এখন থেকে আয় হবে দ্বিগুন যাদের ব্লগ অথবা ওয়েবসাইট আছে এদিকে আসুন। Linkshrink এবং Popunder ইম্রেশন একইসাথে ব্যবহার করুন

টেকটিউনসে টিউনকরতে ভয় লাগে কারন এটা বাংলাদেশের 1 নং বাংলা টেকনোলজি ব্লগ। এখানে লিখতে পেরে নিজেকে গর্বিত মনে হয়। যাক মূল কথায় আসি।

Link Shrink এবং Pop under ইম্প্রেশন থেকে ওয়েবসাইটের এডমিনরা খুব সহজেই আয় করতে পারেন। এই ধরনের আয়ের ক্ষে্ত্রে আপনাকে কিছুই করতে হবে না। শুধু একটা কোড আপনার সাইটে বসিয়ে দিবেন ব্যস কাজ শেষ। ভিজিটর আসবে ক্লিক করবে অন্য দিকে আপনার আয় বাড়বে। এটা সবাই জানেন।

এখন থেকে আয় হবে দ্বিগুন  Link shrink এবং Popunder ইম্রেশন একইসাথে।

হয়তো এর আগেও এডফ্লাই এবং Popcash.net নিয়ে টিউন হয়েছে ভূল হলে প্রিয় এডমিন মাপ করবেন নতুন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব।

আজ আলোচনা করবো কোন কাজ না করেই দুইটি সাইট থেকে আপনার একটি ব্লগ অথবা ওয়েবসাইটে বিভিন্ন পদ্ধতিতে আয় করার উপায়।

যাদের ব্লগ অথবা ওয়েব সাইট নাই তাদের জন্যও আয়ের ব্যবস্থা আছে সম্পূর্ণ টিউন পড়ুন।

1. Popcash.net (Popunder Impression)

2. এডফ্লাই (Linkshrink, Easylink, Entry script, Full page script এবং Popunder Impression)

 

1. Popcash.net

ব্লগ অথবা ওয়েবসাইট থেকে সবচেয়ে বেশি আয় করা যায় popcash এর মাধ্যমে। এই সাইটের এড ক্লিক রেট অনেক বেশি। খুব তাড়াতারি ডলার জমা হয়।

Popcash.net এর পরিচয়:

প্রতিষ্ঠিত 2012 সালে

দেশ: USA,

আলেক্সা র‌্যাংক : #268,

ডেইলি ভিজিটর: 9 লক্ষ+,

প্রতিদিন লেনদেন হয়: 5 হাজার+ ডলার

মিনিমাম ক্যাশ আউট: 10$ (ভয় পাবেন না 10$ হতে বেশি দিন লাগবে না। 24 থেকে 48 ঘন্টার মধ্যে পেমেন্ট দেয়)

পেমেন্ট মেথড: পেপাল,  পেজা, পেক্সাম

আপনাকে যা যা করতে হবে:

প্রথমেই রেজিষ্টার করুন এখান থেকে

সাইন ইন / লগ ইন করুন >> Websites >> Add a new website এ ক্লিক করুন:

Domain: আপনার ওযেব সাইটের ডোমেইন/ইউআরএল/লিংক

Category: আপনার ওযেবসাইটের কেটাগরি দিন

Adult content: যদি 18+ এড এলাউ করতে চান Allaow দিন না চাইলে disallow দিয়ে

Add website এ ক্লিক করুন।

অপেক্ষা করুন আপনার সাইটটি এপ্রোভ করার জন্য হয়তো 1 দিন অথবা 2 দিনের মধ্যে এপ্রোভ করবে।

লগইন করে দেখুন যদি এপ্রোভ হয় তবে "Get Code" এ ক্লিক করুন একটা কোড দিবে আপনি সেই কোডটা আপনার সাইটে জুড়ে দিবেন কাজ শেষ।

মিনিমাম 10$ হলেই উথড্রো দিবেন।

 

2. এডফ্লাই

Popcash কোডের সাথে সাথে  এডফ্লাই  এর কোডটিও বসাতে পারবেন আপনার ব্লগ অথবা ওয়েব সাইটে। ফলে আপনি দু দুটি সাইট থেকে একই সাথে আয় করতে পারবেন।

এডফ্লাই এর পরিচয়:

প্রতিষ্ঠিত: 21 Feb 2012,

USA কোম্পানি,

আলেক্সা র‌্যাংক : #159,

ডেইলি ভিজিটর: 12 লক্ষ+,

প্রতিদিন লেনদেন হয়: 13 হাজার+ ডলার

মিনিমাম ক্যাশ আউট: 5$ (প্রতি মাসের 1 তারিখ)

পেমেন্ট মেথড: পেপাল, পায়ওনিয়ার, পেজা

আপনাকে যা যা করতে হবে:

প্রথমেই সাইন আপ করুন এখান থেকেে

এবার সাইনইন করুন >> Tools এ ক্লিক করুন।

1. Easy Link

যে কোন লিংককে Shrink করা ছাড়া এডফ্লাই যোগ করে সেই লিংক শেয়ার করে আয় করতে পারেন কেউ এই লিংকে ক্লিক করলেই আপনার একাউন্টে ডলার যোগ হবে। Easy Link এ ক্লিক করলে ডান পাশে এই রকম পাবেন তাতে http://www.google.com কেটে আপনার কাঙ্থিত লিংক দিবেন। http://এডফ্লাই/9430349/www.google.com

2. Full page link:

এই স্ক্রিপ্ট ব্যবহার করলে আপনার সাইটের ফুল পেজ অটো এডফ্লাই Popunder হবে মানে কেউ যেখানেই ক্লিক করুক একটা Popup ট্যাব ওপেন হবে সাথে সাথে আপনার একাউন্টে ডলার জমা হবে। কোডটি Full page link এ ক্লিক করলে ডানপাশে পাবেন।

3. Website Entry Script

এটা ব্যবহার করলে কেউ আপনার সাইটে প্রবেশ করার সাথে সাথে Popup এড ইম্প্রেশন হবে আপনি ডলার পাবেন। কোডটিও ডান পাশে পাবেন।

4. Pop Ads

এটাও Popunder এড কেউ আপনার সাইটের শুধু যে কোন লিংকে ক্লিক করলে অটো পপআপ এড বেরোবে সাথে আপনার আয় হবে। এই কোডটিও ডান পাশে পাবেন।

আপনি চাইলো সবগুলো কোড অথবা যে কোন একটি বা দুটি কোড কপি করে আপনার সাইটে জুড়ে দিবেন কাজ শেষ।

যাদের ব্লগ বা ওয়েবসাইট নাই তারাও আয় করতে পারেন:

5. Homepage Link Shrink

হোম পেজে একটা বক্স পাবেন তাতে আপনার ব্লগ অথবা ওয়েবসাইটের লিংক দিয়ে Shrink করলে যে ছোট লিংক পাবেন তা আপনার ব্লগ অথবা ওয়েবসাইটে বসিয়ে দিবেন কেউ সেটাতে ক্লিক করলে আপনার ডলার জমা হবে।

5 ডলার হলেই উইথড্রো দিবেন মাসের 1 তারিখ পেমেন্ট পাবেন।

এরপরেও কারো কোন সমস্যা থাকলে টিউমেন্ট করবেন।

অনেক কষ্ট করে, রাত জেগে, অনেক সময় নিয়ে টিউন করি কপি পেষ্ট করবেন না প্লিজ।

আামর ব্লগে ঘুড়ে আসতে পারেন: Online Income In Bangladesh

ফেসবুকে আমি: এখানে

Level 0

আমি মন মাঝি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। অনেক কিছু জানতে পারলাম।
আচ্ছা, ওয়ার্ডপ্রেস দিয়ে একটি ব্লগ তৈরি করতে চাই!
ডোনেইম,হোস্টিং , ডিজাইন সহ কত খরচ হতে পারে?

    ধন্যবাদ। প্রায় ৩০০০-৪০০০/- মত খরচ হয়। শুধু ডিজাইন বাদ দিলে ১৬০০/- মত খরচ হবে।

ধন্যবাদ টিউমেন্ট করার জন্য, দু:খিত, কত খরচ হতে পারে আমার সঠিক ধারনা নাই।

Level 0

Doamin Hosting তো পানির দাম এ পাওয়া যায় , ২৫০০ টাকার মতো লাগবে @মাহমুদুল হাসান