যারা নতুন ফ্রীল্যাঞ্চার তাদের জন্য ফাইভারের কোন বিকল্প নাই। ফাইভার খুব তারাতারি ফ্রীল্যাঞ্চারদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে। ফাইভারের অনেক বিকল্প আছে কিন্তু ফাইভার নতুন্দের জন্য সেরা। কয়েকদিন আগে আমাকে একজন জিজ্ঞেস করলো, ভাই আমি তো নতুন কাজ শিখেছি কিন্তু কোথায় কাজ করবো বুঝতে পারতেছিনা। আপওয়ার্কে কোন কাজ পাই না। একটু হেল্প করেন।
আমি তাকে বললাম, আপনি ফাইভারে কাজ শুরু করেন, আশা করি নতুন হিসেবে ভালো কাজ করতে পারবেন। এখন কথা হচ্ছে আমি কেন তাকে ফাইভার রিকমান্ড করলাম !!
ফাইভার রিকমান্ড করার কারন -
ফাইভারের জনপ্রিয়তার মুল কারন হল তার সহজ এবং সিম্পল ইন্টারফেস। এর কারনে নতুনরা সহজেই বুঝতে পারে কিভাবে কি করতে হবে। অন্ন দিকে এর কোন জটিলতা নেই। এর সিম্পল সুত্র হল -
Publish Gig = Get Orders = Complete Work = Done
ফাইভার টাকা ট্রান্সফারের জন্য ১০০% নিরাপদ। কোন রিস্ক নাই। আপনি নিম্নলিখিত পদ্ধতির মাধ্যমে আপনার টাকা উত্তোলন করতে পারবেন-
ফাইভারের সাপোর্ট অতুলনীয়। আপনি যেকোনো বিষয়ে প্রশ্ন করলে তারা খুব তারাতারি উত্তর দেওয়ার চেষ্টা করে। তবে তারা স্পামিং পছন্দ করেনা। আপনি স্পামিং করলে আপনাকে পার্মানেন্ট ব্যান করে দিবে। আপনি শত চেষ্টা করেও আপনার অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে পারবেন না।
ফাইভারের সিকিউরিটি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ফাইভার ১০০% সিকিউর। এখানে আপনি আপনার প্রোফাইলে সিকিউরিটি প্রশ্ন যোগ করতে পারবেন। যদিও কেউ আপনার পাসওয়ার্ড জেনে যায় সে আপনার পাসওয়ার্ড পরিবরতন করতে পারবেনা আপনার প্রশ্নের উত্তর ছাড়া।
টিপসঃ অবশ্যই আপনার সিকিউরিটি উত্তর এমনভাবে দিবেন যেন কেউ আন্দাজ করতে না পারে।
ফাইভারে আছে টিপ সিস্টেম। বায়ারের যদি আপনার কাজ ভালো লাগে তবে সে আপনাকে টিপ দিতে পারবে। এই সিস্টেমটা শুধু ফাইভারেরই আছে।
ফাইভারে আমার গল্প খুব বেশি সুখকর নয়। আম প্রথম অ্যাকাউন্ট করি ১ মাস আগে। মাত্র ২০ দিনে ৯২ ডলার ইনকাম করেছিলাম। কিন্ত নিজের কিছু ভুলের কারনে ফাইভার আমাকে ব্লক করে দেয়। হয়ত পরবর্তীতে আমি আর ভুল করবোনা। মানুষ যেখানে ঠকে সেখানেই শিখে। যাই হোক ব্লক খাওয়া অ্যাকাউন্টের টাকা আমি তুলতে পারব।
আবার নতুন অ্যাকাউন্ট করেছি। দুইটা গিগও তৈরি করেছি। প্রথম দিনেই দুইটা অর্ডার পেয়েছি। আশা করি ভবিষ্যতে আরও পাবো।
আমার দুইটা গিগ দেখে আসতে পারেন, আপনাদের নতুন গিগ বানানোর ক্ষেত্রে কাজে লাগবে -
গিগ ১
গিগ ২
এখন ফাইভারে খুব কম্পিটিশন। এখানে আপনাকে কাজ পেতে হলে অবশ্যই ভালভাবে কাজ শিখতে হবে। আপনার মাঝে সৃজনশীল কিছু থাকতে হবে। নাহলে আপনি পিছিয়ে পরবেন। যদি আপনি ভালো কিছু করতে পারেন তাহলে আপনার আয় নিশ্চিত। তবে কাজ না জেনে কেউ অ্যাকাউন্ট করবেন না। এতে শুধু বাংলাদেশের সুনাম নষ্ট হবে।
আমার ওয়েবসাইট - Ratan Mia
Mobile Price in Bangladesh
Mobile Price in Singapore
আমি রতন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
bro,tanks for this tune,,want a chain tune regarding fiver based on SEO.As I am a SEO leaners and will start with fiverr 🙂 plz bro take my words