সুপ্রিয় টেকটিউনসের ফ্রিল্যান্সার ভাইদের কাছে সাহায্য চাচ্ছি প্লিজ এড়িয়ে যাবেন না।টেকটিউনসে অসংখ্য নামিদামি ফ্রিল্যান্সার দের বসবাস তারা কেউ Upwork এ কেউ freelancer এ কেউবা guru তে সফলতার সাথে কাজ করে নিজেদের কর্ম সংস্থান করছে।পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রা তথা ডলারের রিজার্ভ বাড়াতে সাহায্য করছে যা কিনা দেশপ্রেমের উজ্জ্বল নিদর্শন।এসকল দেশপ্রেমিক ভাইদের দেখানো পথে চলার ইচ্ছা মনের মধ্যে অনেক দিন লালন করছি আর তাই টেকটিউনসে এসকল মহৎ ভাইদের বিভিন্ন টিউটেরিয়াল দেখে SEO মানে Off page SEO টা মুটামুটি আয়ত্ত করতে পেরেছি এবং আপনাদের দোয়ায় upwork এ একটা account খুলে প্রফাইল ১০০% করতে সক্ষম হয়ছি।এখন upwork এ কাজের জন্য আবেদন করার আগে নিজের যোগ্যতা পরিক্ষা করার প্রয়োজনীয়তা অনুভব করছি আর এ কারণেই SEO বিষয়ক ফ্রিল্যান্সার ভাইদের কাছে সাহায্যের আবেদন করছি।আপনারা অনেক বড়বড় SEO কাজের অডার পান এবং তা সম্পাদন করার জন্য অনেক সময় হেল্পার প্রয়োজন হয়।এখন আপনাদের ভেতর কেউ যদি আমাকে হেল্পার হিসাবে নিয়োগ করেন তাহলে তার দিক নিদর্শনা অনুযায়ি কাজ করে নিজের অভিজ্ঞতার ঝুলিটা একটু বাড়াতে পারতাম অর্থাৎ কেউ যদি সাব কন্ট্রাকে আমাকে কোন কাজ দেন (off page seo like link building,blog posting,forum posting,article spinnig etc) তবে সে কাজ আমি খুশি মনে সঠিক ভাবে করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করবো বিনিময়ে আমাকে কোন টাকাপয়শা দিতে হবে না।
পরিশেষে আবারো টেকটিউনসের SEO বিষয়ক ফ্রিল্যান্সার ভাইদের কাছে সাহায্যের আবেদন করে বিদায় নিলাম।
mobile-01719899037
বিদ্র:অনেকেই এই টিউন পড়ে মনেমনে ভাববেন পুরাতন পাগল ভাত পায় না আবার নতুন পাগলের আমদানী,আবুল,আবুল্যা ইত্যাদি,ইত্যাদি।তাদের শুধু একটা কথাই বলবো মানুষ লাফ দিয়ে বড় হয়ে যায় না তাকে ছোট থেকেই বড় হতে হয় আর মানুষ মায়ের পেট থেকেই সব কিছ শিখে আসে না।
আমি Niloyhasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইয়া আপনি ফেসবুকের ফ্রিল্যান্সিং, এসইও রিলেটেড গ্রুপগুলোতে পোস্ট করে দেখতে পারেন। আশা করি ভাল রেসপন্স পাবেন।