টাইটেল দেখে আগে কিছু ভেবে নিবেন না।
সম্পুর্ন টিউন টি পরবেন আশা করি হতাশ হবেন না নতুন পুরাতুন সবাই। যারা পিটিসি করেন বা করেন না তারও পরবেন।
অনলাইন এ বিশেষ করে টেকটিউনস এ পিটিসি নিয়ে যেভাবে টিউন করা তা দেখে অবাক হয়ে যাই। ভিজিটর ও বেশি দেখি ওইসব টিউনে এ
আমি যতদুর জানি কিছু পিটিসি সাইট সারা বাকি গুলা কোন পেইড করে না। তাই একটা প্ল্যান করলাম যারা পিটিসি তে ক্লিক করে আয় করতে চায়
প্রথমে আপনি আপনার প্ল্যান সাজান। যেমন টা আমার এক ছোট ভাই করতেছে আয় ভালোয় খারাপ না।
আপনি ১০ টি অথবা তার ও বেশি পিটিসি সাইট নিন যারা পেইড করে। আর যারা নতুন তারা ১-২ টা তেই কাজ করেন। ১০ টি সাইট এ সাইন আপ করা হয়ে গেলে আপনার সময় ঠিক করে নিন আপনি কখন কাজ করবেন। একি সময় এ কাজ করলে আপনার সুবিদা হবে।
সময় ঠিক করে আপনি প্রতিদিন ঠিক ওই সময়ে ক্লিক করবেন অ্যাড এ ...
আর অ্যাড দিয়ে কতো আর ইনকাম করবেন তাই আপনার যে কয়েক টা পিটিসি সাইট আছে মানে যেগুলা পেইড করে এমন সাইট
গুলোর রেফারেল বারান।
আপনি দুই ভাবে রেফারেল বারাতে পারবেন। ফেচবুক থেকে বারাতেও পারেন আপনার বন্ধু দের কে বলে বা অনেকে আছে অনলাইন এ ইনকাম করতে চায় তাদের রেফারেল করান। আপনার আয় যদি বেশি হয় তাহলে আপনি এড দিয়েও বেফারেল বারাতে পারেন। এটা করতে পারলে পিটিসি
থেকেই মাসে ৩০০০০ বা তার বেশি ইনকাম করতে পারবেন। অনেক এ ভাবতিছে এতো কিছু কিভাবে করবো। আসলে এটা অনেক সহজ একটু কস্ট করে দেখেন না। ১ মাস সময় হাতে নিয়ে এই কাজ টি করে দেখেন আপনার আয় হবেই। কে বলছে অনলাইন থেকে আয় করতে হলে অনেক কিছু জানতে হবে। আমি বলব আপনি ফেচবুকিং জানলেও আয় করতে পারবেন। শুধু মাথায় রাখতে হবে সময় মতো কাজ করতে হবে আর প্ল্যান মতোরেফার বাড়াতে হবে। তাহলেই দেখবেন আপনি ১ মাসের মধ্যে সাকসেস।
অনেকে আবার একটু বেশী বূঝে আমী গ্রাফিক্স ডিজাইন করে আয়, ওয়েব ডেভলোপ করে আয় করবো এসব পিটিসি আমার দারায় হবে না। খুব ভালো কথা। কিন্তু আমি একটু উল্টা আরে গ্রাফিক্স ডিজাইন ১ মাসে সেখা যায় না ওয়েবডেভ লোপ ও ১ মাসে সেখা যায় না। এগুল শিখতে সময় এর দরকার হয়।
আপনি ভাবলেন আমি ১ মাসে ২ মাসে সারাদিন রাত কম্পিউটার নিয়ে থেকে এসব সিখবো আপনি পারবেন না। কিছু শিখলেও টাকা ইনকাম আপনার দারা হবে না। কারন টা বলি টাকা ইনকাম থান্ডা মাথায় করতে হয়। আর গ্রাফিক্স, ওয়েব ডেভেলোপ এসব ও থান্ডা মাথায় শিখতে হয়। আপনি গ্রাফিক্স শিখতে চান শিখেন আগে তার পর টাকা ইনকাম করার চিন্তা করেন, ভালো করে না শিখে টাকা ইনকাম করতে চাইলে পারবেন না।
তাই আমি বলবো গ্রাফিক্স শিখেন তার পাশাপাসি গ্রাফিক্স সেখার খরচ টা এই পিটিসি আর রেফারেল এর মাধ্যমে জোগার করেন দেখবেন আপনার ফ্রিলানছ্যার হওয়ার সপ্ন পুরন হইছে। আর যদি হুদাই সারাদিন ভিডিও টিউটোরিয়াল ডাউনলোড এই পেজ থেকে ওই পেজ করেন তাহলে কোন দিন ও ফ্রিলানছ্যার হতে পারবেন না কারন ভিডিও টিউটোরিয়াল ডাউনলোড করতে দেখার এনার্জি শেষ।
এর চেয়ে এই ভালো পিটিসি থেকে ইনকাম করতে করতে আপনি কি নিয়ে ফ্রিলান্সিং করতে চান সেটা ভালো করে সেখেন। টাকাও আসবে সেখাও হবে
আমার কথা খারাপ লাগলে করার দরকার নাই। আর যেই ভাই রা আমাকে বলে ইমেইল করে কিছু একটা করার পাশাপাশি এসব সিখতে হবে তাহলে মজাটাই হবে আলাদা।
আমার কাছে সাইট আছে যারা ভালো পে করে অ্যাড ও বেশি দেয়। এই সাইট গুলা থেকে আপনি পে পাবেন মাস্ট কারন এখান কার একটা সাইট তো 0.01 $ হলেই পেইড করে। এই তিনটা সাইট এ আপনি পেইজা থেকে পেইড নিতে পারবেন।
আমি লিঙ্ক গুলো এখানে দিচ্ছি। আপনারা ওয়েব সাইট এ ঢুকে সাইন আপ এ ক্লিক করবেন।
১। NEOBUX খুব ভালো সাইট এরা পেইড করে
২। EVERBUXPAID এই সাইট তো 0.01 হলেই পেইড করে
৩। HQBUX এই সাইট ও পেইড করে।
৪। A4ADZ এই সাইট ও পেইড করে .
এই সাইট দিয়ে কাজ সুরু করেন আপনাদের আরো পেইড করে এমন সাইট দিয়ে দিবো।
কারো যদি আরো লিঙ্ক লাগে আমাকে ইমেইল করবেন।
আর প্রেমেন্ট প্রুভ সাইট থেকেই পেয়ে যাবেন। এই সাইট গুলো থেকে মাইক্রো জব ও পাবেন।
এভাবেই নতুন রা সুরু করেন। সাফল্য পাবেন ১০০%
আমি ডার্ক হান্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
yr contact no?