তবে যারা শহরে থাকেন তাদের জন্য কোন সমস্যাই না কারণ এখানে বাসার সুনির্দিষ্ট ঠিকানা আছে যা কিনা গ্রামে নেই। কিভাবে চিঠি পাওয়া যেতে পারে টা আমি নিচে লিখব তবে আরো কয়েকটা কথা।

 

যখনই আপনি কোন বাইরে দেশ থেকে আপনার ঠিকানায় কোন কিছু ইস্যু করবেন তখন করার আগে কিছু জিনিস জেনে নিবে।

১. আপানার বাসার ঠিকানা।

২. আপনার থানা।

৩. আপনার জেলা।

৪. আপনার ডাকঘর কোড বা টিউনাল কোড।

সবাই যেটা বেশি ভুল করে সেটা হচ্ছে বাসার ঠিকানা আর টিউনাল কোড।

এক্ষেত্রে ঠিকানে জানার দায়িত্ব আপনার আর ডাকঘর কোড বা টিউনাল কোড জানার একটা সিস্টেম হল বাংলাদেশ টিউনাল অফিসের ওয়েব সাইট।

http://www.bangladeshpost.gov.bd/postcode.asp

এখানে ড্রব বক্স থেকে আপনার ঠিকানা বাদ দিতে বাকি সব ইনফরমেশন জেনে নিতে পারবেন।

এখানে আপানার জানতে হবে যে, আপনি যে টিউনাল কোড পেয়েছেন তার অফিস টা কোথায়। কারণ তা না হলে কোন সমস্যা হলে যোগাযোগ করার কোন মাধ্যম থাকেবে না। দ্বিতীয়ত আপনি আপনার টিউনাল অফিস থেকে ও এই বিষয় গুলা জেনে নিতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এলাকা অনুযায়ী ডাক পিয়ন সংখ্যা ভিন্ন হয়, মানে আপনার এলাকা যত বড় তার মানে ওখানে ডাকপিয়নদের জন্য ও এলাকে নির্ধারণ করা আছে। সুতারাং ভাল হবে যদি আপনি আপনার এলাকার ডাকপিয়ন এর সাথে কথা বলে নেন।

 

তারপরেও অনেকে চিঠি পান না, তাদের জন্য এই অংশ।

প্রথমত আমি বলব যে চিঠি যখন রিকোয়েস্ট করবেন তার আগে কোন ভাবে অন্য কোন মাধ্যম দ্বারা আপনি টেস্ট করে নিতে পারেন যে আপনার ঠিকানা ঠিক আছে কিনা। এক্ষেত্রে আপনি eBay থেকে ইউরোপিয়ান কোন সেলারের কাছ থেকে কোন প্রোডাক্ট কিনতে পারেন যেটা নাকি আপনাকে ওরা চিঠির মাধ্যমে পাঠাবে। মূলত এই ক্ষেত্রে যাদের অনলাইন ওয়ালেট আছে তারা এটা করতে পারবেন। কিন্তু যাদের ওয়ালেট নেই বা টাকা খরচ করতে চান না তাদের জন্য অন্য ব্যবস্থা আছে।

অনলাইনে কিছু সাইট আছে যারা আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন এর জন্য ফ্রি চিঠি পাঠায় আমি মূলত সেগুলা নিয়ে এখন আলোচনা করব।

সাবার আগে আসা যাক পায়োনিয়ার কার্ড, আপনি যদি অ্যাড্রেস ভেরিফিকেশন করতে চান এক্ষেত্রে পায়োনিয়ার আপনাকে একটা চিঠি পাঠাবেই কিন্তু যেহেতু আপনি শিউর না যে আপনার অ্যাড্রেস ঠি আছে কিনা সেক্ষেত্রে পাইয়োনিয়ার না যাওয়াই ভাল।

স্ক্রিল, প্যেপাল, পেয়েজ্যার মত আরেকটা পায়মেন্ট সিস্টেম এবং মাইক্রোওয়ারকারস ও স্ক্রিলের মাধ্যমে প্যেয়মেন্ট দেয়, সুতরাং আপনার একটা স্ক্রিল একাউন্ট এম্নিতেই লাগতেসে। স্ক্রিল একাউন্ট ওপেন করলে তারা আপনার অ্যাড্রেস জিজ্ঞেস করবে। যখন সাবমিট করবেন তখন তারা আপনাকে একটা ভেরিফিকেশন লেটার পাঠাবে যেটা আপানার অ্যাড্রেস ঠিক আছে কিনা তা জানতে সাহায্য করবে তাছাড়া ওরাও কিছু ইউরিপিয়ান কম্পানি। আমি কিভাবে একাউন্ট খুলতে হয় আর লেটার পেতে হয় সেটা নিয়ে এই টিউনে লিখতেসিনা, কারণ বড় হয়ে যাবে প্লাস এইসব নিয়ে টেকটিউনসে আগেই লিখা হয়েছে। আপনি শুধু ওই সব টিউন গুলা ফলো করলেই হবে।

ওয়ালিক্স (Yllix) অ্যাড কম্পানি, ওখানে অ্যাকাউন্ট করলে আপানাকে কিছু আয় করার পর ওরা আপনাকে ৫$ ফ্রি দিবে সাথে আপনার অ্যাড্রেস ভেরিফাই করতে বলবে। এক্ষেত্রে আপনি ওদের মাধ্যমেও কিন্তু চিঠি পাচ্ছেন তাছাড়া ওরাও কিছু ইউরিপিয়ান কম্পানি।

আরো অনেক সাইট আছে যারা ফ্রি লেটার পাঠায় যেমন Dot Tk, Point Prize কিন্তু সবচেয়ে ইজি আরেকটা সিস্টেম আছে।

আপনি হয়ত কিছু দিন ধরে Gokano নামে কিছু টিউন দেখসেন, টাইটেল গুলা হচ্ছে ফ্রি ডিভাইস বা পেন্ড্রাইভ হাবিযাবি টাইপের?

হ্যা ওরাও কিন্তু ইউরোপিয়ান পোলেন্ড ভিত্তিক কম্পানি। আমি এই টিউন লিখার আগে আগে এই সাইট দিয়ে টেস্ট করেছি যার কারণে লিখলাম। আপানারা হয়ত জানেন যে এই সাইট থেকে কিছু পেতে হলে পয়েন্ট লাগে। সবনিম্ন ১৫ পয়েন্ট দিয়ে আপনি একটা "কলম" আনতে পারবেন, আপনার ঠিকানায়। সুতরাং বেশি কঠিন না, আমি মাসখানেক আগে ওই সাইট থেকে একটা কলম পাঠায় আমার ঠিকানায় তারপর দেখলাম যে এটা আসে তারপর ওই অনুযায়ী যে ঠিকানা ছিল সেটা মাইক্রো ওয়ার্কার্সে সাবমিট করলাম, ব্যেস ভেরিফিকেশন লেটার ও চলে আসল সাপ্তাহানেকের মধ্যে। আমার মাইক্রোওয়ারকারসে ৩টা একাউন্ট রয়েছে যার মধ্যে একটা এখনো ভেরিফাইড না, সুতরাং এখন দেখাবো কিভাবে এই সিস্টেমের মাধ্যমে ভেরিফাইড করে। আগে বলে রাখি, আমি গত মাসে নতুন বাসায় উঠি যার কারণে আমি এখনো সিউর না যে আমার নতুন ঠিকানায় চিঠি আসবে কিনা। যার জন্য এই সিস্টেমটা ফলো করলাম।

প্রথমত আপনাকে ওই সাইট থেকে একটা একাউন্ট খুলতে হবে, খুলার পর ডান পাশে দেখবেন যে Get Daily Point এইটা চেপে আপনি ১ পয়েন্ট নিতে পারবেন

আবার উপরে Mission আপশন আছে ওইখান থেকে প্রশ্নের উত্তর দিয়ে আরো ১ পয়েন্ট মানে ১  দিনে ২ পয়েন্ট।

তারমানে ১৫ পয়েন্ট পেতে আপনাকে ৮ দিন অপেক্ষা করতে হবে।

ধরে নিলাম আপনার ১৫ পয়েন্ট হয়ে গেছে, এখন সাইটের উপরে Prize অপশন থেকে Gadgets ক্লিক করে কলম সিলেক্ট করেন। Prize not available লেখা আছে? যদি থাকে তাহলে আপনাকে আরো কিছু দিন অপেক্ষা করতে হবে, কতদিন করতে হবে সেটা আপনি লগইন করার পর যে পেইজ আসে সেটাতে লিখা থাকে, সাধারণত প্রতিমাসে একবার একটা নির্দিষ্ট ডেইটে ওরা ফিক্স করে দেয় যেদিন ওরা সব আইটেম ডেলিভারি করে সুতরাং আপনি ওই দিন লগইন করে আপানার অ্যাড্রেস সবমিট করে সাবমিট করলেই হবে। যদি আপানার অর্ডার আসে তাহলে আপনার ঠিকানা ঠিক আছে।

এখন সমস্যা হল আমি মাইক্রোওয়ারকারস এর নতুন ঠিকানে দিব কিভাবে?

হ্যা অনেকেই ঠিকানে পরিবর্তন করেন তাদের জন্য সাপোর্ট অপশন থেকে একটা এরকম ম্যাসেজ পাঠাতে হবে তারপর আপনি নতুন করে আপনার অ্যাড্রেস দিতে পারবেন। দেখুন আমি কিভাবে দিয়েছি।

আশা করি সবাই এটা পারবেন, আমি এই সিটেমে অনেক আগেই ব্যবহার করতাম জাস্ট মনে হল তাই আপানাদের কাছে শেয়ার করলাম তবে স্ক্রিল এর মাধ্যমে করলে ভাল হয়। তারপরেও যদি কারো কোন কিছু বোঝতে সমস্যা হয়, টিউমেন্ট করবেন আশা করি উত্তর দেওয়ার চেস্টা করব।

Level 2

আমি অ্যানোনিমাস টিউনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি কিন্তু এখানে অনেক গুলা অপশন দিয়েছি, এখন কারো ইচ্ছা না হলে কিছু করার নাই, আর স্ক্রিন শটে দেখছেন যে আমি কাউকেই রেফার করাই নাই, আর এটা বুঝা উচিত যে রেফার ক্রাই যদি মুখ্য উদ্দ্যেশ হত তাহলে এত বড় টিউন লিখতাম না। আর আপনার হিংসা হলে আর কি বলব…।

Level 2

আপনার পোস্ট দেখে অনুপ্রেরনা পেলাম, তাই কিছু প্রশ্ন করছি কিছু দিন আগে দেখলাম টিটিতেই অনেকে বলছে মাইক্রোওয়াকার্স এখন নাকী স্ক্যাম সাইট। ওরা কাজ করলে টাকা দেয়না……..? বিষয়টা ক্লিয়ার করবেন।

মাইক্রোওয়াকার্স এ কাজ করার ইচ্ছা আছে, আপনার সহযোগিতা চাই, সাথে আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম হিসেবে মেইল বা ফেবু আইডি ।

    মাইক্রোওয়ারকারস স্কাম না, কিন্তু যাদের সাথে করে তারা নিজেরা স্কামার। কারণ কোন না কোন দিক দিয়ে ওনারা স্কাম করে। যেমন আমি একটা আইডি ওপেন করেছিলাম, আর কান্টি বাংলাদেশ সিলেক্ট করে ছিলাম, কিন্তু আমার মাউসের হোইলে প্রবলেম থাকায় ওইটা বার্বাডোস সিলেক্ট হয়ে যায়, যেটা আমি তখনো খেয়াল করি নি। পরে যখন ওইঠড্র দেব তখন খেয়াল হয়েছে, পরে রিকোয়স্ট করলে আমার আইডি ব্যেন করে দেয়। এক্ষেত্রে আমি কিন্তু এটাকে ওদের ফল্ট বলব না কারণ আমার সমস্যার জন্য আমাকে ব্যেন দিয়েছে।

      ধন্যবাদ ভাই, ভালো লাগল। কিন্তু যদি মাইক্রোওয়ার্কাসে কিভাবে আয় করতে হয় সে বিষয়ে সহজ সাবলীল একটা টিউন করতেন তাহলে হয়ত নতুনরা কিছুটা হলেও টাকা ইনকাম করতে পারবে। আপনার ফেসবুক আইডি দেন কথা আছে!

        এ বিষয়ে টেঁক টউনে ইনেক টিউন্স আছে, আর হ্যা আমি কিছু এখান থেকে দেখেই শুরু করে ছিলাম, আপনি একটু গেটে দেখেন পাবেন।

      Level 2

      ধন্যবাদ মন্তব্য করার জন্য। আপনি কী এখন পর্যন্ত ওদের কাছ থেকে পেমেন্ট পেয়েছেন। মাইক্রোওয়ার্কাসে কিভাবে আয় করতে হয় সে বিষয়ে সহজ সাবলীল একটা টিউন করতেন

        ভাইয়্যা আপনি মনে হয় খেয়াল করেন নাই, স্ক্রিণ শট গুলা ভাল করে দেখান, আমি কত বার পেমেন্ট পেয়েছি আন্দাজ পাবেন।

Level 0

আমার কাছে ২ টা Old cheetuh Active Microworkers Account ache…..
Address Verified…
এখন আর কাজ করা হয় না। আগের মত কাজ করে মজা পাই না। তবে এখনও অনেক মানুষ কাজ করছে microworkers এ।

ইহাকেই বলে এক ঠিলে দুই পাখি শিকার করা সব মিলিয়ে ভাল লাগল ।

Level 2

ভাই একটা পিসি থেকে মাইক্রোওয়ার্কাস সাইটে কয়টা একাউন্ট ওপেন করা যায়..?