ফ্রিল্যান্সার হওয়ার আগে যে কাজটি করতে হয় part-1

কেমন আছেন সবাই। আশা করি ভাল আছেন। আমি আজকে যে বিষয় নিয়ে টিউন করব সেটা ফ্রিল্যান্সিং এ নতুন অথবা অনলাইন এ আয় করতে চান তাদের জন্য। যারা জানেন তাদের কষ্ট করে না পরলে ও চলবে।

না আমি কোন ওয়েবসাইট বা পিতিছি সাইট দরাইয়া দিব না আপনাদের, বা কেমনে অনলাইন এ আয় করবেন সেটা ও বলব না। শুধু একটি বিষয়ে শেয়ার করব। আপনি আয় করলে টাকা উঠাবেন কেমনে মানে আপনি ত অনেক কষ্ট করে টাকা আয় করলেন। সেই টাকা / ইনকাম ত বাংলাদেশ এ আনতে হবে তাহলে আপনার সব কষ্ট সফল হবে। অন্যথায় যে সময় এবং মেধা বেয় করছেন সব ই বৃথা।

অনলাইন এ অনেক মাদ্দম আছে টাকা। উঠানর জন্য। যেমন পেপাল, স্ক্রিল, পেজা, পারফেক্ট মানি।

পেপালঃ পেপাল হচ্ছে অন্নতম মাদ্দম যেঁটা ব্যবহার করে অনলাইন এ ট্রানজেকশন করা যায়। যেহেতু বাংলাদেশ এ পেপাল সাপোর্ট করে না তাই আগে যা একটু অন্য দেশের নাম ঠিকানা ব্যবহার করে ব্যবহার করা জেত এখন তা ও করা যায় না। যদি কেও করে থাকেন তাহলে আমি বলব খুব রিস্কের মদ্দে আছেন। আমি গত সপ্তাহে অ্যাকাউন্ট ব্যান্ড খাইচি ৩০০ ডলার নিয়া। বুয়া মোবাইল নাম্বার দিয়া অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছিলাম এখন বলে অই নাম্বার এ গোপন কোড গেছে সেটা দিয়া অ্যাকাউন্ট রি অ্যাক্টিভ করেন। বুঝেন কেমন দরা।। সুতরাং আমার পরামশো হচ্ছে যতদিন পেপাল বাংলাদেশ এ না আসে ততদিন ব্যবহার না করা।

পেজাঃ বর্তমানে ৮০% সাইট এ পেজা সাপোর্ট করে। পেজা তে অ্যাকাউন্ট করা খুব ই সহজ। অ্যাকাউন্ট করা হয়ে গেলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন।  এটা ব্যবহার করা ও সহজ।

পারফেক্ট মানিঃ পারফেক্ট মানি ওদের সিস্টেম একটু জামেলার, সহযে অ্যাকাউন্ট ভেরিফিকেসন দিতে চায়না। আমি পাসপোর্ট দিছি, এন এই ডি দিছি, অনলাইন ব্যাংক স্টেটমেন্ট দিছি তারপর ও আমাকে অ্যাক্টিভ করে নাই। আপনার কোন সমসসা হলে মেইল করলে রিপ্লাই পাবেন ১২দিন পর। খুব ফালতু।

 Skrill New Accounts

স্ক্রিলঃ বর্তমানে সবাই পেপাল এর বিকল্প হিসাবে স্ক্রিল ব্যবহার করে। আমি ব্যবহার করছি অনেক আগে থেকে, কখন কোন জামেলা হয় নি। ৯৫% সাইট এখন স্ক্রিল সাপোর্ট করে। আপনি কোন চিন্তা ছাড়াই  স্ক্রিল ব্যবহার করতে পারেন। স্কিল এর একতা বিশেষ গুন হচ্ছে খুব কম সময়ে আপনার ব্যাংক এ টাকা চলে আসবে, আপনি আপনার ডাচ বাংলা ব্যাংক এর মোবাইল অ্যাকাউন্ট এর মাদ্দমে ও টাকা তুলতে পারবেন শুধু অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট থেকে নাম্বার টি অ্যাড করে নিবেন। নিচে লিঙ্ক দিলাম কারো যদি দরকার হয়  স্ক্রিল এ অ্যাকাউন্ট করতে পারেন। এতা আমার সি পি এ ফরেস্ট লিঙ্ক। দেখতে পারেন।

Click here to create new SKRILL Accounts

সর্বশেষঃ যেখানেই অ্যাকাউন্ট করেন না কেন! আপনার কোন ভুল ইনফর্মেশন দিবেন না। এঁটে আপনার অ্যাকাউন্ট টি যুকির মদ্ধে থাকবে। যত তারাতারি পারবেন অ্যাকাউন্ট টি ফুল অ্যাক্টিভ করে নিবেন। বেশির ভাগ সাইট ফুল অ্যাক্টিভ না হলে পে করে না। তখন কিন্তু বিপদে পরবেন। অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হলে আপনার NID (Both Side), Photo, Recent Bank Statement, Utilities Bill (if available) স্ক্যান করে আপনার কম্পিউটার, মোবাইল অ্যান্ড গুগল ড্রাইভে সেভ করে রাখুন, যখন যেঁটা চাইবে যাতে তারাতারি দিতে পারেন।  ভেরিফাইড অ্যাকাউন্ট মানে আপনি ফ্রিল্যান্সিং পেশার একটা দুরচিন্তা থেকে মুক্ত।

ভবিষ্যতে আর কিছু লেখার চিন্তা আছে। আপনাদের কাছ থেকে পরামসস আশা করি। ভাল থাকেন।

Level 3

আমি রুদ্র মাহামুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

hmm sundor liksen…
Paynar kemon? Aktu bolen suni

fiverr kaj kore taka pawa jamelar hoye gelo

ভাল টিউন, শেয়ার করার জন্য ধন্যবাদ। তথাপি ফ্রিল্যান্স,এডুটিউন এবং টেক বিষয়ক নিয়মিত টিউনের আপডেট পাইতে ভিজিট করার আমন্ত্রণ রইল এখানে http://bit.ly/1IN0ayt

payoneer master card sohoje paowa jay na. pete hoel onek technique obolombon korte hoy. charge onek beshi. subidha ektai apni apnar local booth theke taka tulte parben.

ভাই আমি আমার ব্যাংক স্টেটমেন্ট skrill এ দিছি কিন্তু আমার কাছ থেইকা NID কার্ড বা Bank statement চায় নাই।