স্টক মার্কেটের সাথে অনেকেই কম বেশী জড়িত, কেউ আবার সারাদিন সময় দেয় এই মার্কেটে। কিন্তু বাংলাদেশের স্টক মার্কেটের প্রায়ই কারসাজী করে সাধারন ট্রেডারদের দেউলিয়া করে ফেলা হয়, তাই এখনও এই মার্কেট টি অনেক রিস্ক ক্যারি করে।অথচ আন্তর্জাতিক স্টক মার্কেট-ফরেন এক্সচেঞ্জ (ফরেক্স) মার্কেট কিন্তু এইভাবে কারসাজী করে দেউলিয়া করা সম্ভব না কারন এই মার্কেট অত্যান্ত নিয়মতান্ত্রিকভাবে নিয়ন্ত্রন করা হয়।তাছাড়া একজন সফল ট্রেডার দেশে বসেই বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে।যেটি দেশের অর্থনীতির জন্যে ইতিবাচক।ইনভেষ্ট করতে হবে এমন কোন কথা নেই, Demo (আসল অর্থ নয়) practice করা জন্যে নতুন ট্রেডার দের ব্রোকার হাউজ ফ্রী এই সেবাটি দিয়ে থাকে। আপনার যেকোন পেশার পাশা পাশি এই ট্রেড সহজেই করতে পারেন, সপ্তাহে ১/২ দিন মাত্র ১ ঘন্টা সময় দিলেই হয়।আপনি যদি একজন সফল ট্রেডার হতে পারেন তাহলে অনেক আর্থিক প্রতিষ্ঠান আপনাকে উচ্চ পারিশ্রমিকে হায়ার করবে তাদের ট্রেড করে দেয়ার জন্যে।
আন্তর্জাতিক স্টক মার্কেট-ফরেন এক্সচেঞ্জ (ফরেক্স) মার্কেট যদি না থাকতো তাহলে একদেশের সাথে আরেক দেশের কোন ধরনের লেন দেন সম্ভব হত না, কারন এক দেশের মুদ্রা আরেক দেশে অচল। তাই আন্তর্জাতিক অর্থনৈতিক লেনদেনের সুবিধার্থে এই মার্কেটের সৃষ্টি। বিশ্বের সমস্ত আর্থিক প্রতিষ্ঠান ও রাষ্ট্র আন্তর্জাতিক স্টক মার্কেট-ফরেন এক্সচেঞ্জ (ফরেক্স) মার্কেট এর সাথে সরাসরি যুক্ত। প্রতিদিন ৪ ট্রিলিয়ান ডলার সমমানের লেনদেন হয় এই মার্কেট থেকে। সিডনি, টোকিও, লন্ডন ও নিউয়োর্ক স্টক মার্কেট ও বিশ্বের সব দেশের কেন্দ্রিও ব্যংক ও ব্রোকার হাউজের মাধ্যমে এই মার্কেট নিয়ন্ত্রিত হয়। একটি দেশের মুদ্রার সাথে আরেকটি দেশের মুদ্রার বিনিময় হার কি হবে সেটি নির্ধারন করে এই মার্কেট। এই নীতি নির্ধারনের ভূমিকায় শুধু আর্থিক প্রতিষ্ঠান নয় অনুমোদিত ব্রোকার হাউজের মাধ্যমে অনেক স্বাধীন ট্রেডারও অংশ নিতে পারে। প্রতিদিন লক্ষ্ লক্ষ ট্রেডার তাদের কম্পিউটার থেকে এই মার্কেটে মুদ্রা কেনা বেচা করছে। আমি ৬ বছর ধরে আন্তর্জাতিক স্টক মার্কেট-ফরেন এক্সচেঞ্জ (ফরেক্স) মার্কেট এ ট্রেড করছি, বড় বড় ট্রেডাদের থেকে ট্রেড শিখেছি, এখনও শিখছি, এখানে শেখার শেষ নেই।এই মার্কেটের ব্যাপারে আরো জানতে চেলে এখানে প্রশ্ন করতে পারেন।
Demo Doller ১০০০০$ দিয়ে শুরু করতে পারেন। দক্ষ হয়ে উঠলে পরে রিয়েল মানি ইনভেষ্ট করা যাবে যে কোন্ লাইসেন্সড ব্রোকার হাউজে।demo dollar practice করা জন্যে নতুন ট্রেডার রা ইনভেষ্ট করে। ব্রোকার ফ্রী এই সেবাটি দিয়ে থাকে।
প্রতিদিন লক্ষ্ লক্ষ ট্রেডার তাদের কম্পিউটার থেকে এই মার্কেটে মুদ্রা কেনা বেচা করছে। একজন অভিজ্ঞ ট্রেডার সেই মুদ্রাটি ক্রয় করে যেটির চাহিদা বাড়ছে অর্থাৎ মুল্য বাড়ছে আর যেটির মুল্য কমে যাচ্ছে সেটি বিক্রয় করে দেয়। ধরুন ইউরো / ইউএসডির বর্তমান রেট আছে 1.4010 এখন এর মুল্য বাড়তে শুরু করে হলো 1.4050 স্বাভাবিকভাবে আপনি এই মুদ্রাটি কিনতে চাবেন তাই 1.4050 তে বাই দিলেন। এর এক সপ্তাহ পর দেখা গেলো এটি বেড়ে 1.4100 হলো তাহলে 50 PIPS / 50$ লাভ হলো। এখন এই লাভকৃত টাকা এবং আপনার বিনিয়োগকৃত সমস্ত টাকা আপনি উঠিয়ে নিতে পারবেন যেকোন সময়। তাই বুঝে শুনে ট্রেড করতে পারলে এই মার্কেটে ট্রেড করেই আপনি স্বচ্ছলতার সাথে স্বাধীন জীবন যাপন করতে পারেন।
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্যে একটি ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার লাগবে, বিনিয়োগকৃত পুজি (নুন্যতম ১০ ডলার) অনুমোদিত ব্রোকার হাউজের মাধ্যমে ট্রেডিং একাউন্ট করতে হবে। একাউন্ট খুলতে হলে জাতীয় পরিচয় পত্রের স্ক্যান কপি + ব্যাংক স্টেটমেন্টের কপি লাগবে। তবে ডেমো প্রাক্টিসের জন্যে এসব কিছুই লাগবে না, শুধু একটা ইমেইল একাউন্ট হলেই চলবে।
৬ বছরের অভিজ্ঞ ট্রেডারের পরামর্শ ও সহায়তা নিয়ে উপরোক্ত কাজ গুলো আপনি সহজেই করে নিতে পারেন।
সম্পুর্ন রিস্ক ফ্রি ফরেক্স শিখুন, নিউজ ট্রেড শিখুন, টেনশন মুক্ত থেকে অনলাইনে উপার্জন করুন।প্রতি মাসে ৩০% এর ওপরে প্রফিট করুন। উদাহরন স্বরূপ ১০০ ডলার ইনভেষ্ট এ নিউজ ট্রেড করে প্রতি মাসে ৩০ ডলারের উপরে লাভ করুন।আবার যখন খুশী তখন আপনার বিনিয়োগকৃত অর্থ লাভ সহ উত্তোলন করুন।
ফরেক্স মার্কেট সম্বন্ধে জানুন – টেলিভিশন চ্যানেলঃ ব্লুমবার্গ http://www.bloomberg.com/markets/ ,
http://en.wikipedia.org/wiki/Foreign_exchange_market , http://www.babypips.com/school/preschool/why-trade-forex/
ফরেক্স মার্কেট সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করুনঃ-
ফরেক্স শিখতে যোগাযোগ করুনঃ-
গ্লোবাল ফরেক্স একাডেমী
মোবাইলঃ 01554545776
ইমেইলঃ [email protected]
ওয়েবঃ http://forexbd2000.blogspot.com/
আমি abdul915। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।